বেশ কয়েদিন ধরেই ক্লাব বনাম ইনভেস্টর লড়াইয়ে ডামাডোলের পরিস্থিতি মহামেডানে। কয়েদিন আগে বেতন না পাওয়ার অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেছিল ফুটবলাররা। শুধু তাই নয়, বেতন না পাওয়ায় কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ। এরপরেই নড়েচড়ে বসে ক্লাব কর্তারা। দীর্ঘক্ষণ বৈঠক হয় কোচ, ক্লাব কর্তা এবং ইনভেস্টরদের মধ্যে। শেষমেষ সমাধান হয় বিষয়টির। তবে শেয়ার হস্তান্তরের জন্য চাপ বাড়াতে থাকে ইনভেস্টর বাঙ্কারহিল এবং শ্রাচী স্পোর্টস। এবার এই কাজটি সেরে ফেলতে চাইছেন ক্লাব কর্তারা। শুরু হয়ে গেছে যাবতীয় আইনি প্রক্রিয়া। আগামী এক সপ্তাহের মধ্যেই প্রাপ্য শেয়ার পেয়ে যাবে ইনভেস্টররা।
শেয়ার বণ্টন প্রক্রিয়া শুরু মহামেডানে:
জানা যাচ্ছে মহামেডান ক্লাব যেহেতু সোসাইটির অন্তর্গত ছিল সেই কারণে শেয়ার হস্তান্তরের বিষয়টি নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। এই সমস্যা সমাধানের জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে মহামেডানের নামে একটি ট্রাস্ট তৈরি করা হবে। সেখানেই ১০০ শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে ৬১ শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে বাঙ্কারহিলকে। তারা শেয়ার পেয়ে গেলে সেখান থেকে ৩০.৫ শতাংশ শেয়ার হস্তান্তর করবে শ্রাচী স্পোর্টসকে। বিষয়টা অনেক বড় এবং জটিল। তবে ইতিমধ্যেই যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় কর্তারা আশাবাদী যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটিও তাড়াতাড়ি হয়ে যাবে। এইসব মিটে গেলে আর কোনও সমস্যা থাকবে না বলেও আশাবাদী কর্তারা।
সমস্যা তৈরি হয়েছিল যা নিয়ে:
জানুয়ারির শেষের দিকে ইনভেস্টর বনাম মহামেডান ক্লাব কর্তাদের ঝামেলা শুরু হয়। শেয়ার হস্তান্তর হয়নি বলে বিনিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিনিয়োগকারী সংস্থা শ্রাচী। পরিস্থিতি আরও জটিল হয় যখন অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই সিদ্ধান্ত জানিয়ে দেয়। এহেন জটিল পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মহামেডান ফুটবলারদের বেতন। এরপরেই প্রতিবাদে তাঁরা অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন। মাঠে এলেও অনুশীলন করতে নামতে দেখা যেত না অ্যালেক্সিসদের। সেই সমস্যা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর ছিলেন ক্লাব কর্তারা। সেই মতো দুই ইনভেস্টরের সঙ্গে আলোচনাও করা হয়। খেলোয়াড় কোচদের পুরো বিষয়টা বোঝানো হয়। এখন শেয়ার হস্তান্তরের বিষয়টিও সেরে ফেলতে চাইছেন তাঁরা। উল্লেখ্য, ISL-এ এবারের মতো প্রায় বিদায় ঘণ্টা বেজে গিয়েছে মহামেডানের। ১৮ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রয়েছে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।