বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মার্কাসের জোড়া গোল, I-League-এ জয়ের হ্যাটট্রিক করে শীর্ষে মহমেডান

মার্কাসের জোড়া গোল, I-League-এ জয়ের হ্যাটট্রিক করে শীর্ষে মহমেডান

মার্কাস জোসেফ।

শ্রীনিধি ডেকান এফসি-কে ৩-১ -এ হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগের ফার্স্টবয় মহমেডান স্পোর্টিং।

আই লিগে দুরন্ত ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। এই নিয়ে তারা পরপর তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল। সোমবার শ্রীনিধি ডেকান এফসি-কে ৩-১ -এ হারায় কলকাতার দলটি। এ দিনও ফের জোড়া গোল করলেন মার্কাস জোসেফ। অপর গোলটি পেনাল্টি থেকে আঞ্জেলো রুডোভিচের। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগের ফার্স্টবয় মহমেডান স্পোর্টিং-ই।

যদি ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল শ্রীনিধিই। ১৬ মিনিটের মাথায় ডেভিড কাস্তানেদার গোলে ১-০ করে তারা। তবে ১ গোলের লিড নিয়েও এর পর আর সে ভাবে কিছুই করতে পারেনি। বরং গোল খেয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। ম্যাচের বিরতির আগেই ৪০ মিনিটের মাথায় সমতা ফেরায় মহমেডান। নিকোলা স্তোজানোভিচের ক্রস থেকে হেডে গোল করেন মার্কাস।

বিরতির পর খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় মহমেডান। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে মার্কাসই ২-১ করেন। খেলা শেষের চার মিনিট আগে ব্যবধান বাড়ায় সাদা-কালো ব্রিগেড। বক্সের মধ্যেই হ্যান্ডবল করেছিলেন শ্রীনিধির এক ফুটবলার। পেনাল্টি থেকে গোল করেন রুডোভিচ।

ম্যাচের পর মহমেডানের টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস বলেছেন, ‘দুপুরের রোদের মধ্যে খেলার কারণে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে আমাদের ফুটবলাররা বেশ ভালো খেলেছে। এক গোলে পিছিয়ে পরে আমরা তিন গোল দিয়েছি। আমাদের কাছে এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল।’

বন্ধ করুন