কলকাতা লিগে দুরন্ত ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। তারা কার্যত লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলল। শুক্রবার কলকাতা লিগের সুপার সিক্সে সাদা-কালো শিবির ৩-০ গোলে উড়িয়ে দিল খিদিরপুরকে। আর এই ম্যাচের হাত ধরেই টানা দ্বিতীয় বার কলকাতা লিগ জয় কার্যত নিশ্চিত করে ফেলল মহমেডান স্পোর্টিং। এখন যা পরিস্থিতি, তাতে মহমেডানের ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।
লিগ জয়ের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে খিদিরপুরের বিরুদ্ধে এই ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিল মহমেডান। গোটা ম্যাচেই কর্তৃত্ব ছিল সাদা-কালো জার্সিধারীদের। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেললেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না মার্কাস জোসেফের দল।
আরও পড়ুন: ভবানীপুরের কাছে বিশ্রি হার, কলকাতা লিগের খেতাব দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল
অবশেষে অধিনায়ক মার্কোসের পেনাল্টি গোলেই প্রথম এগিয়ে যায় শতাব্দী প্রাচীন ক্লাব। পেনাল্টি থেকে অসাধারণ গোল করে মহমেডানকে ম্যাচে এগিয়ে দেন মার্কোস। মহমেডান অপর দু'টি গোল পায় ৮০ মিনিটের পর। পরিবর্তন ফুটবলার হিসেবে নামা পাহাড়ি ফুটবলার প্রীতম সিং গোল দু'টি করেন।
আরও পড়ুন: জোসেফের জোড়া গোল, ভবানীপুরকে ৩-০ উড়িয়ে লিগ জয়ের পথে আরও এক ধাপ এগোল মহমেডান
গতবার দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং। এ বারও যে দিকে কলকাতা লিগ গড়াচ্ছে, তাতে ট্রফি যে রেড রোডের ধারের ক্লাবেই শোভা পেতে চলেছে, তা বলাই যায়। টানা তিনটি ম্যাচ ৩-০ গোলে জিতল সাদা-কালো শিবির। কোনও অঘটন না ঘটলে, এ বারও কলকাতার সেরা দলের শিরোপা জিততে চলেছে সাদা-কালো ব্রিগেড। তার জন্য এখন থেকেই উচ্ছ্বাসে মেতে রয়েছেন মহমেডান সমর্থকেরা।
শুক্রবারের ম্যাচ জিতে মহমেডান অধিনায়ক মার্কাস জোসেফ বলেন, ‘ভালো লাগছে ম্যাচটা জিতে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকের ম্যাচটা কঠিন ছিল। ফোকাস ধরে রাখতে হবে, এখনও দলের কাজ শেষ হয়নি। ফোকাস ধরে রেখে পরবর্তী ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনাটাই এখন পুরো দলের লক্ষ্য।’ এই নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তিন ম্যাচের মধ্যে দু'টিতে ম্যাচের সেরা নির্বাচিত হলেন মার্কাস। এমার্জিং ফুটবলারের শিরোপা পেয়েছেন প্রীতম সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।