আইএসএল শেষ হয়ে গেছে। প্রথমবার আইএসএলে খেলতে নেমে প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় অন্তিম স্থানে শেষ করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। আইলিগের সঙ্গে আইএসএলের যে গুনগত মানের অনেকটাই পার্থক্য রয়েছে সেটা প্রথম বছরেই বুঝে গেছেন ক্লাব কর্তারা। মহমেডান গ্যালারিতেও কানাঘুষো শোনা যাচ্ছিল, শেষ হোম ম্যাচের দিন। সমর্থকরা বলছিলেন, এভাবে আইএসএলে হারার থেকে আইলিগ খেলাই ভালো ছিল।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
আইএসএলে এখনও রেলিগেশন শুরু হয়নি। এবছরই এফএসডিএলের সঙ্গে এআইএফএফের ১৫ বছরের চুক্তি শেষ হচ্ছে। আগামী বছর থেকেই তাই আরও অনেক পরিবর্তন আসতে পারে লিগে। এছাড়া এএফসি তো বারবারই বলেছেন, লিগের প্রথম টায়ার লিগে অবনমন রাখতেই হবে। এই আবহে মহমেডান কর্তারা পরের বছর নিয়ে ভাবনা শুরু করেছেন। যদিও এই মরশুম শেষ হওয়ার আগে তাঁরা কিছুই প্রকাশ করতে চাইছেন না।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
মেহরাজের সঙ্গে বৈঠকে কর্তারা
এরই মধ্যে সুপার কাপ নিয়ে কোচ মেহরাজউদ্দিন ওয়াদুর সঙ্গে বৈঠকে বসলেন সাদা কালো কর্তারা। আইএসএলে সবার নিচে শেষ করার পর এবার অন্তত সুপার কাপে ভালো পারফরমেন্স করে দেখাতে চাইছে সাদা কালো শিবির। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পড়ে গেছে মহমেডান, রাউন্ড অফ সিক্সটিনে তাঁদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড, যারা এবারের আইএসএলে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে গেছে।
এপ্রিলের শুরুতেই অনুশীলনে মহমেডান
এপ্রিলের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে ময়দানের ব্ল্যাক প্যান্থার্সরা। আইএসএল অভিযান শেষের পরই মহমেডানের ইনভস্টর কর্তারা বৈঠকে বসেছিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াদুর সঙ্গে। মোটামুটি ভালো পারফরমেন্স করতে সুপার কাপে তাঁর কি কি প্রয়োজন, সেটাই জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। সূত্রের খবর, এর মাঝে আরও কোনও বিদেশি বা ফুটবলার নেওয়া হবে না, তাই রিজার্ভ দল থেকেই কিছু ফুটবলারকে এই প্রতিযোগিতায় খেলানো হবে।
সুযোগ পাবেন রবি হাঁসদা
ফ্র্যাঙ্কা, মানজোকির মতো ফুটবলাররা আদৌ আইএসএলে চলে কিনা সেই নিয়েই প্রশ্ন রয়েছে। বরং সন্তোষ ট্রফি দলের সদস্য রবি হাঁসদা সুযোগ পেয়েই লড়ে গেছেন, যেটুকু সময় খেলেছেন তাতে গোল করিয়েওছেন, আবার করেওছেন। ফলে সুপার কাপে তাঁকে আরও কিছুটা সুযোগ দিতে চাইছেন মেহরাজ। শুধু স্ট্রাইকার পজিশনে তাঁর খেলা দেখাই নয়, আগামী মরশুমে তাঁকে আর কোন বিকল্প পজিশনে ব্যবহার করা যেতে পারে, তা নিয়েও একটা আভাস পেতে চাইছেন মেহরাজ।
রিজার্ভের ফুটবলারদের সই করানোর ভাবনা-
মহমেডানের বিনিয়োগকারি সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠের পর সাদা কালো শিবিরের স্টপগ্যাপ কোচ মেহরাজ বলেন, ‘আমরা সুপার কাপের আগে প্রস্তুতির জন্য মোটামুটি তিন সপ্তাহ মতো সময় পাব। সেটাই কাজে লাগাতে হবে। এখন ফুটবলাররা ছুটিতে রয়েছে। কয়েকজন রিজার্ভ দলের ফুটবলারকেও সই করানোর কথা চলছে, তবে কাঁদের নেওয়া হবে সেটা এখনও চিহ্নিত হয়নি। চেষ্টা করব হাতে যারা আছে তাঁদের দিয়েই ভালো ফুটবল উপহার দিতে, যেমনটা আইএসএলের শেষ কয়েকটা ম্যাচে আমরা দিয়েছি ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।