বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ইস্টবেঙ্গলের মতো মহামেডানও ISL? নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়?

ইস্টবেঙ্গলের মতো মহামেডানও ISL? নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়?

আইএসএলে খেলতে প্রস্তুতিতে নেমে পড়ল মহামেডান স্পোর্টিং।

নতুন বিনিয়োগকারী সংস্থা মহামেডানে ১০০ কোটি বিনিয়োগ করতে রাজি বলেই শোনা যাচ্ছে।

কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ইতিমধ্যেই আইএসএলে খেলছে। তৃতীয় প্রধান মহামেডানও আইএসএলে খেলতে বহুদিন ধরেই আগ্রহী। এবার সেই লক্ষ্যেই কাজে লেগে পড়লেন ময়দানের সাদা কালো ব্রিগেড।

একাধিক রিপোর্ট অনুযায়ী, টয়াম ইন্ডাস্ট্রিজের হাত ধরে ২০২৩-২৪ সালে আইএসএলে প্রবেশ করতে আগ্রহী মহামেডান স্পোর্টিং। মহামেডান সেই লক্ষ্যে ক্লাবে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি বলেও শোনা যাচ্ছে। ক্লাবের পরিকাঠামো থেকে সবকিছুতেই বিনিয়োগ করে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। তবে টয়াম বিনিয়োগ করলে না ক্লাবের নাম, না জার্সি, না লোগো কিছুই পরিবর্তন করতে হবে না মহামেডান। তাহলে কেন মহামেডানে বিনিয়োগ করবেন টয়াম? আদতে টয়াম মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত। মহামেডান তাদের সঙ্গে যুক্ত হলে তাদের শেয়ারের দাম বেড়ে যাবে বলেই মনে করছে কোম্পানি।

আরও পড়ুন:- বিনিয়োগকারীর পোস্টে সঙ্কট বাড়ল মহমেডানে? শুরু জল্পনা

বিনিয়োগকারী ছাড়া যে আইএসএল খেলা সম্ভব নয়, তা মহামেডানের শীর্ষকর্তারা ভালভাবেই জানেন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাদা কালো ব্রিগেডের সচিব দানিশ ইকবাল ইতিমধ্যেই জানিয়েছেন বেশ কয়েকদিন কথাবার্তা চলছিল তাদের টয়ামের সঙ্গে, পরের সপ্তাহে চুক্তিপত্রও চলে আসবে। তবে মহামেডানের সঙ্গে ইতিমধ্যেই বাঙ্কারহিলের ছয় বছরের চুক্তি রয়েছে। সেক্ষেত্রে তাদের কী হবে? বাঙ্কারহিলের সঙ্গে ক্লাবের সম্পর্ক বেশ ভাল। তাই তাদের চটাতে চাইছে না মহামেডান। অবশ্য এক্ষেত্রে টয়ামের সিদ্ধান্তই শেষ কথা হবে বলেই জানান দানিশ।

আরও পড়ুন:- I-League চ্যাম্পিয়ন করাতে পারেননি, তবু নতুন মরশুমে রাশিয়ান কোচেই আস্থা মহমেডানের

এতদিন বাঙ্কারহিলের সঙ্গে ৫০-৫০ শতাংশ শেয়ার ছিল মহামেডানের হাতে। টয়াম এলে তাতে বিশাল কিছু হেরফের হচ্ছে না। টয়াম ৫১ শতাংশ শেয়ার চাইছে বলে শোনা যাচ্ছে। আর টয়াম এলে আইএসএলের গুণগত মান অনুযায়ী স্টেডিয়াম, সাজঘর সবই তৈরিতে সুবিধা হবে। তবে এতে মমতা বন্দোপাধ্যায়ের ঠিক ভূমিকাটা কী? গত বছরে কলকাতা ফুটবল লিগ জেতার পরেই মুখ্যমন্ত্রী মহামেডানকে আইএসএলে খেলার সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানে মুখ্যমন্ত্রী এফএসডিএলের সঙ্গে মহামেডানের আলোচনার মধ্যস্থতা করবেন। মমতা বন্দোপাধ্যায়ার দৌলতেই পরপর দুই বছর ইস্টবেঙ্গল বিনিয়োগকারীর ঝামেলা উতরে আইএসএলে খেলবে। তাই মহামেডানও তাঁর সাহায্য আশা করতেই পারে।

বন্ধ করুন