ক্লাবে ডামাডোলর মধ্যেই বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। মহমেডানের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে গিয়ে একটি ডেপুটেশন জমা দেবেন। সাদা কালো শিবিরের তরফে পাঁচ সদস্য যাবেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই ডেপুটেশন দিতে।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আগেই প্রতিবাদ ইস্টবেঙ্গলের-
আগেই ইস্টবেঙ্গল ক্লাব সোচ্চার হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সমর্থকরাও চিন্তিত বলে তাঁরা জানিয়েছিলেন। লালহলুদের তরফে চিঠি গেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। ইস্টবেঙ্গল ক্লাব দাবি করেছিল, যেহেতু তাঁদের ক্লাবের সমর্থকদের দীর্ঘসূত্র রয়েছে বাংলাদেশের সঙ্গে, তাই অনেক সমর্থকেরই পরিবার এখনও সেদেশে থাকেন।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ মহমেডানের-
এই মর্মে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছিল, যাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধে ভারতও কিছু ব্যবস্থা নেয়। এবার ইস্টবেঙ্গলের সঙ্গেই মহমেডান স্পোর্টিং ক্লাবও সামিল হল এই প্রতিবাদে। সূত্রের খবর, মহমেডানের পক্ষ থেকে মহম্মদ কামারুদ্দিন আহমেদ, ইস্তিয়াক রাজু, নাসির হোসেন, মুস্তাক সিদ্দিকি এবং পারভেজ রেজা থাকবেন প্রতিনিধি দলে।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
শেখ হাসিনা যেতেই অত্যাচার শুরু-
বাংলাদেশে বরাবরই একটা কথা খুব প্রচলিত ছিল, শেখ হাসিনা আছেন বলেই হিন্দুরা বেঁছে আছে। কথাটা কতটা সত্যি, সেটা চলতি বছরের জানুয়ারির পর থেকেই টের পাচ্ছেন সংখ্যালঘুরা। মুখে অনেক বড় বড়় কথা বললেও মহম্মদ ইউনুস বুঝিয়ে দিয়েছেন, তিনি স্রোতের বিপরিতে হাঁটা মানুষ নন। যেদিকে জল ভারি, সেই সংখ্যাগুরুদের দিকেই তিনি। চোখের সামনে সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখেও তিনি ভারতকে নিয়ে বেশি চিন্তিত, নিজের দেশে শান্তি ফেরানোর থেকেও।
বিবাদ মেটানোর চেষ্টায় সাদা কালো শিবির-
এদিকে মহমেডান স্পোর্টিং ক্লাব সোমবারের বৈঠকে দুই বিনিয়োগকারিদের মধ্যে বিবাদ মেটানোরও চেষ্টা করলেন। সাদা কালো শিবিরের অবস্থা আইএসএলে ভালো নয়। শুরুটা ভালো করলেও ক্রমেই হেরে চলেছে সাদা কালো শিবির। খারাপ সময় সংসারে অশান্তি হবেই, সেটা হয়েছে স্পন্সরদের মধ্যে। এরই মধ্যে সাবির আলি এবং বিনিয়োগকারিদের দুই কর্তা রাহুল টোডি ও তমাল ঘোষালকে কো অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হল। রাহুল টোডি সহ সভাপতিও হলেন ক্লাবের। মহমেডান ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি জানিয়েছেন, দ্রুত তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কাটানোর পথে হাঁটবেন তাঁরা। সেই কারণে কার্যকরী কমিটিতে বাঙ্কারহিল এবং শ্রাচী গ্রুপের দুজন প্রতিনিধিকে রাখা হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।