বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কলকাতা প্রিমিয়ার লিগে বেহালার কাছে হেরে গেল মহমেডান স্পোর্টিং

কলকাতা প্রিমিয়ার লিগে বেহালার কাছে হেরে গেল মহমেডান স্পোর্টিং

মহমেডান স্পোর্টিং বনাম বিএসএস (ছবি:আইএফএ)

চলতি একটা সপ্তাহ ময়দানের অন্যতম বড় ক্লাব মহমেডান স্পোর্টিংয়ের একেবারেই ভালো যাচ্ছে না। ডুরান্ড কাপ এবং কলকাতা প্রিমিয়ার লিগ মিলিয়ে পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল সাদা-কালো ব্রিগেডকে।

শুভব্রত মুখার্জি:

∆ বেহালা সাংস্কৃতিক সম্মিলনী স্পোর্টিং ক্লাব (বিএসএস) :– ১

(দীপক কুমার রজক)

∆ মহমেডান স্পোর্টিং – ০

চলতি একটা সপ্তাহ ময়দানের অন্যতম বড় ক্লাব মহমেডান স্পোর্টিংয়ের একেবারেই ভালো যাচ্ছে না। ডুরান্ড কাপ এবং কলকাতা প্রিমিয়ার লিগ মিলিয়ে পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল সাদা-কালো ব্রিগেডকে। মহমেডান স্পোর্টিংকে হারের মুখ দেখতে হল কলকাতা লিগের ২০২১ মরশুমে।

উল্লেখ্য লিগের শেষ ম্যাচেও ভবানীপুরের কাছে হারতে হয়েছিল মহমেডানকে। ম্যাচটি ছিল দুই ফুটবলারের কাছে নিজেদের প্রমাণ করার লড়াই। মহমেডান স্পোর্টিং থেকে এই মরশুম শুরুর আগেই দুই ফুটবলার তীর্থঙ্কর সরকার ও প্রিয়ন্ত সিংকে দলে রাখা হয়নি‌, ফলে কিছুটা বাধ্য হয়েই এবার বিএসএসে যোগ দিতে হয় দুজনকে। এবার কলকাতা লিগের ম্যাচে তারা বিএসএসের জার্সি গায়ে তাদের পুরানো ক্লাব মহমেডানকেই হারাল। ম্যাচের সেরার পুরস্কারও পান বিএসএসের গোলকিপার প্রিয়ন্ত সিং।

প্রথমার্ধে মহমেডান একের পর এক আক্রমণ তুলে আনে বেহালার ডিফেন্সে। তবে তারা ভাঙতে পারেনি বেহালার রক্ষণ। একের পর এক সুযোগ পেয়েও হাতছাড়া করে মহমেডান। তবে সাদা কালো ব্রিগেডের হয়ে ৩৫ মিনিটে শেখ ফৈয়াজ গোল করেন। তবে তা অফসাইডে বাতিল করে দেন লাইন্সম্যান। সেই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ম্যাচের একেবারে অন্তিম সময়ে গোল করে ম্যাচ জেতে বিএসএস। গোলকিপার মিঠুন সামন্তর মাথার উপর দিয়ে বাঁ পায়ের চিপে গোল করেন বিএসএস-এর দীপক রজক। ফলে পরপর তিন ম্যাচে হেরে চাপে পড়ে গেল মহমেডান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.