বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মিনি ডার্বিতে জয় অধরা, তবু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার রোশনাইয়ে রঙিন মহমেডান

মিনি ডার্বিতে জয় অধরা, তবু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার রোশনাইয়ে রঙিন মহমেডান

কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং।

মহমেডান চেয়েছিল, ইস্টবেঙ্গলকে হারিয়ে শেষটা মধুর করতে। কিন্তু সে গুড়ে জল ঢেলে দিল লাল-হলুদ ব্রিগেড। গোটা কলকাতা লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর মহমেডান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। যদিও জিতে শেষ রক্ষা করতে পারল না তারা। ম্যাচ ড্র হওয়ায় মহমেডানও চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চে হারের লজ্জার থেকে বাঁচল।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল মিনি ডার্বি জিতে সেলিব্রেশনের। মহমেডান চেয়েছিল, ইস্টবেঙ্গলকে হারিয়ে শেষটা আরও মধুর করতে। কিন্তু সে গুড়ে জল ঢেলে দিল লাল-হলুদ ব্রিগেড। গোটা কলকাতা লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর মহমেডান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। যদিও জিতে শেষ রক্ষা করতে পারল না তারা। ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। তবে মহমেডানও চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চে হারের লজ্জার হাত থেকে বাঁচল।

খেতাব যেহেতু আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তাই উৎসবের মঞ্চ, হুডখোলা বাস- সবটা তৈরি ছিল। লাল-হলুদের কাছে হারলে এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়ে যেত। কারণ প্রথমার্ধেই ১-০ এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ মুহূর্তে মহমেডানের মুখ রক্ষা করে নায়ক হয়ে যান ফজলু রহমান মেথুকায়িল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে মিনি ডার্বি ১-১ ড্র হয়ে যায়। আর মহমেডান মাঠে ছাড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। এই ম্যাচে ইস্টবেঙ্গল এবং মহমেডানের দুই গোলদাতা যথাক্রমে বিবেক সিং এবং ফজলু রহমান মেথুকায়িল।

আরও পড়ুন: I-League এও ফিরল হোম-অ্যাওয়ে ফর্ম্যাট, প্রথম ম্যাচেই গোকুলমের মুখোমুখি মহমেডান

কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম তিন ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল মহমেডান। কিন্তু মিনি ডার্বিতে সেই রেকর্ড অক্ষত থাকল না। ঘরোয়া লিগের মূল পর্বে প্রথম গোল হজম করল সাদা কালো ব্রিগেড। ম্যাচের ৩৪ মিনিটে লাল হলুদের হয়ে গোল করেন বিবেক সিং। এ দিন আগাগোড়াই মহমেডানকে টেক্কা দিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। বিশেষ করে লিগের শেষ ম্যাচে সম্ভবত সবচেয়ে ভালো এবং লড়াকু ফুটবল খেলল বিনো জর্জের দল।

প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। অবশ্য গোল করার সুযোগ পেয়েছিল মহমেডানও। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেন ডিমেলো, ফৈয়াজরা। প্রথমার্ধে সাদা কালোর মাঝমাঠে সেই বাঁধুনিটাই ছিল না। তার মধ্যেও সুযোগ কাজে লাগাতে পারলে এগিয়ে যেতে পারত মহমেডান। কিন্তু সেটা হয়নি। উল্টে সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিবেক সিং। জেসিনের পাস থেকে ১-০ করেন জর্জ থেকে লাল হলুদে আসা ফুটবলার।

আরও পড়ুন: মোহনবাগানের সামনে থেকে সরবে ATK? শুরু ভাবনাচিন্তা, গঠন করা হল ৫ সদস্যের কমিটি

বিরতির পর কিন লুইস এবং ফজলু রহমান নামতেই ম্যাচের রং বদলাতে শুরু করে। আক্রমণের ঝাঁঝ বাড়ে মহমেডানের। ৬৬ মিনিটে কেন লুইসের শট ক্রসপিসে না লাগলে তখনই সমতা ফিরত। কিন্তু সেই ম্যাজিক গোলের জন্য নব্বই মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কলকাতা লিগ চ্যাম্পিয়নদের। আর এই ম্যাচে সাদা-কালোর নায়ক নিঃসন্দেহে 'সুপারসাব' ফজলু। ম্যাচের ৯০ মিনিটে হেড করে বল নামিয়ে দেন ওসমানে। ডান পায়ের ছোট্ট টোকায় বল জালে জড়ান ফজলু। ব্যাস, বাকিটা ইতিহাস। অতিরিক্ত সময় আজহারের শট পোস্টে না লাগলে জিতেই মাঠ ছাড়ত মহমেডান।

তবে ম্যাচ ড্র হতেই লাগামছাড়া উচ্ছ্বাসে ভেসে যায় সাদা-কালো শিবির। পরপর দু'বার কলকাতা লিগ জিতে আরও একবার ইতিহাসের পাতায় মহমেডান। দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৪০ এবং ১৯৪১ সালে পরপর ঘরোয়া লিগ জিতেছিল কলকাতার তৃতীয় প্রধান। তার পর আর সেই যুগ ফেরেনি। ৪০ বছরের খরা কাটিয়ে গত বছর কলকাতা লিগ সাদা-কালো তাঁবুতে ঢুকেছিল। সেই ধারা বজায় থাকল এই মরশুমেও।

এ দিন খেলা দেখতে কিশোর ভারতীতে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের আইএসএল টিমের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও।তিনি সম্ভবত এ দিন জুনিয়রদের খেলা দেখে সন্তুষ্টই হয়েছেন। তবে এ দিন পুরো ফোকাস ছিল সাদা-কালোর উপরেই। ম্যাচের শেষ বাঁশি বাজতেই বাঁধনহারা উচ্ছ্বাসে মাতে মহমেডান ফুটবলাররা। কোচ আন্দ্রে চের্নিশভকে চুলে নিয়ে শূন্যে ছোড়া হয়। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিজয়ী দলের পুরস্কার মূল্য ১৫ লক্ষ টাকা। ম্যাচের সেরা ফজলু রহমান। ইমার্জিং প্লেয়ার ইস্টবেঙ্গলের বিবেক সিং। মহমেডানের লিগ জয়ের সেলিব্রেশনের মাঝেই রাজ্য সরকারের পক্ষ থেকে আইএফএকে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.