আই লিগের ৭ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয়। ৪ ম্যাচে হার। আর ১টি ম্যাচ ড্র করেছে মহমেডান স্পোর্টিং। ৭ ম্যাচ খেলে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগের ন'নম্বরে রয়েছে সাদা-কালো বাহিনী। আই লিগে দলের এ হেন খারাপ পারফরম্যান্সের পরেই রুশ কোচের মোহ কেটে গিয়েছে মহমেডান কর্তাদের। যে কারণে আই লিগের মাঝ পথেই চাকরি যাচ্ছে আন্দ্রে চেরনিশভের।
এই বছর জোড়া হার দিয়ে আই লিগ শুরু হয়েছিল কলকাতার তৃতীয় প্রধানের। তার পর ঘরের মাঠে জোড়া জয় পায় কলকাতা লিগ জয়ীরা। কিন্তু আবার অ্যাওয়ে ম্যাচে জোড়া হারের ধাক্কা। এর পর মঙ্গলবার ঘরের মাঠে লিগ টেবলের দশম নম্বরে থাকা কেকরে এফসি-র বিরুদ্ধে ২-২ ড্র করে মহামেডান। দু'বার এগিয়ে থেকেও ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয় সাদা-কালো ব্রিগেড। এর পরেই মহমেডানের হেড কোচকে সরানোর প্রস্তুতি শুরু হয়ে যায়।
আরও পড়ুন: লিভারপুল নয়, ছেলের পছন্দের আর্সেনাল কিনতে আগ্রহী মুকেশ আম্বানি- রিপোর্ট
রুশ কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছে মহমেডান স্পোর্টিং। বুধবার বিকেলে ক্লাবের বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মহমেডান কর্তারা বৈঠক বসেছিলেন। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে চেরনিশভের পরিবর্তে কাকে দায়িত্ব দেওয়া হতে পারে?
সূত্রের খবর, সাদা কালোর হটসিটে এ বার দেখা যেতে পারে কিবু ভিকুনাকে। নতুন কোচ হিসেবে মহমেডানের প্রথম পছন্দ মোহনবাগানকে তিন বছর আগে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচকেই। ডায়মন্ড হারবার ক্লাবে কোচিং করানোর সুবাদে কলকাতার আছেন কিবু। ভারতীয় ফুটবল সম্বন্ধে ওয়াকিবহাল স্প্যানিশ কোচ। তাই কিবুর হাতেই দায়িত্ব তুলে দিতে চাইছেন মহমেডান কর্তারা।
আরও পড়ুন: গোল করতে না পারার খেসারত, হায়দরাবাদের কাছে হারল লাল-হলুদ
মোহনবাগানের পর আইএসএলে কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন। তার পর তিনি অবশ্য পোল্যান্ডে ফিরে যান। চলতি বছরের জুন মাসে ডায়মন্ড হারবারের দায়িত্ব নিয়ে আবার কলকাতায় ফেরেন কিবু। শহরে থাকায় দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারবেন। সেটাও তাঁকে বেছে নেওয়ার অন্যতম কারণ বলা হচ্ছে।
বর্তমান কোচ আন্দ্রে চেরনিশভ মহমেডানকে পরপর দু'বার কলকাতা লিগ দিয়েছেন। গত বছর তাঁর কোচিংয়ে আই লিগে রানার্স হয় সাদা কালো ব্রিগেড। কিন্তু এ বার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যে কারণে কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছেন মহমেডান কর্তারা। আজ রাতের মধ্যেই নতুন কোচ চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।