বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Asian Games: চুলোয় যাক ভারতীয় ফুটবল, ১০ দিন আগেও ফুটবলার ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল, এগিয়ে এল মোহনবাগান

Asian Games: চুলোয় যাক ভারতীয় ফুটবল, ১০ দিন আগেও ফুটবলার ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল, এগিয়ে এল মোহনবাগান

তিন সপ্তাহ নয়, ১০ দিন আগে প্রস্তুতি শিবিরে ফুটবলারদের যোগ দিতে বলল এআইএফএফ। ছবি- এআইএফএফ।

এশিয়ান গেমসের তিন সপ্তাহ আগে নয়, ১০ দিন আগে জাতীয় দলে যোগ দিতে হবে ফুটবলারদের। ফুটবল ফেডারেশনের এই প্রাস্তব মেনে নিল মোহনবাগান। কিন্তু চুপ ইস্টবেঙ্গল।

শুভব্রত মুখার্জি: দীর্ঘ টালবাহানা, নাটকের শেষে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র দিয়েছে সরকার। এআইএফএফের প্রচেষ্টার সুফল পায় দল। স্বয়ং কোচ ইগর স্টিম্যাচ এশিয়ান গেমসে দলকে খেলতে দেওয়ার বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। ভালো খেলার অঙ্গীকারও করেন তিনি। আর সেই লক্ষ্যেই এশিয়ান গেমসে খেলার অনুমতি পাওয়ার পরে স্টিম্যাচ জানিয়েছিলেন বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক ম্যাচ এবং এশিয়ান কাপের জন্য তিন সপ্তাহের এক শিবির তিনি করতে চান ফুটবলারদের নিয়ে। তবে বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। এআইএফএফের তরফে ক্লাবগুলিকে জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়ার অনুরোধ করে যে চিঠি গিয়েছে তাতে তিন সপ্তাহ নয় , ১০ দিনের কথা বলা হয়েছে! ইতিমধ্যেই সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইতিবাচক উত্তর দেওয়া হয়েছে দুই ক্লাবের তরফে। যাদের অন্যতম মোহনবাগান ক্লাব।

জাতীয় দলের প্রস্তুতির জন্য তিন সপ্তাহের জন্য ফুটবলারদের ছাড়ার কথা প্রথমে বলা হয়েছিল এআইএফএফের তরফে। কিন্তু এআইএফএফ মাত্র ১০ দিনের জন্য ফুটবলার ছাড়ার অনুরোধ প্রস্তাব করল ক্লাবগুলির কাছে। তারপরেও ফেডারেশনের চিঠিতেও সাড়া দিল মাত্র দু’টি ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া আপাতত ফুটবলার ছাড়তে রাজি হয়েছে। বাকি ক্লাবগুলি এখনও ফুটবলার ছাড়তে রাজি হয়নি।ক্লাবগুলির কারণে ফেডারেশন অনেকটা নরম অবস্থান নিতে বাধ্য হয়েছে।

তিন সপ্তাহের জন্য ফুটবলার ছাড়ার আবেদন করেছিলেন স্টিম্যাচ। কিন্তু তা বাস্তবে সম্ভব হল না। পরিবর্তিত পরিস্থিতিতেও ক্লাবগুলি সাড়া দেবে কি না তা এখনও জানা যায়নি। ফিফার নিয়ম অনুযায়ী কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার এক সপ্তাহ আগে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলি। অর্থাৎ সেই দিক থেকে দেখলে এআইএফএফ ৭ দিনের বদলে ১০ দিন আগে ফুটবলারদের ছাড়তে বলল ক্লাবগুলোকে।

প্রসঙ্গত, ভুবনেশ্বরে ১২ অগস্ট থেকে প্রস্তুতি শুরু করার কথা ছিল জাতীয় দলের। কিন্তু তা সম্ভব হল না। পরিবর্তিত পরিস্থিতিতে ২০ অগস্ট থেকে এই শিবির শুরু করা হবে বলে জানানো হয়। কিন্তু সেটাও সম্ভব হয়নি। এআইএফএফ এখন চাইছে ২৪ বা ২৫ অগস্ট থেকে শিবির শুরু করতে। এই শিবির চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য এই মাসের শুরুতেই ক্লাবগুলির কাছে ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন স্বয়ং স্টিম্যাচ। এক টুইট করে তিনি আবেদন করেছিলেন, 'বিশ্বকাপের যোগ্যতা অর্জন এবং এশিয়ান কাপের আগে প্রস্তুতির জন্য নভেম্বর এবং ডিসেম্বরে শিবির প্রয়োজন। আপনারা সবাই জানেন, বড় প্রতিযোগিতার আগে দীর্ঘ প্রস্তুতি নেওয়া কতটা প্রয়োজন। প্রস্তুতি কম হলে জয়ের আশা কমবে। আমি একটা বিষয় নিশ্চিত করছি, আমরা এই দু’টি প্রতিযোগিতায় ভাল ফল করে আপনাদের এই সাহায্যের মর্যাদা রাখব।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন…', CP-কে নিয়ে মমতার মন্তব্য ঘিরে বিস্ফোরক অভিযোগ মেয়াদ শেষ হওয়ার আগেই রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ? মল্লিক বাড়িতে ঠাকুর দেখতে যান? আরজি কর আবহে হঠাৎ সিদ্ধান্ত বদল, যা বললেন কোয়েল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল আরজি করে চিকিৎসক খুন কাণ্ডে নয়া মোড়, 'আমি খুশি', পোস্ট 'বিদ্রোহী' TMC সাংসদের কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.