২৭ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এই ঐতিহ্যশালী টুর্নামেন্টটি এবার ১৩৩ বছরে পা দিচ্ছে। চলতি বছরের ভারতীয় ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ড কাপের হাত ধরেই। শুরুতেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিভাজন। গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা হয়েছে।
গত বারেও একই গ্রুপে ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপের ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ হারিয়েছিল মোহনবাগানকে। সাড়ে চার বছর পর কলকাতা ডার্বি জিতেছিল তারা। ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিশোধ নেয় মোহনবাগান। এ বার দুই দলই নিজেদের শক্তি বাড়িয়েছে। ফলে একটা উপভোগ্য লড়াইয়ের সামনে ফুটবলপ্রেমীরা। মোট ছ’টি গ্রুপে দল গুলোকে ভাগ করা হয়েছে। এ বারের ডুরান্ড কাপ ২৭ জুলাই থেকে শুরু হবে।
এ বারের ডুরান্ড কাপে দুটি বিদেশি দলকে খেলতে দেখা যাবে। এ বারের প্রতিযোগিতায় রয়েছে মোট ২৪টি দল। তাদের ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। তিনটি রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের প্রথম দুই দল এবং দুটি সেরা তৃতীয় দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। এই ভাবে মোট ছয়টি গ্রুপ থেকে মোট আটটি দল পরের রাউন্ডে উঠবে। এ বারের ডুরান্ড কাপে নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশ আর্মি দলকে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন… IND vs SL: পাল্লেকেলে থেকে শুরু হবে গম্ভীরের যাত্রা, সামনে এল শ্রীলঙ্কা ট্যুরের সূচি
গ্রুপ ‘এ’-তে একই সঙ্গে রয়েছে কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই গ্রুপেই রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডের ডার্বি হবে ১৮ অগস্ট। ফাইনাল ৩১ অগস্ট। মোট ছটি গ্রুপেই কোন দল আছে, সেটাও ঘোষিত হল এদিন। কলকাতার আরেক প্রধান মহমেডান এসসি রয়েছে গ্রুপ ‘বি’-তে। ওই গ্রুপেই আছে বেঙ্গালুরু এফসি ও ইন্টার কাশী। গত পাঁচবছর ধরে কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড। তার সঙ্গে গতবছর আসামের কোকরাঝাড়েও হয়েছে ডুরান্ড কাপের ম্যাচ। এবার তা ছড়িয়ে পড়তে চলেছে শিলং ও জামশেদপুরেও। তবে কলকাতার তিন প্রধানের ম্যাচ হবে কলকাতাতেই।
গ্রুপ এ: ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভারতীয় বিমানবাহিনী, ডাউনটাউন হিরোজ়।
গ্রুপ বি: বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী, ভারতীয় নৌবাহিনী, মহমেডান।
গ্রুপ সি: কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, পঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স।
গ্রুপ ডি: জামশেদপুর, চেন্নাইয়িন, ভারতীয় সেনা, বাংলাদেশ সেনা।
গ্রুপ ই: ওড়িশা, নর্থইস্ট, বোড়োল্যান্ড, বিএসএফ।
গ্রুপ এফ: গোয়া, শিলং লাজং, হায়দরাবাদ, ত্রিভুবন আর্মি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।