শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএসএল-এর প্লে-অফের ম্যাচ। প্রথম নক আউট ম্যাচেই কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে মোহনবাগান দল। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ হাবাসদের মুখোমুখি হবে তারা। যে দিন নক আউট পর্ব শুরু হবে সেদিনই অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান। লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে মোহনবাগান। জানা গিয়েছে অনুশীলন সেরে হোটেলে ফিরে টিভির সামনে বসবেন মোহনবাগান কোচ, ফুটবলাররা। তারপর শেষ চারের প্রতিপক্ষ নিয়ে অঙ্ক কষা শুরু করবেন মোহনবাগানের হেড স্যার।
অনুশীলনের কথা বললে প্রথম দিন থেকেই দেশি-বিদেশি সব ফুটবলারকে নিয়েই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ হাবাস। সাহাল আব্দুল সামাদের ফিটনেসও পরীক্ষা করা হবে। জানা গিয়েছে লিস্টন, শুভাশিসদের মতো যাঁরা ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তাঁদের বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছনোর কথা। এদিকে সাহালকে সেমিফাইনালে খেলাতে চান হাবাস।
তবে এই ম্যাচে নামার আগে মোহনবাগান সমর্থকদের জন্য আরও একটি খুশির খবর সামনে এসেছে। ‘স্পোর্টক্রীড়া’ তাদের একটি পোস্টের মাধ্যমে একটি তথ্য সামনে এনেছে। যেখানে দেখা গিয়েছে ভারতীয় ফুটবলে শীর্ষ ডিভিশন শিরোপা জয়ের বিচারে ডেম্পো ও ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে দিয়েছে মোহনবাগান। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা কত নম্বরে রয়েছে-
ভারতীয় ফুটবলে শীর্ষ ডিভিশন শিরোপা জয়ী ক্লাব-
মোহনবাগান জিতেছে ৬টি শীর্ষ ডিভিশন শিরোপা
ডেম্পো জিতেছে ৫টি শীর্ষ ডিভিশন শিরোপা
ইস্টবেঙ্গল জিতেছে ৩টি শীর্ষ ডিভিশন শিরোপা
মুম্বই সিটি এফসি জিতেছে ২টি শীর্ষ ডিভিশন শিরোপা
বেঙ্গালুরু জিতেছে ২টি শীর্ষ ডিভিশন শিরোপা
গোকুলাম কেরালা ২টি শীর্ষ ডিভিশন শিরোপা
চার্চিল ব্রাদার্স ২টি শীর্ষ ডিভিশন শিরোপা
সালগাওকার ২টি শীর্ষ ডিভিশন শিরোপা
মাহিন্দ্রা ইউনাইটেড ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
আইজল ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
মিনার্ভা পঞ্জাব ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
চেন্নাই সিটি এফসি ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
এফসি গোয়া ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
জেসিটি ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
জামশেদপুর ১টি শীর্ষ ডিভিশন শিরোপা
আরও পড়ুন… PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের সত্যতা
এদিকে ২৮ এপ্রিল সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ যুবভারতীতে প্রচুর দর্শক দেখতে চান মোহনবাগান কর্তারা। জানা যাচ্ছা, ২৮ এপ্রিল ফিরতি পর্বের হোম ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছাড়বে মোহনবাগান। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যাচ্ছে, দুপুর দেড়টার মধ্যেই ৮ হাজার টিকিট বুকিং হয়ে গিয়েছিল। মুম্বই ম্যাচের মতো কম দামের টিকিটই রাখা হয়েছে। ন্যূনতম টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা। প্রচুর দর্শক টানতেই মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই কৌশল অবলম্বন করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।