মোহনবাগান লিগ শিল্ড জয়ের দিকে এগিয়েই চলেছে। যেন অশ্বমেধের ঘোড়ার দৌড় দৌড়াচ্ছে সবুজ মেরুন শিবির। ঠিক সময়ই এসেই জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ভারতীয় ফুটবলে তিনি এসেছেন গত বছর, কিন্তু দাগ কাটতে পাচ্ছিলেন না। কেরল ম্যাচে অবশ্য তিনি বুঝিয়ে দিলেন তার জাতটা।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
মোহনবাগানের প্রথম গোলটি আসে ম্যাকলারেনের পা থেকেই, লিস্টনের থেকে বল পেয়ে মাথা ঠান্ডা করে টপ নেটে মারেন অস্ট্রেলিয়ান তারকা। ফিনিশিং দেখেই বোঝা যায় তাঁর ক্লাসটা। এরপর দ্বিতীয় গোলও এল একেবারে নিখুঁত প্লেসিংয়ে। কামিন্সের বাড়ানোর বল হাল্কা লফ করে দিলেন গোলরক্ষকের মাথার ওপর থেকে। বল বাউন্স খেতেই দিলেন না। তাতেই ফালাফালা হয়ে গেল প্রতিপক্ষের ডিফেন্স। আর তৃতীয় গোল এল জটলার মধ্যে থেকে রদ্রিগেজের পা থেকে।
পরের ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা
মোহনবাগান আর লিগ শিল্ডের মধ্যে ব্যবধান এখন মাত্র ৩ পয়েন্টের। হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। এরপর রয়েছে ২৩ জানুয়ারি ওড়িশা ম্যাচ সল্টলেকে। তারপর মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার পর গোয়ার বিরুদ্ধে লিগ স্টেজের শেষ ম্যাচ রয়েছে বাগানের। কিন্তু পরের ম্যাচেই শিল্ড পকেটে ঢুকিয়ে ফেলতে চাইছে ডিফেন্ডিং শিল্ড চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
রক্ষণ নিয়ে খুশি মোলিনা, আরও গোল হতে পারত
ম্যাচ শেষে বাগান কোচ মোলিনা তাই বলছেন, ‘ এবারই আমাদের আসল কাজ শুরু হল।আজ আমাদের দলের আক্রমণ সেভাবে ভালো হচ্ছিল না শুরুতে। তুলনায় রক্ষণ বেশ ভালো খেলেছিল। বিশাল একটা ভালো হেডার সেভ দেয়। তবে দ্বিতীয়ার্ধে আমরা আরও ২-১টা গোল করতেই পারতাম। দলের খেলায় খুশি। তবে ওড়িশা ম্যাচেই এখন আমাদের মনোনিবেশ করতে হবে। ওই ম্যাচের আগে আমাদের কাজ আরও বেড়ে গেল। আশা করব পরের ম্যাচ জিতেই আমরা তিন পয়েন্ট পেয়ে লিগ শিল্ড নিশ্চিত করে ফেলতে পারব। এখন তাই পরের ম্যাচ নিয়েই ভাবতে চাই। আজকে প্রথম দুটো গোলই ভালো মুভ থেকে হয়েছে, যার ফলে কেরলের কাছেও খেলায় ফেরা কঠিন হয়ে যায়’।
চ্যাম্পিয়ন হতে গেলে এমন ফুটবল খেলতে হয়-
মোহনবাগানের প্রাণভোমরা জেমি ম্যাকলারেন ম্যাচ শেষে বলছেন, ‘গোল পাচ্ছিলাম বলে চিন্তিত ছিলাম না, জানতাম গোল আসবেই। তবে সময়ের অপেক্ষা করছিলাম। প্রথম গোলটা পেতেই আত্মবিশ্বাস চলে আসে। কামিন্স আজ খুব ভালো পাস বাড়িয়েছে। ও যে এত সুন্দর পাসও বাড়াতে পারে সেটা আমার জানা ছিল না। কেরলও ভালো খেলছিল শুরুর দিকে, তবে ওদের বেশিক্ষণ সেই খেলা খেলতে দিইনি আমরা। চ্যাম্পিয়ন হতে গেলে এমন ফুটবলই খেলতে হয় ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।