কলকাতা লিগে ফের হারের মুখ দেখেত হল মোহনবাগানকে। রবিবার কল্যাণীতে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হল সবুজ মেরুন ব্রিগেডকে। পর পর দু’ম্যাচ জিতে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে উঠে এসেছিল মোহনবাগান। তবে এই ম্যাচে ২-১ গোলে হারল মোহনবাগান। ম্যাচের শুরুর পর থেকেই তুল্যমূল্য লড়াই দিচ্ছিল জর্জ টেলিগ্রাফ। কিন্তু রবিবার জর্জ টেলিগ্রাফের কাছে হেরে সেই লড়াইয়ে পিছিয়ে পড়ল তারা। কল্যাণীর মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তার পরেও হেরে মাঠ ছাড়ে তারা।
তবে এদিন জর্জের বিরুদ্ধে মোহনবাগানের খেলা দেখে মনে হল না যে, তারা জিততে নেমেছিল। ছন্দহীন ফুটবল খেলেছিল মোহনবাগান। অনেক মিস্ পাস। তবে ম্যাচে গোলের খাতা খোলে মোহনবাগান এসজিই। ৩০ মিনিটে বক্সের মধ্যে জুয়েল আহমেদ বলে হাত লাগিয়ে ফেলায় পেনাল্টি পেয়ে যায় মোহনাবাগান। পেনাল্টিতে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সেরটো ওরনেইলেন। এরপর গোলের সংখ্যা বৃদ্ধি করার সুযোগ আসে সবুজ মেরুন জার্সিধারীদের কাছে। কিন্তু বিরতির আগে মোহনবাগান এসজি দুটি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।
আরও পড়ুন… PAK vs BAN Test: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ শুনে রেগে লাল শান মাসুদ! কী বললেন পাকিস্তান অধিনায়ক?
দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা বদলে যায়। মোহনবাগানের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বার বার আক্রমণে ওঠে জর্জ। ৫২ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে বল নিয়ে ওঠেন রাজেন। বক্সে ঢুকে ক্রস দেন তিনি। চলতি বলে হেড করেন সমরেশ। বল পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে পা লাগিয়ে গোল করেন অমিত এক্কা। ৫৭ মিনিটের মাথায় আবার রক্ষণের ভুলে গোল খায় বাগান। গোলরক্ষক রাজা বর্মণ বল বার করতে পারেননি। ফিরতি বলে আবার শট মারেন সেই অমিত। ডিফেন্ডার হেডে বল বার করলেও তার আগেই বল গোললাইন অতিক্রম করে। মোহনবাগানের ফুটবলারেরা আপত্তি জানালেও রেফারি তা শোনেননি।
আরও পড়ুন… India Hockey: সেদিন সারা রাত ঘুমোতেই পারেননি- রেড কার্ড নিয়ে নীরবতা ভাঙলেন অমিত রোহিদাস
খেলার বাকি সময়ে গোল শোধ করার অনেক চেষ্টা করে মোহনবাগান। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা। ফলে ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে। এই ম্যাচের পরে গ্রুপ বি-তে সপ্তম স্থানে মোহনবাগান। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। তিন নম্বরে থাকা কাস্টমসের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। বাগানের বাকি আর চারটি ম্যাচ। সুপার সিক্সে উঠতে গেলে প্রতিটি ম্যাচই জিততে হবে তাদের। তার পরেও অপেক্ষা করতে হবে বাকি দলগুলির ফলাফলের উপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।