ফের চোটের কবলে মোহনবাগানের আরও এক ফুটবলার। এবার আঘাত পেলেন আশিস রাই। জাতীয় শিবিরে অনুশীলনের সময় চোটের গভীরতা টের পাওয়া যায়। বর্তমানে ফিফার আন্তর্জাতিক বিরতি চলছে। বন্ধ রয়েছে ক্লাব ফুটবল টুর্নামেন্টগুলি। সেই কারণে দলের ফুটবলারদের ছুটি দিয়েছিল মোহনবাগান। সোমবার ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেয় ফুটবলাররা। তাদের সঙ্গেই যোগ দেন আশিস রাই। তবে এদিন চোটের কারণে অনুশীলন করতে পারেননি তিনি। অন্যদিকে আগেই চোট পেয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বাগানের আক্রমণ ভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এবছর দুরন্ত ছন্দে রয়েছে স্টুয়ার্ট।
ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন আশিস। যেই কারণে তাঁকে ভারতীয় শিবির থেকে ফিরে আসতেও হয়। যদিও প্রথমে চোটের গভীরতা কতটা সেই বিষয়ে কোনও তথ্য না পাওয়া গেলেও এখন জানা যাচ্ছে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যেই কারণে আগামী কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে এটি একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোচ হোসে মোলিনার কাছে। এই মরশুমে শুভাশিসের সঙ্গে সবুজ-মেরুন রক্ষণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন আশিস। তবে ইতিমধ্যেই তাঁকে সুস্থ করে তোলার কাজ শুরু করে দিয়েছেন দলের ফিজিও। বল পায়ে অনুশীলন না করলেও রিহ্যাব চলছে তাঁর। আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।
অন্যদিকে বেশ কিছুদিন ধরেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি। বাগান সূত্রে খবর, এখনও সমস্যা রয়েছে তাঁর। শট নিতে সমস্যা হচ্ছে স্টুয়ার্টের। আগামী ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নন কোচ মোলিনা। মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে ২৩ নভেম্বর, প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যদি সেই ম্যাচে স্টুয়ার্টকে না পাওয়া যায় তাহলে তাঁর জায়গায় খেলতে দেখা যেতে পারে দিমিত্রি পেত্রাতোসকে। তবে আশা করা হচ্ছে চেন্নাই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন স্টুয়ার্ট। উল্লেখ্য, বর্তমানে ISL-এ ভালো ছন্দে রয়েছে মোহনবাগান। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করেছিল তারা। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে মোট ৭টি ম্যাচ খেলেছে মোহনবাগান, যেখানে তারা জয় পেয়েছে ৪টিতে এবং ড্র করেছে ২টিতে। হেরেছে মাত্র ১টি ম্যাচ। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।