শুভব্রত মুখার্জি :- আনোয়ার আলি ইস্যু যেন যতদিন যাচ্ছে তত জটিল হয়ে উঠছে! এই সমস্যার আদৌও কোন পথে সমাধান তা আপাতত জানা নেই কোনও পক্ষের। শুক্রবার শুরুর দিকেই আনোয়ার ইস্যুতে তাঁর শাস্তির স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। ২৪ ঘণ্টা কাটার আগেই এবার এই ইস্যুতে আরও বেশি আগ্রাসী মোহনবাগান সুপার জায়ান্ট। ক্লাবের তরফে এবার বিষয়টি নিয়ে সরাসরি চিঠি দেওয়া হয়েছে এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসিকে। পাশাপাশি চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফকেও। চিঠিতে মোহনবাগানের তরফে আনোয়ার অলির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব, দিল্লি এফসির বিরুদ্ধেও দৃষ্টি আকর্ষণ করেছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। আরও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
মোহনবাগানের স্পষ্ট বক্তব্য আনোয়ার ইস্যুতে এআইএফএফ তো বটেই এমনকি এএফসির নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়েছে আনোয়ার আলি সহ ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। মোহনবাগানের দাবি নিয়মমাফিক আপিল কমিটি অথবা ক্যাসে ( কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টস) আবেদন করা যেত। সেটা না করে নিয়মের তোয়াক্কা না করেই নিয়মবহির্ভূতভাবে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল বলে অভিযোগ মোহনবাগানের।
আরও পড়ুন… AFG vs SA ODI: ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
প্রসঙ্গত আনোয়ার আলি ইস্যুতে কয়েকদিন আগেই রায় জানিয়েছে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। তারা জানায় বিপুল টাকা জরিমানা দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। যার পরিমাণ ১২.৯ কোটি টাকা। এই টাকা পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই রায়ের পরে হঠাৎ করেই কোনঠাসা হয়ে পড়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখান থেকে কোণঠাসা ইস্টবেঙ্গল কী ভাবে ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়েই প্রশ্নচিহ্ন তা দেখা দেয়। বৃহস্পতিবার বিকেলে ইস্টবেঙ্গল পাল্টা 'কামব্যাকের' কথা ঘোষণা করে। ইস্টবেঙ্গলের বক্তব্য ছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্ত নিয়েছে। তাই এই অন্যায়ের বিরুদ্ধে তারা দিল্লি হাইকোর্টে গিয়েছে।
আরও পড়ুন… গৌতম গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টর হবেন রিকি পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক?
মোহনবাগান সুপার জায়ান্ট থেকে এই মরশুমের ট্রান্সফারের সময়ে আনোয়ার আলিকে ৫ বছরের চুক্তিতে সই করিয়ে নেয় ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি তখনও ছিল। ফলে বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসিতে যায়। এরপর সমস্ত দিক খতিয়ে দেখে কমিটি। তারপর তারা আনোয়ারকে ৪ মাস সাসপেন্ড করেছে। ইস্টবেঙ্গলকে আগামী দুটো ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনও ফুটবলার সই করানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
আরও পড়ুন… Border Gavaskar Trophy: ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি- কাকে নিয়ে এমন বললেন রিকি পন্টিং?
পাশাপাশি ১২.৯ কোটি টাকার জরিমানা মোহনবাগানকে দিতে হবে বলে জানানো হয় ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলের কর্তারা এরপর রায় খতিয়ে দেখে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন দিল্লি হাইকোর্টে। এবার মোহনবাগান সুপার জায়ান্টের তরফে কার্যত তার পাল্টা দেওয়া হল! বিশেষজ্ঞদের মতে এটা অনেকটাই চাপ বাড়ানোর একটা কৌশল। আবার অনেকে মনে করছেন এএফসির আইন ইস্টবেঙ্গল ভেঙেছে এটা প্রমাণিত হলে ক্লাবকে আরও কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।