আনোয়ার আলি ইস্যু নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি AIFF-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে এখনও নমনীয় হতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। এবার ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসল তারা। প্রথমে ১০ কোটি, পরে ২১ কোটি দাবি করলেও এখন তা অনেকটা বাড়িয়ে দিয়েছে মোহনবাগান। রবিবার আনোয়ার ইস্যু নিয়ে শুনানি ছিল। সেখানেই মোহনবাগানের তরফে ক্ষতিপূরণ বাবদ এই বিরাট পরিমান অর্থ দাবি করা হয়। বিষয়টা নিয়ে বাকবিতণ্ডারও সৃষ্টি হয়। যদিও এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। আগামী ৩০ নভেম্বর ফের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে দিল্লি হাইকোর্ট ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির যাবতীয় রায় খারিজ করে দিয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল কমিটির রায়দান নিয়ে। এরপরেই বদল করা হয় প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যানকে। বর্তমানে একজন প্রাক্তন বিচারপতিকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। মূলত অভিযোগ, অনৈতিক ভাবে আনোয়ার আলিকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটি রায় দিয়েছিল বিষয়টির উপর। সেখানে আনোয়ারকে ৪ মাসের জন্য নির্বাসিত করা হয় এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে দু’টি ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান করা হয়। একই সঙ্গে মোহনবাগানকে ১২.৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দিতেও বলা হয়েছিল। রায়ের বিরোধিতা করে আদালতে যায় আনোয়ার। সেখানেই পুরো বিষয়টি আবার ফেডারেশনকে প্রথম থেকে শোনার নির্দেশ দেয় বিচারক।
রবিবার ফেডারেশনের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হওয়ায় স্বস্তিতে ইস্টবেঙ্গল এফসি। কারণ তাদের আগামী ম্যাচ রয়েছে ২৯ নভেম্বর। সেদিন তারা মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেডের। সেই ম্যাচ খেলতে আর বাধা থাকছে না আনোয়ারের। এখনও পর্যন্ত এই মরশুমে ISL কোনও ম্যাচ জিততে পারেনি তারা। তবে শেষ ৪টি ম্যাচের একটিও হারেনি ইস্টবেঙ্গল। যেখানে AFC চ্যালেঞ্জ লিগের ৩ ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে। শেষ ম্যাচে মহামেডান এসসির বিরুদ্ধে জিততে না পারলেও ৯ জনের ইস্টবেঙ্গলের লড়াইকে সাধুবাদ জানিয়েছে লাল-হলুদ সমর্থকরা। এখন পরের ম্যাচ জেতাই লক্ষ্য কোচ ব্রুজোর। তবে শনিবারের ম্যাচে নন্দকুমার এবং মহেশ লাল কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেনা না। এরকম পরিস্থিতিতে যদি আনোয়ারকেও না পাওয়া যেত তাহলে রক্ষে থাকত না লাল-হলুদের। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে বেশ নজর কেড়েছেন আনোয়ার। হয়ে উঠেছেন ডিফেন্সের অন্যতম ভরসা। তাঁকে পরবর্তী ম্যাচে পাওয়া অবশ্যই ভালো খবর লাল-হলুদের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।