যুবভারতী ক্রীড়াঙ্গনে কাপুরুষের মতো বাজি ছুড়েছেন মোহনবাগান সমর্থকদের একাংশ। এমনই ভাষায় সরকারিভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নিয়ন্ত্রক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের ক্লাবের তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনায় তাঁদের এক সমর্থকের চোখে আঘাত লেগেছে। আরও একাধিক সমর্থকের শরীরের একাংশ পুড়ে গিয়েছে। আহত হয়েছেন বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দলও। যিনি গত শনিবার ফাইনালের মধ্যেই মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর এবার সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে বেঙ্গালুরু এফসি। সেইসঙ্গে স্টেডিয়ামের সুরক্ষা নিশ্চিত করার জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি তুলেছে।
'বেপরোয়া ও কাপুরুষোচিত হামলা মোহনবাগানের ফ্যানদের'
মঙ্গলবার বেঙ্গালুরুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘আমাদের দলের সমর্থকদের উপরে হোম টিমের (মোহনবাগান) ফ্যানদের একাংশ যে বেপরোয়া এবং কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা করছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। শনিবার কলকাতায় মোহনবাগান সুুপার জায়ান্টের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের সময় স্ট্যান্ডে জ্বলন্ত আতসবাজি ছোড়া হয়েছিল।’
আরও পড়ুন: মোহনবাগানের সঙ্গে আরও এক মরশুমের চুক্তি হয়ে গিয়েছে মোলিনার- রিপোর্ট
আর সেই ঘটনার ফলে বেঙ্গালুরু এফসির এক সমর্থকদের চোখে আঘাত লেগেছে বলে সুনীল, গুরপ্রীত সিং সান্ধুদের ক্লাবের তরফে দাবি করা হয়েছে। বেঙ্গালুরুর বিবৃতিতে বলা হয়েছে, ‘তাঁর (যে সমর্থকের চোখে আঘাত লেগেছিল) চিকিৎসার প্রয়োজন হয়েছে। আর ক্লাবের মালিক পার্থ জিন্দল-সহ অন্য সমর্থকদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গিয়েছে বা ক্ষত তৈরি হয়েছে।’
আরও পড়ুন: মোহনবাগানে কি সৃঞ্জয় বসুর প্রত্যাবর্তন হতে চলেছে? বারপুজোর দিনে সবুজ মেরুন নির্বাচনের জল্পনায় আগুন
নজিরবিহীন পদক্ষেপ করা হোক, দাবি বেঙ্গালুরুর
সেই পরিস্থিতিতে পুরো বিষয়টি নিয়ে এআইএফএফ এবং এফএসডিএলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে বলে বেঙ্গালুরু কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, এই ঘটনার যাতে সমাধান করা হয়, তা নিয়ে ফেডারেশন এবং লিগ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে। ওই ঘটনার বিরুদ্ধে এমনভাবে পদক্ষেপ করা হোক, যা স্টেডিয়ামে ফ্যানদের সুরক্ষা সংক্রান্ত নিয়মাবলীর ক্ষেত্রে নজির তৈরি করে।
মোহনবাগানের তরফে মুখ খোলা হয়নি
যদিও সেই অভিযোগের প্রেক্ষিতে আপাতত ফেডারেশন এবং এফএসডিএলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ খোলা হয়নি মোহনবাগান কর্তৃপক্ষের তরফেও। তারইমধ্যে কেউ-কেউ স্মরণ করিয়ে দিয়েছেন যে আইএসএলের নিয়মের কারণে কাপ ফাইনাল কলকাতার যুবভারতী স্টেডিয়ামে খেলা হলেও আদতে ম্যাচটার আয়োজক ছিল এফএসডিএল কর্তৃপক্ষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।