কোন পথে এটিকে ও মোহনবাগানের সম্পর্ক?মঙ্গলবারের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। আসলে মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণের পর থেকেই এই চুক্তিকে মানতে পারছিলেন না সবুজ মেরুনের সমর্থকেরা। তারা বারবার রিমুভ এটিকের প্রসঙ্গ তুলেছেন। কিন্তু কোথাও কোনও ফল পাওয়া যায়নি। এমন অবস্থায় আগুনে ঘি-এর কাজ করেছে তাজ বেঙ্গলের একটি ঘটনা।
আসলে ডুরান্ড কাপ খেলতে এই মুহূর্তে তাজ বেঙ্গলে উঠেছে এটিকে মোহনবাগান দল। সেই হোটেলের অন্দরের একটি ছবি ভাইরাল হয়েছে। আসলে খেলোয়াড়দের খাবার জায়গার দিক নির্দেশের জন্য একটি বোর্ড ব্যবহার করা হয়েছে। যেখানে লেখা ছিল এটিকে। অর্থাৎ মোহনবাগান নামকে তারা লেখেইনি। এই ছবি দেখে পরে ক্ষোভে ফেটে গিয়েছেন মোহনবাগান সমর্থকরা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকেরা এমন সুযোগ ছাড়েনি। তারা এই এই ভুল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তবে অনেকে আবার বলছে এটি নাকি অপপ্রচার। কম্পিউটারে এডিট করে নাকি এটি করা হয়েছে।
আরও পড়ুন… ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি এআইএফএফের
তবে কিছুক্ষণের মধ্যে এই ভুল শুধরে ফেলে হোটেল কতৃপক্ষ। সেই দিক নির্দেশনা বোর্ডে এটিকে এর পাশে এমবি-ও বসানো হয়। সেই ভুল সংশোধন করে লেখা হয়ATKMB। আর এই নিয়ে আবারও রিমুভ এটিকে-র ঝড় উঠছে। ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের আগে ছয় বছরের একটি ক্লাবের নাম বসানো হয়েছে?এই নিয়ে বিতর্ক চলতেই থাকছে। এদিনের পরে আবারও এটিকে ও মোহনবাগানের কর্তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে বোঝা যাচ্ছে,মোহনবাগান নামের অবলুপ্তি ঘটে এটিকে নামেরই উত্থান ঘটছে।
আরও পড়ুন… Durand Cup 2022: মুম্বই সিটি-র সঙ্গে ১-১ ড্র করল এটিকে মোহনবাগান
এদিকে চলতি ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথম থেকে দুরন্ত ফুটবল খেললেও শেষ পর্যন্ত ম্যাচে জিততে পারেনি এটিকে মোহনবাগান। তবে এদিন দুরন্ত ফুটবল উপহার দিয়েছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত এগিয়েছিল তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।