বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan & ISL-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর

Mohun Bagan & ISL-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর

জনি কাউকো-সহ মোহনবাগান দল। ছবি- হিন্দুস্তান টাইমস (Hindustan Times)

মোহনবাগানের দায়িত্বে এসেছেন স্প্যানিশ কোচ মোলিনা। তাঁর পছন্দের স্কোয়াডে সুযোগ পেলেন না জনি কাউকো, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর য়ুসতে। তিন বিদেশিকেই তাই ছেড়ে দিল সবুজ মেরুন শিবির। গতবার বাগানের আইএসএল শিল্ড জয়ে মুখ্য অবদান ছিল কাউকো এবং য়ুসতের।

২ দিন আগেই মোহনবাগান দলে যোগ দিয়েছেন মুম্বই সিটি এফসিতে খেলা মিডফিল্ডার আপুইয়া। কোচ মোলিনা এবারে নিজের মতো করেই দল সাজিয়ে নিচ্ছেন। হাবাসের সাজানো বাগানের ভারতীয় ব্রিগেড মোটামুটি এক থাকলেও বিদেশিদের অনেককেই বদলে ফেলছেন মোলিনা। মোহনবাগান সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্টও কোচের পছন্দ মতো দল গড়ে দিচ্ছেন। এবারে এএফসি প্রতিযোগিতায় খেলবে বাগান। সেখানে খেলা মানে দেশের সম্মান জড়িয়ে থাকা। এরইরকমভাবে দল যত বিদেশি লিগ অর্থাৎ এএফসি প্রতিযোগিতায় খেলবে ততই ব্র্যান্ডিং হবে বিনিয়োগকারিদেরও। এই আবহেই মোহনবাগানের দল গঠনে কোনওরকম আর্থিক অভাব টের পেতে দেয়নি বিনিয়োগ সংস্থা। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই ফুটবলার খেলছেন বাগানে, আসতে পারেন বিশ্বকাপারও। তাই বুড়ো ঘোড়াদের বাতিলের খাতায় ফেলে দিলেন সবুজ মেরুন ফুটবল দলের কর্তারা।

আরও পড়ুন-একদিনে ৫২৫রান! রোহিতদের আগেই প্রোটিয়াদের নিয়ে ছেলেখেলা শেফালি-মন্ধনাদের

গতবার জুয়ান ফেরান্দোর পরিবর্তে আ্যান্তোনিও লোপেজ হাবাস কোচ হিসেবে এসেই প্রথম যে পরিবর্তনটা করেছিলেন তা হল হুগো বুমোসকে ছেড়ে দিয়ে ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকোকে দলে নিয়েছিলেন তিনি। ফিনিশ এই দীর্ঘদেহি ফুটবলার দলে যোগ দেওয়ার পর মাঝমাঠের চিত্রটা পুরো বদলে যায়। ডিফেন্স চেরা পাশ, সঙ্গে জোড়ালো শটের জন্য এই তারকার বেশ নাম ছিল। ডিফেন্সে হেক্টর য়ুসতেও মোহনবাগানের আইএসএল শিল্ড জয়ের অন্যতম কারণ। ডিফেন্স থেকে উঠে গিয়ে গোল করেছেন, তেমন প্রতি ম্যাচেই নির্ভরতা দিয়েছেন আনোয়ারকে সঙ্গে নিয়ে। আরেক ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের অবশ্য অধিকাংশ সময়ই জায়গা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। এবার তিন বিদেশিকেই একসঙ্গে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টস দল।

আরও পড়ুন-হেরেছেন জোড়া বিশ্বকাপ ফাইনাল! থার্ড টাইম লাকি হবেন দ্রাবিড়? জানালেন সাংবাদিক সম্মেলনে

মোলিনার পছন্দে ডিফেন্ডার স্পেনের আলনার্তো রদ্রিগেজের সঙ্গে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছে মোহনবাগানের। অর্থাৎ ডিফেন্সে একজন চূড়ান্ত। এদিকে তিনজন হাইপ্রোফাইল বিদেশি জ্যাসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি জেমি ম্যাকলারেনের সঙ্গেও কথাবার্তা প্রায় পাকা বাগানের। অর্থাৎ এখনও দুটি বিদেশির কোটা ফাঁকা রয়েছে। সেই কোটায় আরও একজন ডিফেন্ডার এবং একজন ডিফেন্সিভ ব্লকার নিতে পারেন মোলিনা। নিজে যখন এটিকের হয়ে আইএসএলে কোচিং করিয়েছিলেন সেই সময়ও বোর্হা এবং অফেন্সে নাতোর মতো দুই ফুটবলারকে তিনি দলে রেখেছিলেন যারা ব্লকার পজিশনেও খেলতে পারেন, তাই মিডফিল্ডের একজন ফুটবলারকে তিনি নেবেন, তা ধরে নেওয়াই যায়।

আরও পড়ুন-'ওপরে বল দিক, এমন দেব না'! লিভিংস্টোনকে ছয় মেরে কথা রাখলেন হিটম্যান

মোহনবাগানের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে ছিলেন জনি কাউকো। গতবার ইউরো কাপের পরই এই বিদেশিকে দলে নিয়েছিল বাগান। অন্যদিকে ব্রেন্ডন হ্যামিল মোহনবাগানের আইএসএল নকআউট চ্যাম্পিয়ন, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এবং ডুরান্ড কাপজয়ী দলের সদস্য, য়ুসতেও জিতেছেন শিল্ড,ডুরান্ড। এই তিন বিদেশির চলে যাওয়ায় তাই কিছুটা হলেও মন খারাপ মোহনজনতার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ একাই ৫ উইকেট কর্নওয়ালের, কেরিয়ারের সেরা বোলিংয়ে রয়্যালসকে জেতালেন রাকিম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.