মঙ্গলবার ভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ার আলি ইস্যুতে নিজেদের রায়দান করেছে। অবৈধ ভাবে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন আনোয়ার। জানা যাচ্ছে, ভারতীয় এই ডিফেন্ডার আগামী ৪ মাস কোনও ধরণের ফুটবল খেলতে পারবেন না। একই সঙ্গে শাস্তি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি-র। আসন্ন ২ ট্রান্সফার উইন্ডোতে তারা কোনও নতুন খেলোয়াড়কে নিজেদের দলে সই করাতে পারবে না। ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে দিতে হবে ১২.৯ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই এই ইস্যু নিয়ে রঞ্জিত বাজাজ, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে দড়ি টানাটানি চলছিল। এদিন প্লেয়ার স্টেটাস কমিটির নির্দেশিকা সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর তরফে। দিমি, ম্যাকলারেন ও শুভাশিসদের ভিডিও পোস্ট করা হল। সেখানে গান ব্যবহার করা হয়েছে, ‘সুলি পে লটকা হর এক বান্দা।’ বলতে অপেক্ষা রাখে না এই গান এবং ভিডিয়ো কার বা কাদের উদ্দেশে।
উল্লেখ্য, এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন বহু ভিডিয়ো পোস্ট করা হয়েছে মোহনবাগানের তরফে। মাঝে আনোয়ার আলির বিকৃত করা ছবি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। দেশের হয়ে খেলা ডিফেন্ডারকে নিয়ে এহেন পোস্ট মেনে নেননি ফুটবল সমর্থকরা। সমালোচনার মুখে পরে পোস্ট ডিলিট করে মোহনবাগান। ২বছরের লোন কন্ট্রাক্টে গত মরশুমে দিল্লি এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিল আনোয়ার। তবে চোটের কারণে প্রায় পুরো মরশুম তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। তবে হঠাৎই এবছর মোহনবাগানের সঙ্গে সম্পর্কের অবনতি হয় এই ভারতীয় ডিফেন্ডারের। দিল্লি এফসি-র কর্ণধার জানান ২ বছরের লোন চুক্তি অবৈধ। ফিফার নিয়ম অনুসারে কোনও খেলোয়াড় ১ বছরের বেশি লোন চুক্তি করতে পারেন না। তাই মোহনবাগান নয় আনোয়ারকে পাকাপাকি ভাবে নিজেদের করুক অথবা ছেড়ে দেওয়া হোক। কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্টের বক্তব্য, ফিফার নিয়ম এখনও ভারতে চালু হয়নি। তাই আনোয়ারের সঙ্গে তাদের যেই চুক্তি রয়েছে তা বৈধ।
এই লড়াইয়ের মধ্যে হঠাৎই ঢুকে পরে ইস্টবেঙ্গল এফসি। বিগত কয়েকবছর আইএসএল-এ ডিফেন্স সমস্যা বারবার ভুগিয়েছে তাদের। তাই এবছর তাদের টার্গেট ছিল ডিফেন্স মজবুত করা। আনোয়ারের মতো ভারতীয় ডিফেন্ডারকে নিজেদের দলে টানতে তাই দেরি করে না তারা, রাতারাতি রেকর্ড অর্থের বিনিময় ৫ বছরের জন্য আনোয়ার আলি-কে সই করিয়ে নেয় লাল হলুদ শিবির। ছেড়ে দেওয়ার পাত্র নয় মোহনবাগান। এরপর কেস পৌঁছয় AIFF-এর প্লেয়ার স্টেটাস কমিটিতে। সেখানে সব পক্ষই নিজেদের দাবি ও যুক্তি পেশ করে। তার প্রেক্ষিতে আজ নির্দেশ প্লেয়ার স্টেটাস কমিটির। তবে লড়াই এখানেই শেষ হচ্ছে না, সম্ভবত এই নির্দেশিকা-কে চ্যালেঞ্জ জানাতে পারে ইস্টবেঙ্গল এফসি ও রঞ্জিত বাজাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।