চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সেই জয়ের রেশ কলকাতা ফুটবল লিগেও ধরে রাখতে চাইবে তারা। এবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট তুলে নিতে চাইবে মোহনবাগান ব্রিগেড। খাতায় কলমে টালিগঞ্জ অগ্রগামীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের মরশুমের জন্য একেবারে নতুন দল সাজিয়েছে তারা। তবে এখনও সেভাবে সাফল্য পায়নি তারা। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কোর টিম ধরে রাখলেও পারফর্ম করতে পারছে না প্রত্যাশা মতো।
মঙ্গলবার মোহনবাগানের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। লিগ টেবিলের গ্রুপ বি-তে এই মুহূর্তে মোহনবাগান দাঁড়িয়ে নবম স্থানে। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে তারা। তিনটিতে ড্র ও একটিতে হারের সৌজন্যে মোহনবাগানের সংগ্রহ ছয় পয়েন্ট। প্রতিপক্ষ টালিগঞ্জও খুব খারাপ অবস্থায়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা ১২তম স্থানে রয়েছে।
কখন শুরু হবে মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামীর এই ম্যাচ?
কলকাতা লিগে মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচটি শুরু হবে ৩০ জুলাই মঙ্গলবার দুপুর ৩ টে থেকে।
কোথায় অনুষ্ঠিত হবে মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ?
মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামীর এই ম্যাচটি নৈহাটির বঙ্কিমঞ্জলি স্টেডিয়ামে।
কোথায় দেখানো হবে মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামীর এই ম্যাচ?
ম্যাচ দেখানো হবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে। এছাড়াও জি ২৪ ঘণ্টার ইউটিউব চ্যানেলেও এই ম্যাচটি সম্প্রচার করা হতে পারে। জি ফাইভ অ্যাপে এই ম্যাচটি দেখা যাবে। এছাড়াও জিও টিভি অ্যাপের মাধ্যমেও এই ম্যাচটি দেখতে পারেন।
এদিকে অনোয়ার আলির ইস্যুর দিকে তাকিয়ে গোটা ভারতীয় ফুটবল। এদিকে ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিয়েছে মোহনবাগান। জানা গিয়েছে, আনোয়ার আলি না খেলতে চাইলে বড় রকমের আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারে ক্লাব। আপাতত দুই পক্ষের চিঠি পাওয়ার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা ২ অগস্ট দু’পক্ষকে নিয়ে শুনানি করতে পারে। সেখানেই ঠিক হবে আনোয়ার আলির ভাগ্য ও ভবিষ্যত। আনোয়ার দোষী প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার।
গত ১৯ জুলাই কলকাতা লিগে খেলা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল আনোয়ার আলিকে। সেই অনুশীলনে যোগ দেননি আনোয়ার আলি। বরং ফেডারেশনের কাছে দাবি করেন তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আর বৈধ নয়। এখন দু পক্ষই তাকিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের দিকে। এমন অবস্থাতে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্য়াচে মাঠে নামবে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।