বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Champions League 2: যুদ্ধের দামামা ইরানে, দলের নিরাপত্তা নিয়ে সংশয়ে মোহনবাগান, AFC-কে চিঠি

AFC Champions League 2: যুদ্ধের দামামা ইরানে, দলের নিরাপত্তা নিয়ে সংশয়ে মোহনবাগান, AFC-কে চিঠি

ইরানে খেলতে যাওয়া অনিশ্চিত মোহনবাগানের (PTI)

ইরানের পরিস্থিতি বর্তমানে অস্থির। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে সেদেশে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় মোহনবাগান। AFC-কে মেল করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন।  

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মোহনবাগান সুপার জায়ান্ট।  প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তাজাকিস্তানের ক্লাব রাভশানের। ম্যাচ গোল শূন্য ড্র হয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরানের ট্রাক্টর এফসি। ২ অক্টোবর ইরানে গিয়ে খেলার কথা রয়েছে তাদের। কিন্তু বর্তমানে সেখানে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে নিজেদের দলের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তিত মোহনবাগান ম্যানেজমেন্ট। এই মর্মে AFC-কে একটি ই-মেলও করা হয়েছে। সেখানে ইরানের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রথমে বেঙ্গালুরু থেকে সোজা ইরানে যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির। এখন AFC-র তরফে কী জানানো হয় তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। অন্যদিকে বিদেশমন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে মোহনবাগান। প্রথম থেকেই মোহনবাগান বনাম ট্রাক্টর এফসির ম্যাচ নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছিল। একটা সময় শোনা যাচ্ছিল বিদেশি ফুটবলার এবং কোচকে ছাড়াই ইরানে খেলতে যাবে সবুজ-মেরুন শিবির। বিদেশিদের ভিসা নিয়ে সমস্যা দেখা দিয়েছে তাই এরকম সিদ্ধান্ত।  কিন্তু পরবর্তীতে জানা যায় জেমি-পেত্রাতোসরা প্রাণের ঝুঁকি নিয়ে ইরানে খেলতে যেতে চাইছে না। 

অবশ্য তাঁদের এই আশঙ্কা ফেলে দেওয়ার নয়। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছে। ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লা প্রধান নাসারউল্লাহর। তাঁর মৃত্যুর পরেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মুহুর্মুহ আক্রমণ-প্রতিআক্রমণ চলছে। এমত অবস্থায় সেখানে গিয়ে খেলা সত্যিই অসম্ভব। এখন দেখার AFC এই বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে। AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে রাভশানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। তাদের সংগ্রহ ১ পয়েন্ট।  প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ট্রাক্টর এফসি। 

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ মোহনবাগান কতদূর যাবে তা সময় বলবে। তবে কোনও ভারতীয় দলের পরিসংখ্যান AFC-এর টুর্নামেন্টে তেমন ভালো নয়। অন্যদিকে শনিবার ISL-এ হারের সম্মুখীন হয় মোহনবাগান। বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হল তারা। এই মরশুমে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে মোলিনা ব্রিগেড। তার মধ্যে ১টি জয়, ১টি ড্র এবং ১টি হার। গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নদের শুরুটা সমর্থকদের মন মতো হয়নি। অনেকেই মনে করছেন হাবাসের ছেড়ে যাওয়া কুর্সিতে বসে মোলিনা ঠিক ভাবে দলকে পরিচালনা করতে পারছেন না। তবে মরশুম সবেমাত্র শুরু হয়েছে। এখনও অনেক পথ চলা বাকি। আগামী দিনে কী হবে তা দেখার থাকবে। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.