বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Calcutta Football League: অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে!

Calcutta Football League: অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে!

মোহনবাগান সুপার জায়েন্টস। (PTI)

কলকাতা লিগে আগেই বিদায় ঘণ্টা বেজেছিল মোহনবাগান সুপার জায়ান্টের। এবার শেষ ম্যাচেও পুলিশ এসির বিরুদ্ধে হারের মুখ দেখতে হল সবুজ মেরুন বাহিনীকে। ব্যারাকপুরে  ৩-২ গোলে হেরে কলকাতা লিগে নিজেদের অভিযান শেষ করল তারা।

এ বছর কলকাতা লিগ মোটেও ভালো গেল না সবুজ-মেরুন শিবিরের। শুরু থেকেই ড্র ও হারের মুখ দেখতে হয় তাদের।  ১২ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে তারা। রবিবার লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যারাকপুরে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচও ৩-২ ব্যবধানে পরাজিত হয় মোহনবাগান। যদিও সুপার সিক্সে যাওয়ার দরজা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে নিয়মরক্ষার ম্যাচে জয়লাভ করে নিজেদের সম্মান বাঁচাতে চেয়েছিল ডেগি কার্ডোজের ছেলেরা।  

ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়েছিল।  এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ছন্নছাড়া ফুটবল খেলে গেলেন সুমিত রাঠিরা। খেলার ১৩ মিনিটে প্রথম গোল খায় মোহনবাগান সুপার জায়েন্টস।  পুলিশ এসির শেখ আসিফ আহমেদের দূর থেকে নেওয়া শট সেভ করতে ব্যর্থ হন গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে যায় পুলিশ। এই গোলের পিছনে যত না অবদান রয়েছে আসিফের, তার থেকে বেশি ব্যর্থতা আছে গোলরক্ষক অভিষেকের। 

ঠিক ১৪ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান।  কিন্তু ফাঁকা গোলে বল রাখতে ব্যর্থ হন সালাউদ্দিন। ৩২ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় পুলিশ। এই ক্ষেত্রেও গোলের পিছনে অবদান মোহনবাগান খেলোয়াড়দের।  ডান দিক থেকে পুলিশ এসি-র ফুটবলারের করা ক্রস বিপদ মুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ব্রিজেশ। প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন শিবির।

দ্বিতীয়ার্ধেও একই ভাবে খেলতে থাকে মোহনবাগান।  ডিফেন্সের ফাঁক-ফোকর স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের খেলায়। অন্যদিকে অবনমনে থাকা পুলিশ এসির লড়াই ছিল দেখার মতো । ৭০ মিনিটে মোহনবাগানের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে গোল করে যায় পুলিশ এসির ফুটবলার আশিস। এরপর কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেন সুমিত রাঠিরা।  তবে তার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল।  ৮৮ মিনিটে প্রথম গোল শোধ করে মোহনবাগান, এরপর শেষ মুহূর্তে ভিয়ান একক দক্ষতায় আরও একটি গোল করে খেলার ফলাফল ৩-২ করে।  সমর্থকরা কোচ ডেগি কার্ডোজের কোচিং নিয়ে ইতিমধ্যেই একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে।  পুরো কলকাতা লিগে মোহনবাগান মাত্র ৪টি ম্যাচে জয় লাভ করেছে, ৪টি ড্র করেছে ও ৪টি ম্যাচে পরাজিত হয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.