সবকিছু ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি টানা দ্বিতীয় বারের জন্য আইএসএল লিগ শিল্ড ঘরে তুলতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। এই মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে তারা। যেই ভাবে শুরুটা করেছিল শুভাশিসরা তাতে করে শিল্ড যে এবার তাঁদের দখলেই থাকবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল নতুন বছর শুরুতেই। এখন শুধু অপেক্ষা সরকারি সিলমোহর পড়ার। এই মুহূর্তে ২০ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে সবুজ মেরুন শিবির। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই অ্যাওয়ে ম্যাচে যদি জয় পায় তাহলেই ২৩ ফেব্রুয়ারি যুবভারতীতে ঘরের মাঠে আইএসএল লিগ শিল্ডে পেয়ে যাওয়া একেবারে নিশ্চিত। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। বর্তমানে যেই ফর্মে রয়েছে হোসে মোলিনার ছেলেরা তাতে করে এটা সম্ভব হওয়া কোনও বড় বিষয় নয়।
কিন্তু সমীকরণটা ঠিক কী? আসলে এই মুহূর্তে শীর্ষে থাকা মোহনবাগানের পয়েন্ট ৪৬। শিল্ড জয়ের ম্যাজিক ফিগার ৫২। তারা যদি টানা দুটি ম্যাচ যেতে তবে নিশ্চিন্তে লিগ শিল্ড নিজেদের নামে করে নেবে। বর্তমানে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে এফসি গোয়া। ১৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৬। অর্থাৎ তাদের বাকি রয়েছে আরও ৫টি ম্যাচ। যদি ধরে নেওয়া হয় শেষ সবকটি ম্যাচ জিতবে গোয়া, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫১।
৩ নম্বরে রয়েছে জামশেদপুর। বেঙ্গালুরুর কাছে হারের পর ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। বাকি সবকটি ম্যাচ জিতলে ৪৯ পয়েন্ট হবে তাদের। এর মাঝে যদি ১২ ফেব্রুয়ারি গোয়া বনাম মুম্বই ম্যাচ ড্র হয় বা গোয়া হারে তবে তাদের পক্ষে আর শিল্ড জয়ের সম্ভাবনা থাকবে না বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে কেরলের বিরুদ্ধে জয় এবং ওড়িশার বিরুদ্ধে ড্রই শিল্ড ধরে রাখার জন্য যথেষ্ট মোহনবাগানের। ২৩ ফেব্রুয়ারি আবার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ। ফলে এটি সুপার সানডে হতে চলেছে মোহনবাগান সমর্থকদের কাছে। তবে তারা আত্মবিশ্বাসী যে ২ ম্যাচে জিতে সবাইকে পিছনে ফেলে শিল্ড নিজেদের নামে করবে জেমি ম্যাকলারেনরা। উল্লেখ্য, এই মরশুমে আইএসএলে মাত্র ২টি ম্যাচ হেরেছে মোহনবাগান। শেষ ৫ ম্যাচে অপরাজিত তারা। ফলে পরিসংখ্যান এবং পরিস্থিতি যে তাদের পক্ষে তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।