Mohun Bagan Super Giant vs Bashundhara Kings Highights: বঞ্চিত হল নিশ্চিত গোল থেকে। দু'বার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না। তার জেরে এবারের এএফসি কাপের গ্রুপ পর্বে পয়েন্ট পয়েন্ট খোয়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করল। মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস এবং আশিস রাই। বসুন্ধরার হয়ে গোল করেন দোরি এবং রবিনহো। সেই ড্রয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল মোহনবাগান। চার পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল বসুন্ধরা। সেই সেই মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংসের ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
Mohun Bagan vs Bashundhara LIVE: ভুবনেশ্বরে পয়েন্ট হাতছাড়া মোহনবাগানের
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পয়েন্ট নষ্ট মোহনবাগান সুপার জায়ান্টের। এবার এএফসি কাপের গ্রুপ 'ডি'-তে প্রথমবার পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। চূড়ান্ত হতাশ হবেন জুয়ান ফেরান্দো। দু'বার এগিয়ে গিয়েও লিড হাতছাড়া হয়েছে।
Mohun Bagan vs Bashundhara LIVE: সাদিকুর চিপ, ধরতে পারলেন না পেত্রাতোস
৯০+৮ মিনিট: বসুন্ধরা কিংসের বক্সের মধ্যে পেত্রাতোসকে চিপ করার চেষ্টা আর্মান্দো সাদিকুর। কিন্তু বলটা ধরতে পারলেন না পেত্রাতোস।
Mohun Bagan vs Bashundhara LIVE: বৌমাসের শট, লাভ হল না
৯০+৭ মিনিট: হুগো বৌমাসের দূরপাল্লার শট। আটকে গেল বসুন্ধরা কিংসের ডিফেন্ডারের গায়ে। কর্নার পেল মোহনবাগান। সম্ভবত শেষ সুযোগ মোহনবাগানের। তবে গোল হল না।
Mohun Bagan vs Bashundhara LIVE: পায়ের জঙ্গল বসুন্ধরা কিংস বক্সে
৯০+২ মিনিট: বসুন্ধরা কিংসের বক্সে পায়ের জঙ্গল। একাধিক শট নিলেন মোহনবাগানের খেলোয়াড়রা। তবে কোনওটাই পরীক্ষার মুখে ফেলতে পারল না বসুন্ধরার গোলকিপারকে।
Mohun Bagan vs Bashundhara LIVE: ৬ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিট: ছয় মিনিটের অতিরিক্ত সময়। সেই বোর্ড দেখানোর আগেই পেত্রাতোসের শট। তবে তাতে লাভ হয়নি। বসুন্ধরার খেলোয়াড়দের পরীক্ষার মুখে পড়তে হয়নি।
Mohun Bagan vs Bashundhara LIVE: খেলার ফল ২-২, কলিঙ্গের মাঠে ছড়াল উত্তাল
৮৮ মিনিট: খেলার শেষলগ্নে উত্তেজনা কলিঙ্গ স্টেডিয়ামে। থ্রো নিয়ে কথার যুদ্ধ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এবং বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষের। তারইমধ্যে ট্যাকলের জন্য অনিরুদ্ধ থাপাকে হলুদ কার্ড। সতর্ক করা হল ফেরান্দোকে।
Mohun Bagan vs Bashundhara LIVE: ফাউল থাপার, বিপজ্জনক জায়গায় দিলেন ফ্রি-কিক
৮৪ মিনিট: ফাউল অনিরুদ্ধ থাপার। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক বসুন্ধরার। ডানপ্রান্তে থাপাকে টপকে বেরিয়ে যান রবিনহো। ততক্ষণে ট্যাকলটা করে দিয়েছেন থাপা। ফাউল দেন রেফারি। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক হলেও ওয়াল পার করতে পারল না বসুন্ধরা। বিপদ হল না মোহনবাগানের।
Mohun Bagan vs Bashundhara LIVE: জোড়া পরিবর্তন মোহনবাগানের
৭৯ মিনিট: জোড়া পরিবর্তন মোহনবাগান সুপার জায়ান্টের। মাঠে এলেন শুভাশিস বোস এবং অনিরুদ্ধ থাপা। আশিস রাই এবং গ্লেন মার্টিন্সকে তুলে নিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো।
Mohun Bagan vs Bashundhara LIVE: কিছুক্ষণ থমকে খেলা
৭৭ মিনিট: রেফারির চোখে কিছু একটা হয়েছে। কিছুক্ষণ থমকে আছে ম্যাচ। নির্ধারিত সময়ের আর ১৩ মিনিট আছে। জয়সূচক গোল পাবে মোহনবাগান?
Mohun Bagan vs Bashundhara LIVE: ডিরেক্ট ফ্রি-কিক পেত্রাতোসের, লক্ষ্যভ্রষ্ট একটুর জন্য
৭৩ মিনিট: গোল খেয়েই নড়েচড়ে বসল মোহনবাগান। ফ্রি-কিক থেকে সোজাসুজি শট পেত্রাতোস। বলটা বাঁক খেয়ে বসুন্ধরার গোলপোস্টের টপ-কর্নারের দিকে যাচ্ছিল। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল।
Mohun Bagan vs Bashundhara LIVE: ফের লিড হাতছাড়া বাগানের! ১৬ মিনিটে ‘নায়ক’ হলেন ‘ভিলেন’
৭০ মিনিট: একেবারে পারফেক্ট পেনাল্টি। সমতায় ফিরল বসুন্ধরা কিংস। খেলার ২-২। বাঁ-দিকে শট মারেন রবিনহো। ঠিক দিকেই ঝাঁপান বিশাল কাইথ। কিন্তু শটে প্রবল গতি ছিল। তাঁর পক্ষে আটকানো সম্ভব হয়নি। আর পেনাল্টি হয় আশিস রাইয়ের জন্য। যিনি ১৬ মিনিট আগেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন।
Mohun Bagan vs Bashundhara LIVE: পেনাল্টি পেল বসুন্ধরা
৬৯ মিনিট: পেনাল্টি পেল বসুন্ধরা কিংস! যিনি কয়েক মিনিট আগেই নায়ক হয়েছিলেন মোহনবাগানের, এখন ভিলেন হয়ে উঠলেন। মোহনবাগান বক্সের বাঁ-দিকে রবিনহোকে ফাউল আশিস রাইয়ের। পেনাল্টি দিলেন রেফারি। আশিসও জানতেন যে পরিণতি কী হতে চলেছে। কোনও প্রতিবাদ করলেন না। আবারও লিড হাতছাড়া হবে বাগানের?
Mohun Bagan vs Bashundhara LIVE: গোলের পর ডিফেন্সে সাহায্য আশিসের
৬৬ মিনিট: এবার রক্ষণে সাহায্য করছেন আশিস রাই। বাঁ-দিক থেকে বল বাড়ান রাকিব হোসেন। সেই বলের রাস্তায় এসে যান আশিস। বল ক্লিয়ার করে দেন।
Mohun Bagan vs Bashundhara LIVE: কামিন্সকে তুলে সাদিকুকে নামাল বাগান
৬২ মিনিট: পরিবর্তন মোহনবাগান সুপার জায়ান্টের। জেসন কামিন্সকে তুলে নিয়ে আর্মান্দো সাদিকুকে নামালেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। সাদিকুর থেকে একটা গোল চাইবেন তিনি। একটা গোল পেলেই ছন্দ পেয়ে যান সাদিকু।
Mohun Bagan vs Bashundhara LIVE: অনেক জমাট বাগান ডিফেন্স
৬১ মিনিট: পরপর দু'বার আক্রমণে উঠে এল বসুন্ধরা। তবে অনেক বেশি জমাট মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স। কোনও বিপদ হতে দিল না।
Mohun Bagan vs Bashundhara LIVE: সহজেই বল ধরে নিলেন কাইথ
৫৭ মিনিট: লম্বা বল দোরির। তবে এবার কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি মোহনবাগানের জন্য। সহজেই এগিয়ে এসে বলটা ধরে নেন বিশাল কাইথ।
Mohun Bagan vs Bashundhara LIVE: কীভাবে দ্বিতীয় গোল করল মোহনবাগান?
ডিফেন্স থেকে উঠে আসার যখন চেষ্টা করতে থাকে বসুন্ধরা, তখন প্রাথমিকভাবে মোহনবাগানের আক্রমণ শুরু করেন গ্লেন মার্টিনস। মিডলে পেত্রাতোসকে বল বাড়ান। ডানপ্রান্ত থেকে উঠে আসতে থাকেন আশিস। তাঁকে পাস বাড়ান পেত্রাতোস। দুর্দান্ত শট আশিসের। বল আছড়ে পড়ল বসুন্ধরার জালে।
Mohun Bagan vs Bashundhara LIVE: বারপোস্ট বাঁচানোর পর এগিয়ে গেল মোহনবাগান, ফল ২-১
৫৪ মিনিট: ফিরল মোহনবাগান!!!! দ্বিতীয়ার্ধের শুরুতে বসুন্ধরার সাময়িক চাপের পর খেলায় ছন্দে ফেরে মোহনবাগান। আর তার সুফল পেল সবুজ-মেরুন ব্রিগেড। গোল করলেন আশিস রাই। খেলার ফল: মোহনবাগান সুপার জায়ান্ট ২-১ বসুন্ধরা কিংস।
Mohun Bagan vs Bashundhara LIVE: দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঁচে গেল মোহনবাগান
৪৮ মিনিট: অল্পের জন্য বেঁচে গেল মোহনবাগান! ফের বারপোস্ট বাঁচিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। মোহনবাগানের বক্সের মধ্যে দোরিকে দুর্দান্ত থ্রু বল। 'ওয়ান অন ওয়ান' পরিস্থিতি তৈরি হয়। জোরালো শট মারেন বসুন্ধরার খেলোয়াড়। মোহনবাগানকে বাঁচিয়ে দিল ক্রসবার। প্রথমার্ধেও একবার ক্রসবার বাঁচিয়েছিল মোহনবাগানকে।
Mohun Bagan vs Bashundhara LIVE: অফসাইড লিস্টনের
৪৮ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতেই লিস্টন কোলাসো সুযোগ পান। তবে এবার সত্যিই অফসাইড ছিলেন। বাঁ-প্রান্তে কিছুটা এগিয়ে যান। অফসাইডের পতাকা তোলা হল।
Mohun Bagan vs Bashundhara LIVE: হাফ-টাইমে জার্সি বদল বসুন্ধরার, শুরু দ্বিতীয়ার্ধ
এ আবার কী হল? নয়া কিট পরে মাঠে নামলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। প্রথমার্ধে ধূসর কিট পরেছিলেন তাঁরা। দ্বিতীয়ার্ধে উজ্জ্বল লাল জার্সি পরে নামলেন। যাই হোক, শুরু দ্বিতীয়ার্ধের খেলা।
Mohun Bagan vs Bashundhara LIVE: জিতলে মোহনবাগানের সামনে বড় সুযোগ আসবে
আগামী ৪৫ মিনিটে কি গোল করতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? ছিনিয়ে নিতে পারবে তিন পয়েন্ট? যদি আজ তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তাহলে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে এককদম পা ফেলে রাখবে মোহনবাগান। সেই পরিস্থিতিতে বসুন্ধরার পাশাপাশি আজ ওড়িশা এফসি এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবও চাইছে যে বাগান হেরে যাক।
Mohun Bagan vs Bashundhara LIVE: পুরনো রোগেই ফাঁসল মোহনবাগান
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচে হারের পর থেকে এবার কোনও ম্যাচে হারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু মুহূর্তের জন্য ‘সুইচ অফ’ যাওয়ার রোগটা থেকেই গিয়েছে। এএফসি কাপের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও ঠিক এটাই হয়েছিল। গোল করার পর ‘সুইচ অফ’ হয়েছিল বাগান।
Mohun Bagan vs Bashundhara LIVE: গোল করেই ‘সুইচ অফ’ বাগান, প্রথমার্ধে ফল ১-১
শেষ প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে খেলার ফল মোহনবাগান সুপার জায়ান্ট ১-১ বসুন্ধরা কিংস। যে ফলাফলে চূড়ান্ত হতাশ হবেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। মুহূর্তের জন্য ডিফেন্স সুইচ অফ হয়ে যাওয়ায় গোলটা হজম করতে হল বাগানকে।
Mohun Bagan vs Bashundhara LIVE: জোড়া সুযোগ, গোল পেল না বাগান
৪৩ মিনিট: সুযোগ তৈরি মোহনবাগানের। বক্সের মধ্যে বল পেয়ে যান আশিস রাই। শট নেওয়ার সুযোগ। শট নেন আশিস। প্রথমবার বাঁচিয়ে দেন বসুন্ধরার গোলকিপার। দ্বিতীয় শটে বড্ড বেশি বাঁক খাওয়াতে যান। লক্ষ্যভ্রষ্ট।
Mohun Bagan vs Bashundhara LIVE: পেত্রাতোসের শট, বাঁচালেন গোলকিপার
৩৯ মিনিট: গোলের উদ্দেশ্যে শট দিমিত্রি পেত্রাতোসের। ডানদিক থেকে বাঁ-পায়ের শট। বল বাঁচিয়ে দিলেন বসুন্ধরা কিংসের গোলকিপার। মোহনবাগান সুপার জায়ান্ট ১-১ বসুন্ধরা কিংস।
Mohun Bagan vs Bashundhara LIVE: বারপোস্ট বাঁচাল মোহনবাগানকে
৩৫ মিনিট: পেনাল্টি বক্সের বাঁ-প্রান্তের মাথা থেকে শট রবিনহোর। বিশাল কাইথ পরাস্ত হয়ে গেলেন। বারপোস্ট বাঁচিয়ে দিল মোহনবাগানকে। হঠাৎ করে মোহনবাগানের সুইচ অফ হয়ে যাওয়ার রোগটা গেল না। আচমকা চাপে পড়ে গেল।
Mohun Bagan vs Bashundhara LIVE: গোল করেই ঘুমিয়ে পড়ল বাগান, সমতা ফেরাল বসুন্ধরা
৩৩ মিনিট: গোল পেতেই যেন ঘুমিয়ে পড়ল মোহনবাগান ডিফেন্স। সেই সুযোগ গোলশোধ করে গেল বসুন্ধরা। প্রচুর ফাঁকা জায়গা দেন আনোয়ার আলিরা। ফাঁকা বল পেয়ে বাঁক খাওয়ানো শট। গোল করে গেল বসুন্ধরা। মোহনবাগান ১-১ বসুন্ধরা।
Mohun Bagan vs Bashundhara LIVE: চেপে ধরেছে বাগান, তৈরি আরও ১টি সুযোগ
৩২ মিনিট: আরও একটি সুযোগ মোহনবাগানের। বসুন্ধরার বক্সে ক্রস। হেডার। কিন্তু বল তেকাঠিতে থাকল না। বসুন্ধরাকে চেপে ধরেছে মোহনবাগান। লিড বাড়াতে পারবে? দেখা যাক।
Mohun Bagan vs Bashundhara LIVE: কীভাবে গোল পেল মোহনবাগান?
গোলটা দেখে জুয়ান ফেরান্দোর মুখেও হাসি ফুটবে। তিন বিদেশি হুগো বৌমাস, জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের যুগলবন্দিতে গোল হয়। শুরুটা করেন যথারীতি বৌমাস। ডানপ্রাপ্ত দুর্দান্ত 'রান'। বক্সের মধ্যে পাস বাড়ান। বল পান কামিন্স। তিনি বল বাড়ান পেত্রাতোসকে। ছয় গজ দূর থেকে সহজ ফিনিশ পেত্রাতোসের।
Mohun Bagan vs Bashundhara LIVE: গোওওওল! পেত্রাতোসের গোলে এগিয়ে গেল মোহনবাগান
২৯ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওল! এগিয়ে গেল মোহনবাগান। গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ বসুন্ধরা কিংস। রেফারির ভুল সিদ্ধান্তে একবার বেঁচে গেলেও এবার বাঁচল না বাংলাদেশের দল।
Mohun Bagan vs Bashundhara LIVE: লং পাসের চেষ্টা আনোয়ারের
২৩ মিনিট: নিজেদের অর্ধ থেকে লং পাস দেওয়ার চেষ্টা আনোয়ার আলির। কিন্তু কোনও সতীর্থকে পেলেন না। তবে হতাশাজনক রেফারিং।
Mohun Bagan vs Bashundhara LIVE: নিশ্চিত গোল থেকে বঞ্চিত বাগান, দিল অফসাইড
২০ মিনিট: এটা অফসাইড? জঘন্য রেফারিং। ডানপ্রান্ত থেকে বলটা ভাসিয়ে দেন পেত্রাতোস। একেবারে নিখুঁত দৌড় লিস্টনের। গোলকিপারকে পরাজিত করে বসুন্ধরার জালে বল ঢুকিয়ে দেন। কিন্তু অফসাইড বলে গোল দেওয়া হয়নি। অথচ স্পষ্ট অনসাইড ছিলেন লিস্টন। জঘন্য রেফারিং।
Mohun Bagan vs Bashundhara LIVE: দুর্ধর্ষ কাউন্টার মোহনবাগানের
১৯ মিনিট: দুর্ধর্ষ কাউন্টার অ্যাটাক মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু হুগো বৌমাসকে বাড়ানো পাসটা বেশি জোরে হয়ে যায়। তিনি বলটা ধরতে পারেননি।
Mohun Bagan vs Bashundhara LIVE: গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স হেক্টরের, কর্নার কিংসের
১৬ মিনিট: রক্ষা পেল মোহনবাগান। বাঁ-প্রান্ত থেকে মোহনবাগান গোলের সামনে গফুরোভের ক্রস। গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স হেক্টর ইউস্তের। কর্নার বসুন্ধরার। তবে কর্নার নষ্ট করল বসুন্ধরা। কোনও বিপদ হয়নি মোহনবাগানের।
Mohun Bagan vs Bashundhara LIVE: কর্নার মোহনবাগানের, লক্ষ্যভ্রষ্ট সাহালের শট
১৪ মিনিট: কর্নার পেল মোহনবাগান। তবে কোনও কাজে এল না। পেনাল্টি বক্সের মাথায় সাহালকে পাস। ভলি মারার চেষ্টা বাগানের খেলোয়াড়ের। তবে লক্ষ্যভ্রষ্ট তাঁর শট।
Mohun Bagan vs Bashundhara LIVE: বসুন্ধরার বক্সে কামিন্সকে লম্বা বল
১২ মিনিট: বসুন্ধরা কিংসের বক্সে লম্বা বল। লক্ষ্য কামিন্স। তবে তাঁকে নজরে রাখেন বসুন্ধরার দুই ডিফেন্ডার। শেষপর্যন্ত গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বল ধরে নিলেন বসুন্ধরার গোলকিপার শ্রাবণ। ধীরে-ধীরে চাপ বাড়াচ্ছে।
Mohun Bagan vs Bashundhara LIVE: সাহালকে ফাউল
১০ মিনিট: মাঝমাঠের কাছে সাহাল আবদুল সামাদকে ফাউল। বল পজেশন ফিরে পেল মোহনবাগান। আইএসএলে চেন্নাইয়িনের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন সাহাল। তাঁকে আজ প্রথম একাদশে রেখেছেন জুয়ান ফেরান্দো।
Mohun Bagan vs Bashundhara LIVE: শুরুতেই আক্রমণে মোহনবাগান, লক্ষ্য গোলের
৬ মিনিট: বসুন্ধরার পেনাল্টি বক্সে লিস্টনকে লক্ষ্য করে চিপ বল। তবে লিস্টন অফসাইড। আপাতত নিজেদের দখলে বল রাখছে মোহনবাগান। কিন্তু খুব বড়সড় কোনও সুযোগ তৈরি করতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan vs Bashundhara LIVE: ফাউল হামিলের, ফ্রি-কিক বসুন্ধরার
২ মিনিট: ফাউল করলেন হামিল। মোহনবাগানের অর্ধে ফ্রি-কিক পেল বসুন্ধরা সিং। তবে তাতে লাভ হল না। ফ্রি-কিক ক্লিয়ার করে দিল মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগান সুপার জায়ান্ট ০-০ বসুন্ধরা কিংস।
Mohun Bagan vs Bashundhara LIVE: অফসাইড জালে সাহাল
১ মিনিট: অফসাইড সাহাল। ছিটকে আসা একটি বল ধরতে যান। বাঁ-প্রান্ত দিয়ে দৌড়ান সাহাল। তবে অফসাইড হয়ে গিয়েছেন তিনি।
Mohun Bagan vs Bashundhara LIVE: কিক-অফ, আজ জিতলে বিশাল লাভ হবে বাগানের
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হয়ে গেল কিক-অফ। আজকের ম্যাচ জিততে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। আজ জিতলে বাকি তিনটি দল যেখানে তিন পয়েন্ট এগিয়ে থাকবে, সেখানে নয় পয়েন্টে পৌঁছে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। সেক্ষেত্রে বাকি তিনটি ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবেন জুয়ান ফেরান্দোরা।
Mohun Bagan vs Bashundhara LIVE: বসুন্ধরা কিংসের প্রথম একাদশ
মেহদি শ্রাবণ, ববুরবেক ইউলদাশেভ, সাদউদ্দিন, বিশ্বনাখ ঘোষ, তারিক কাজি, মিগুয়েল ফিগুয়েরা, রবিনহো, দিদিয়ের ব্রসু, আসরোর গফুরোভ, রাকিব হোসেন এবং দোরি।
Mohun Bagan vs Bashundhara LIVE: আজ জিতলে ৬ পয়েন্টে এগিয়ে যাবে মোহনবাগান
ওড়িশা এফসি এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের ম্যাচের পরও এএফসি কাপের গ্রুপ 'ডি'-র শীর্ষস্থান ধরে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুই ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ছয়। দুই নম্বের আছে ওড়িশা এফসি (তিন ম্যাচে পয়েন্ট তিন)। তিনে আছে বসুন্ধরা কিংস (দুই ম্যাচে পয়েন্ট তিন)। চারে আছে মাজিয়া। তিন ম্যাচে পয়েন্ট তিন। অর্থাৎ আজ যদি মোহনবাগান জিতে যায়, তাহলে গ্রুপ লিগের অর্ধেক পর্যায়ে অনেকটা এগিয়ে থাকবে সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan vs Bashundhara LIVE: মাজিয়াকে ৬-১ গোলে ধ্বংস করেছে ওড়িশা
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংস ম্যাচের আগে এএফসি কাপে গ্রুপ 'ডি'-র ম্যাচে মুখোমুখি হয় ওড়িশা এফসি এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সেই ম্যাচে মাজিয়াকে চূর্ণ করেছে ওড়িশা। জিতেছে ৬-১ গোলে। তার ফলে এবারের এএফসি কাপের প্রথম পয়েন্ট পেল ওড়িশা।
Mohun Bagan vs Bashundhara LIVE: মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ
বিশাল কাইথ, আনোয়ার আলি, ব্র্যান্ডন হামিল (অধিনায়ক), দিমিত্রি পেত্রাতোস, হুগো বৌমাস, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, হেক্টর ইউস্তে, গ্লেন মার্টিনস, জেসন কামিন্স এবং আশিস রাই।
Mohun Bagan vs Bashundhara LIVE: দশমীতে কিংসকে হারিয়ে পুজোর গিফট দেবে মোহনবাগান?
এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন ব্রিগেডের হোম ম্যাচ হলেও দশমী হওয়ায় ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে সেই ম্যাচ হচ্ছে। যদিও সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ জুয়ান ফেরান্দোরা। বরং জয়ের হ্যাটট্রিক করে তৃতীয় রাউন্ড শেষ গ্রুপ লিগের শীর্ষস্থান আরও পোক্ত করতে মরিয়া তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।