বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan vs Odisha FC Live Streaming: ওড়িশাকে সমীহ মোহনবাগানের, আজ কখন ও কোথায় বিনামূল্যে AFC কাপের ম্যাচ দেখবেন?

Mohun Bagan vs Odisha FC Live Streaming: ওড়িশাকে সমীহ মোহনবাগানের, আজ কখন ও কোথায় বিনামূল্যে AFC কাপের ম্যাচ দেখবেন?

আজ এএফসি কাপে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস ও ফেসবুক Odisha FC)

এবারের এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ প্রথম ম্যাচে নামছেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। যে ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি। প্রথম ম্যাচটা অ্য়াওয়ে ম্যাচ খেলছে মোহনবাগান। ভুবনেশ্বরের খেলা হবে।

আজ এএফসি কাপে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি। খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও নয়া কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওড়িশার বিরুদ্ধে জুয়ান ফেরান্দোদের ছেলেদের লড়াইটা সহজ হবে না। তাই ওড়িশাকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, মোহনবাগানের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুশীলনে কোনওরকম ফাঁকফোকর রাখা হয়নি। পুরো ম্যাচেই ফোকাস ধরে রাখার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে, ওড়িশার কোচ জানিয়েছেন যে প্রাক-মরশুম প্রস্তুতিতে অত্যন্ত খুশি তিনি। এএফসি কাপের পরের পর্বে যেতে মুখিয়ে আছে দল। 

(MB vs OFC Live Match AFC Cup score: অভিযান শুরু করছে মোহনবাগান, প্রতিপক্ষ ওড়িশা-- লাইভ দেখুন এখানে ক্লিক করে)

ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ কোথায় হবে?

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ লিগের প্রথম ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। 

এএফসি কাপে ওড়িশা এফসি বনাম মোহনবাগানের ম্যাচ কখন শুরু হবে?

মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ শুরু হবে।

কোন চ্যানেলে সরাসরি ওড়িশা এফসি বনাম মোহনবাগানের ম্যাচ দেখা যাবে?

স্পোর্টস১৮ চ্যানেলে (Sports18 Channel) সরাসরি ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দেখা যাবে। অর্থাৎ ওই চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

কোথায় ওড়িশা এফসি বনাম মোহনবাগানের ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?

জিয়ো টিভি (JioTV) এবং ফ্যানকোডে (Fancode) ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। Fancode-এ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে টাকা খরচ হবে। শুধু আজকের ম্যাচ দেখতে ১৯ টাকা লাগবে। আর এবারের এএফসি কাপের সব ম্যাচ দেখতে ৫৯ টাকার রিচার্জ করতে হবে গ্রাহকদের। JioTV-তে অবশ্য বিনামূল্যেই ওড়িশা এফসি বনাম মোহনবাগানের ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।

আরও পড়ুন: Mohun Bagan latest news: ‘আশিকের চোট নিয়ে কিচ্ছু জানি না’, চরম হতাশ মোহনবাগান কোচ, লিস্টনকে ছাড়া হবে না?

এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টের সূচি

১) ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ১৯ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভুবনেশ্বর। 

২) মোহনবাগান সুপার জায়ান্টস বনাম মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব: ২ অক্টোবর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা। 

৩) মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বসুন্ধরা কিংস: ২৪ অক্টোবর, দুপুর ৩ টে ৩০ মিনিট, ভুবনেশ্বর। 

৪) বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ঢাকা। 

৫) মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ওড়িশা এফসি: ২৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।

৬) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, মালে।

আরও পড়ুন: ISL 2023-24: মাঠই পাওয়া যাবে না তো কীসের ডার্বি! লক্ষ্মীপুজোয় আইএসএলের মোহন-ইস্ট লড়াই অনিশ্চিত

বন্ধ করুন