মোহনবাগান দল জিতেই চলেছে। আইএসএল শুরুর মোহনবাগানের সঙ্গে আজকের মোহনবাগানের কোনও মিলই নেই। অ্যাওয়ে ম্যাচেও দাপটের সঙ্গেই খেলল মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতল ২-০ গোলে। মনবীর, লিস্টনের বিশ্বমানের গোলে দুরন্ত জয় সবুজ মেরুন শিবিরের। ডুরান্ড কাপের ফাইনালের প্রতিশোধ আরও একবার নিল বাগান।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আইএসএলের শুরুতে যখন আলাদিন-জিতিনদের বিরুদ্ধে মোহনবাগানের জয় নিয়ে বিতর্ক ছিল। শুভাশি বোসের গোল নিয়ে উঠেছিল প্রশ্ন, অনেকেই বলেছিলেন তিনি নাকি গোলরক্ষককে ফাউল করে গোল করেছেন। দ্বিতীয় লেগের খেলায় অবশ্য মোহনবাগানের দুই উইংগার যে গোল করলেন, তা আটকানোর কোনও উপায়ই ছিল না তাঁদের গোলরক্ষক গুরমিত সিংয়ের কাছে।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। এমনিতে তাঁরা শীর্ষেই ছিল, কিন্তু বেঙ্গালুরু জেতার পর তাঁরা একদিনের জন্য শীর্ষে বসেছিল। তবে মনবীর সিং এবং লিস্টন কোলাসো দায়িত্ব নিয়ে বাগানকে ৩ পয়েন্ট এনে দিলেন পাহাড় থেকে। দুজনেই করলেন বিশ্বমানের গোল, একক মুন্সিয়ানায়।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের খাতা খুলতে পারেনি কোনও দল। আক্রমণে প্রাধান্য নিয়ে খেললেও নর্থইস্টের রক্ষণ ছিল একেবারে অটুট। বল গলতেই দিচ্ছিলেন না তাঁরা। অবশ্য বাগানও মিস করল অনেক। দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে সহজতম গোলের সুযোগ মিস করলেন লিস্টন কোলাসো। এরপর পেত্রাতোসের জোরালো শটও সেভ করলেন গোলরক্ষক গুরমিত।
কিন্তু দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে মনবীরের বিশ্বমানের গোলে নর্থইস্টের সব লড়াই শেষ হয়ে গেল। ম্যাচের ৬৫ মিনিটে ডানপ্রান্ত থেকে বল পেয়ে মাঝামাঝি জায়গায় বল নিয়ে গিয়ে একক দক্ষতায় বাঁপায়ের জোরালো শট বল জালে জড়িয়ে দেন মনবীর সিং। এবারের আইএসএলের অন্যসম সেরা গোলগুলির মধ্যে একটা বলাই যায়। অবশ্য তাঁর আগে একাধিকবার বাগানের পতন আটকে দেন বিশাল কাইথ।
মনবীরের গোলের পরপরই ফের সুযোগ আসে বাগানের কাছে। এক্ষেত্রে প্রথমার্ধের সুযোগ নষ্টের ভুল শুধরে নেন লিস্টন। বামপ্রান্তে বল পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভিতর দুরন্ত প্লেসিং শটে গোল করে যান লিস্টন কোলাসো, ২-০ এগিয়ে যায় মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট ম্যাচের একদম শেষ লগ্নে নামলেন, ততক্ষণে বাগানের জয় নিশ্চিত হয়ে গেছে। শনিবার ১৪ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচ মোহনবাগানের। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।