আইএসএলের অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। গোটা ম্যাচেই ভালো ফুটবল খেলল মোহনবাগান। অধিকাংশ সময়ই আক্রমণে আধিপত্য রেখেছিল সবুজ মেরুন ফুটবলাররা। কিন্তু আসল কাজের কাজটাই একাধিকবার করতে পারলেন না মনবীর, পেত্রাতোসরা। স্টুয়ার্ট চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি। তার ফলও হাতে নাতেই পেল বাগান।
আরও পড়ুন- অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
গ্রেগ স্টুয়ার্টের থাকা আর না থাকার পার্থক্য কতটা সেটা কলিঙ্গ স্টেডিয়ামে গিয়ে বুঝল মোহনবাগান। বল পজিশনে বাগান ওড়িশা টেক্কা দিলেও স্টুয়ার্ট থাকলে বাগানের খেলা আরও খোলে। ম্যাকলারেনও আরও স্পেস পান। সেই তুলনায় দিমিত্রি পেত্রাতোস অতটাও নজর কাড়তে পারলেন না। যদিও দুজনের খেলার স্টাইল আলাদা, তাই তুলনাটাও সেভাবে চলে না। এই ম্যাচে পয়েন্ট খুবই দরকার ছিল বাগানের, তাহলেই বেঙ্গালুরুর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারত হোসে মোলিনার দল।
ম্যাচের শুরুতেই ঘটে যায় বিপত্তি। তিন মিনিটের মধ্যেই আশিস রাইয়ের ভুলে চাপে পড়ে যায় মোহনবাগান। আসলে আশিস রাই বল ক্লিয়ার করার চেষ্টাই করছিলেন। কিন্ত সেই বল সরাসরি চলে যায় গোলরক্ষক বিশাল কাইথের কাছে। সেই বল বিশাল হাত দিয়ে ধরতেই ইনডাইরেক্ট ফ্রি কিকের সিদ্ধান্ত দেন রেফারি, কারণ নিমত অনুসারে এটি ব্যাক পাস হিসেবেই গণ্য হয়। এরপর মোহনবাগান দলের ফুটবলাররা প্রতিবাদ করলেও তাতে খুব একটা লাভ হয়নি।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
ইনডাইরেক্ট সেই ফ্রি কিকের সুযোগ কাজে লাগিয়েই এরপর গোল করেন বাগানের প্রাক্তন ফুটবলার হুগো বুমো। মোহনবাগানের ১০জন ফুটবলার দাঁড়িয়েছিলেন গোল লাইনে। কিন্তু তাও বুমোর শট সেভ করতে পারল না কেউ। বাগান ফুটবলারদের পায়ের তথা থেকেই এগিয়ে গেল ওড়িশা এফসি, নিজেদের ঘরের মাঠে কলিঙ্গ স্টেডিয়ামে।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
এরপরেই সুযোগ পেয়ে গেছিল পেত্রাতোস, তবে সেই শট সেভ করে দেয় অমরজিত সিং। ১৮ মিনিটে রয় কৃষ্ণার কাছেও সুযোগ এসেছিল, কিন্তু তিনি এগিয়ে এসে বাঁচান বাগানকে। ৩৬ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের নেওয়া কর্নার থেকেই দুরন্ত হেডারে গোল করে যান মনবীর সিং। অসম্ভব ভালো হেডারে সমতা ফেরান তিনি। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে মোহনবাগান চাপ বিস্তার করে। কিন্তু কাউন্টার অ্যাটাকে আক্রমণ করে ওড়িশা এফসিও । ৮০ মিনিটে রয় কৃষ্ণা ভালো সুযোগ পেয়ে গেলেও বিশাল কাইথের দক্ষতায় বিপদ এড়ায়। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।