'আই ডোন্ট লাইক ভায়োলেন্স, ভায়োলেন্স লাইকস মি'- জনপ্রিয় সিনেমার সেই সংলাপটা যেন মোহনবাগান সুপার জায়ান্টের মন্ত্র হয়ে উঠল। আর সরকারিভাবে লালেংমাউইয়া রালতে বা আপুইয়াকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করার সময় সেই ‘ভায়োলেন্স’ বেছে নিল মোহনবাগান। আপুইয়ার জন্য যে বিশেষ ভিডিয়ো বানানো হয়, সেটার শুরুতেই ইস্টবেঙ্গলের জার্সি পরা ভারতের তারকা মিডফিল্ডারের একটি ছবি দেখানো হয়েছে। সেইসঙ্গে তিনি ইস্টবেঙ্গলে আসতে পারেন বলে যে জল্পনা ছড়িয়েছিল, সেইসব বিভিন্ন কাটিং দেখানো হয়। আর তারপরই সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমায় জটায়ুর সেই ঐতিহাসিক ‘আমি পেয়েছি’ ভিডিয়ো দেখিয়ে মোহনবাগানের তরফে ঘোষণা করা হয় যে আপুইয়ার রক্তের রং এখন সবুজ-মেরুন। আর আপুইয়ার ‘এন্ট্রির’ সময় ‘দুরন্ত ঘূর্ণি’ গানটা বাজানো হতে থাকে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সেই ‘ভায়োলেন্স’ দেখে উত্তেজনায় ফুটতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। এক নেটিজেন বলেন, 'ক্লাসিক।' অপর একজন সবুজ-মেরুন সমর্থক বলেন, ‘উফ! সেরা হয়েছে।’ এক মোহনবাগান ফ্যান বলেন যে ‘দুর্দান্ত হয়েছে ভিডিয়োটা।’ এক মোহনবাগান সমর্থক তো আরও একধাপ এগিয়ে বলেন, ‘৪৫ বার দেখালাম আরও ৫০ বার দেখব। তবেই শান্তি হবে। মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ। গুড কনসেপ্ট অ্যাডমিন।’
মোহনবাগানে যোগ দেওয়ার পরে আপুইয়ার প্রতিক্রিয়া
আপুইয়া বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পেরে অত্যন্ত গর্বিত এবং উত্তেজিত বোধ করছি। ভারতীয় ফুটবল ইতিহাসে বিশেষ স্থান রয়েছে এই ক্লাবের। আমি কঠোর পরিশ্রম করতে মুখিয়ে আছি, আমার কোচ এবং সতীর্থদের থেকে শিখতে মুখিয়ে আছি। মোহনবাগান যাতে নিজেদের স্বপ্নপূরণ করতে পারে, সেটার জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। মাঠে নামতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য খেলতে মুখিয়ে আছি।'
আপুইয়াকে পেয়ে কী বললেন মোহনবাগানের হেড কোচ?
মোহনবাগানের হেড কোচ জোসে মোলিনা বলেন, 'আপুইয়া যোগ দেওয়ায় আমাদের মিডফিল্ড আরও শক্তিশালী হয়ে উঠবে। গত কয়েকটি মরশুমে লিগে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠেছে ও। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভারতীয় দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আপুইয়া যোগ দেওয়ায় দলের মধ্যেই প্রতিযোগিতা বাড়বে। যা দলের পারফরম্যান্স আরও ভালো করে তুলবে।'
আপুইয়ার বেতন কত হল?
ভারতীয় তারকাকে কত টাকায় দলে নেওয়া হয়েছে, কত টাকা বেতন পাবেন, সেই বিষয়ে মোহনবাগানের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, ইতিহাস তৈরি করেছেন আপুইয়া। সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন ২৩ বছরের মিজোরামের তারকা মিডফিল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।