মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছেন এবার গতবারের থেকেও শক্তিশালী দল গড়তে হবে। টাকা নিয়ে ভাবতে হবে না সেরা দল গড়তে হবে। কারণ সঞ্জীব গোয়েঙ্কা বলেদিয়েছেন এশিয়ার সেরা হতে হবে মোহনবাগানকে। যেমন কথা তেমন কাজ। আইএসএল-এর সেরা দল গড়তে নেমে পড়েছে সবুজ মেরুনের কর্মকর্তারা। কয়েক দিন আগেই চেন্নাই থেকে বিশাল টাকার বিনিময়ে অনিরুদ্ধ থাপাকে পাঁচ বছরের জন্য দলে নিয়েছে তারা। তিন কোটি ট্রান্সফার ফি দিয়ে নিজেদের কোমরের জোর দেখিয়েছে মোহনবাগান। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নয় মোহনবাগান সুপার জায়ান্টসের টিম ম্যানেজমেন্ট। এবার তাদের টার্গেটে সাহাল আব্দুল সামাদ।
শোনা যাচ্ছে এবার সাহাল আব্দুল সামাদকে টার্গেট করেছে মোহনবাগান। সাহাল এই মুহূর্তে ভারতের মাঝ মাঠের অন্যতম সেরা ফুটবলার। অনিরুদ্ধ থাপা যেমন ডিফেন্স আর আক্রমণের মাঝখানে ব্যালেন্স বজায় রাখেন, সেখানে সাহাল প্রধান আক্রমণাত্মক মিডফিল্ডার এবং প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। ভারতীয় দলের জার্সি গায়ে সুনীলের সঙ্গে খেলছেন সামাদ। সাহালের বল কন্ট্রোলটা দারুণ। কেরালা ব্লাস্টার্সের এই তারকা খেলাটা তৈরিও করতে পারেন। বলা যায় মিডফিল্ডের অক্সিজেন সামাদ। তবে সাহালকে পাওয়া এতটা সহজ নয়। তাঁকে নেওয়ার ব্যাপারে মোহনবাগানকে লড়তে হবে মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং ওড়িশার সঙ্গে।
সাহালের জন্য ৩ কোটি টাকার ট্রান্সফার ফি ধার্য করেছে কেরালা ব্লাস্টার্স। গত পাঁচ বছর ধরে খেলছেন কেরলে। ৯৭টি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ১০ টি গোল করেছেন তিনি। অসংখ্য গোল করিয়েছেন সামাদ। ভারতের জার্সিতেও রয়েছে একাধিক গোল। জাতীয় দলে থাপা এবং সাহাল একসঙ্গে পাশাপাশি খেলেন। প্রথমজন মোহনবাগানে এসে এসেছেন। এখন দেখার সাহাল মোহনবাগানে আসে কিনা। তবে মাঠের বাইরে সাহালকে নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে।
সাহালকে দলে নিতে এত দিন মোহনবাগানের সঙ্গে মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি লড়াইয়ে ছিল। এবার যুক্ত হয়েছে চেন্নাইয়িন এফসির নাম। তারাও সাহালকে দলে পেতে মরিয়া। এর মাঝেই ভেসে উঠছে ওড়িশার নাম। এমন অবস্থায় কারা বাজি জেতে সেটাই দেখার। তবে মোহনবাগানের সমর্থকেরা এই বিষয়ে আশাবাদী যে তাদের টাকার দিক থেকে কোনও অসুবিধা হবে না। কারণ সঞ্জীব গোয়েঙ্কা কথা দিয়েছেন। ফলে সামাদ যে সবুজ মেরুন জার্সি গায়ে পরের মরশুমে আইএসএল খেলতেই পারেন তা নিয়ে বাগান সমর্থকেরা জল্পনা শুরু করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।