শনিবার আইএসএল ফাইনাল। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে মোহনবাগান সুপার জায়ান্টস। সেই নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। আর তার মধ্যেই আরও একটি বড় খবর চাঞ্চল্য ছড়িয়েছে কলছাকাতা ময়দানে। আগামী মরশুমে আরও বড় চমক দিতে পারে মোহনবাগান। সেই পথে বহু দূরই এগিয়েছেন দলের কর্তারা। কী সেই চমক।
নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে মেলবোর্ন সিটির তারকা জেমি ম্যাকলারেনকে। ম্যাকলারেনের নাম বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু বুধবার এক নির্ভরযোগ্য সূত্রের তরফে জানা গিয়েছে, জেমি ম্যাকলারেনের সঙ্গে মোহনবাগান কর্তাদের কথাবার্তা নাকি অনেকদূর এগিয়ে গিয়েছে। এবং অস্ট্রেলিয়া লিগের গোলমেশিন নাকি আগ্রহ দেখিয়েছেন। এবং তিনি বাগানে খেলার বিষযে অনেকটাই ঝুঁকে রয়েছেন।
আরও পড়ুন: সেমির দ্বিতীয় লেগেও গোয়াকে হারিয়ে ISL ফাইনালে মুম্বই, সামনে মোহনবাগান
ম্যাকলারেনের একটি পোস্ট আবার এই জল্পনার আগুনে যে ঘি ঢেলেছে। ‘এ’ লিগের ক্লাব ছাড়ার বিষয়ে নিশ্চিত করেছেন খোদ ম্যাকলারেন। একটি পোস্টের মারফৎ তিনি জানিয়েছেন, পাঁচ বছর মেলবোর্ন সিটিতে কাটানোর পর, ক্লাব ছাড়তে চলেছেন ম্যাকলারেন। আর সেই পোস্টে আবার মন্তব্য করেন দিমিত্রি পেত্রাতোস। এই সংযোগটাই যেন সবুজ-মেরুন সমর্থকদের আশা বাড়াচ্ছে। যদিও ম্যাকলারেন একবারও তাঁর পরের গন্তব্য নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি ইনস্টাগ্রামে ইন্ডিয়ান সুপার লিগকে ফলো করেছেন। এর থেকেই ছবিটা আরও পরিষ্কার হয়েছে। অনেকেরই ধারণা, পরের মরশুমে আইএসএলে খেলবেন ম্যাকলারেন।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল মোহনবাগান, চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে
দু'বছরের জন্য তাঁকে বিশাল বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান। শোনা যাচ্ছে, বছরে ২.৮ কোটির প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ম্যাকলারেনকে দলে নিতে মরিয়া মুম্বই সিটি এফসিও। মুম্বইও বিশাল টাকার প্রস্তাব দিয়েছে। ম্যাকলারেনকে নিয়ে টানাটানি চলছে ২০২৩-২৪ আইএসএলের দুই ফাইনালিস্টের মধ্যে। তার উপর সিটি গ্রুপের অন্তর্গত হল মুম্বইও। তবে ৩০ বছরের তারকা স্ট্রাইকারকে পেতে ঝাঁপালেও, জানা গিয়েছে, সার্বিক ভাবে সিটি গ্রুপ ছাড়তে চলেছেন ম্যাকলারেন। তাই মেলবোর্ন সিটি ছেড়ে তিনি মুম্বই সিটি-তে যোগ দিতে কতটা আগ্রহী থাকবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে মুম্বইকে পিছনে ফেলতে পারে মোহনবাগান।
আরও পড়ুন: হাবাসের 'মিডাস টাচ'কে কৃতিত্ব পেত্রাতোসের, ট্রিপলের ভাবনায় ডুবে কামিন্স
আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল আইএসএলের লিগ শিল্ড জেতায়, এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে অফে খেলবে। সেই কারণেই মোহনবাগানকে একটু হলেও প্রাধান্য দিচ্ছেন ম্যাকলারেন। তবে আইএসএল ফাইনালের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। এদিকে শোনা যাচ্ছে জিকসন সিং, ছাংতের সঙ্গেও কথাবার্তা অনেক দূর এগিয়েছে বাগানের। পরের মরশুমে এই দুই ভারতীয় তারকাকে সবুজ-মেরুন জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।