বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan signs new defender: বিদেশি ডিফেন্ডারকে নিল মোহনবাগান! ডার্বিতেই সেরা খেলাটা আসবে, বোঝালেন তারকা

Mohun Bagan signs new defender: বিদেশি ডিফেন্ডারকে নিল মোহনবাগান! ডার্বিতেই সেরা খেলাটা আসবে, বোঝালেন তারকা

মোহনবাগান সুপর জায়ান্টের নয়া স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেজ। (ছবি সৌজন্যে Mohun Bagan Super Giant)

অ্যালবার্তো রদ্রিগেজকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানে যোগ দেওয়ার পরে স্প্যানিশ ডিফেন্ডার জানিয়েছেন যে বড় ম্যাচে তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসে। অর্থাৎ ডার্বিতে তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসবে, তা বুঝিয়ে দিলেন।

প্রথমে ইনস্টাগ্রামে ফলো করা হল। তারপর সাহস করে 'ক্রাশ'-কে মেসেজ করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। আর 'ক্রাশ' সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়ে একেবারে ইতিবাচক 'উত্তর' দিলেন। এমনই কায়দায় স্পেনের ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেজকে দলে নেওয়ার ঘোষণা করল মোহনবাগান। দু'বছরের চুক্তিতে ৩১ বছরের স্প্যানিশ ডিফেন্ডার সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিলেন। যিনি ইন্দোনেশিয়ায় খেলতেন। আর ইন্দোনেশিয়া থেকে মোহনবাগানে যোগ দিয়েই স্প্যানিশ ডিফেন্ডার বুঝিয়ে দিলেন যে ডার্বির মতো ম্যাচে তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসবে। কারণ তিনি মাঠভরতি দর্শকের সামনে খেলতে ভালোবাসেন। সেরকম ম্যাচেই তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসে।

মোহনবাগানে যোগ দেওয়ার পরে রদ্রিগেজের প্রতিক্রিয়া

স্প্যানিশ সেন্টার ব্যাক বলেছেন, ‘কয়েক বছর ধরেই আমি আইএসএলের দিকে নজর রেখেছিলাম। গত মরশুমে আইএসএলে একাধিপত্য দেখিয়ে যেভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও দেখেছি (যদিও খুব যে একাধিপত্য, তা বলা যাবে না, কারণ শেষ ম্যাচে লিগের ফয়সালা হয়েছিল, না জিতলে শিল্ড পেত না)। তবে মোহনবাগানে যে আমি সই করেছি, সেটার অন্যতম কারণ হল সবুজ-মেরুন বাহিনীর সমর্থকদের আবেগ।' 

আরও পড়ুন: Mohun Bagan signs Tom Aldred: 'ইতনা কনফিডেন্স?' চরম ঠেস ইস্টবেঙ্গলকে, বিদেশি ডিফেন্ডারকে নিল মোহনবাগান

মোহনবাগানের নয়া ডিফেন্ডার বলেন, 'এমনিতেই মাঠভরতি সমর্থকদের সামনে খেলার সুযোগ পেলে সবসময়ই আমার সেরা খেলাটা বেরিয়ে আসে। আর আবেগ এবং সমর্থনের নিরিখে মোহনবাগান সমর্থকরাই সেরা।’ অর্থাৎ ঘুরিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন মাঠে নামবেন, তখন তাঁর সেরা খেলাটা বেরিয়ে আসবে। কারণ তিনি মাঠভরতি দর্শকের সামনে নিজের সেরাটাই উজাড় করে দেন।

ভবিষ্যতের লক্ষ্যমাত্রা কী?

অ্যালবার্তো বলেছেন, 'মোহনবাগানের ঘরে চ্যাম্পিয়নের (আইএসএলের লিগ শিল্ড) ট্রফিটা রেখে দেওয়াই হল আমার মূল লক্ষ্য। আর যে টুর্নামেন্টগুলিতে মোহনবাগান খেলবে, সেগুলির প্রতিটি জেতার চেষ্টা করব।' উল্লেখ্য, এবার ডুরান্ড কাপ (সিনিয়র দল খেলবে কিনা স্পষ্ট নয়), আইএসএল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ (এসিএল২)-র মতো বিভিন্ন টুর্নামেন্ট খেলবে মোহনবাগান।

আরও পড়ুন: East Bengal FC News: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের অধিনায়ক করা হল ক্লেটনকে, তাঁর ডেপুটি কে জানেন?

মোহনবাগান হেড কোচের প্রতিক্রিয়া

মোহনবাগানের হেড কোচ জোসে মোলিনা বলেন, 'অ্যালবার্তো এমন একজন সেন্টার-ব্যাক, যে শক্তি এবং আগ্রাসী মনোভাবের মাধ্যমে ডিফেন্স সামাল দিতে পারে। ও যেমন রক্ষণকে মজবুত করতে পারে, তেমনই আক্রমণও তৈরি করে দিতে পারে। দুটি পা সমানভাবে চলে। গত মরশুমে ইন্দোনেশিয়ার টপ ডিভিশনে ওর ক্লাব যে চ্যাম্পিয়ন হয়েছিল, তাতে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি যে ও মোহনবাগানের প্রস্তাব গ্রহণ করেছে। আর সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।'

আরও পড়ুন: Mohun Bagan troll East Bengal: আপুইয়া নাকি ইস্টবেঙ্গল জার্সিতে! কটাক্ষ করে ‘জটায়ুর’ মতো ছিনিয়ে নিল মোহনবাগান

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.