রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক প্রবীণ মোহনবাগান সমর্থকের ভিডিয়ো। হাসপাতালের বেডে শুয়ে মোবাইলে দেখছিলেন শুভাশিসদের খেলা। নাম সমর কুমার চাকি। ইস্টবেঙ্গল-মোহনবাগন, এমন দুটি ক্লাব, যাদের সমর্থকরা নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। তাঁদেরই একজন সমর বাবু। ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছিলেন সকলে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। সোমবার মোহনবাগান ক্লাবের তরফে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা জনানো হয়েছে। বিদায় বেলায় সবুজ মেরুন পতাকা দিয়ে ঢাকা হয়েছিল তাঁকে। মোহনবাগানের কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মাল্যদান করে শ্রদ্ধা জানান সমর বাবুকে।
শনিবার মহামেডানের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচই হাসপাতালের বেডে শুয়ে দেখছিলেন সমর বাবু। শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও প্রিয় দলের খেলা মিস করতে চাননি তিনি। বাঙালির ফুটবল আবেগের বহু নিদর্শন রয়েছে। তারই নবতম সংযোগন এই ঘটনা। ভিডিয়োটি পোস্ট করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও।
সেখানে দেখা যায় হাতে মোবাইল, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে রয়েছেন এক প্রবীণ ব্যক্তি। স্যালাইনও চলছিল তাঁর। শুভাশিসের করা দ্বিতীয় গোলটি দেখছিলেন সেই অসুস্থ সমর বাবু। তবে তখনও হয়তো কেউ ভাবেনি এতো তাড়াতাড়ি চলে যাবেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সমর বাবু। দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। হারিয়ে ফেলেছিলেন গলার স্বরও। শেষপর্যন্ত গত ৩০ জানুয়ারি তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি আর। ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
উল্লেখ্য, মহামেডানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে মোহনবাগান। ৪-০ ব্যবধানে জয় পায় তারা। জোড়া গোল করেন শুভাশিস বোস এবং মনবীর সিং। এমনিও আইএসএলে অসাধারণ ছন্দে রয়েছে সবুজ মেরুন শিবির। এক প্রকার আইএসএল লিগ শিল্ড নিজেদের নামে করে ফেলেছে তারা। বর্তমানে ১৯ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে তারা। ১৩টি ম্যাচেই জয় লাভ করেছে হোসে মোলিনার ছেলেরা। দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। তাদের পয়েন্ট ৩৪। মোহনবাগান পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৫ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ পঞ্জাব এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।