ডুরান্ডের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারের মুখ দেখতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। এমনকি কলকাতা লিগের ম্যাচে হারতে হয়েছে সাদার্নের কাছেও। যদিও এএফসি কাপের প্রলিমিনারি কোয়ালিফাইং রাউন্ডে সবুজ-মেরুন শিবির জয় তুলে নেয় নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে। সুতরাং, ধারাবাহিকতা দেখাতে না পারলেও মোহনবাগানের ফর্ম রয়েছে ভালোয়-মন্দয়। এই অবস্থায় এএফপি কাপের গ্রুপ স্টেজে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মোহনবাগান মাঠে নামে ঢাকা আবাহনীর বিরুদ্ধে। গতবার বাংলাদেশের দলটিকে টুর্নামেন্টের ঠিক এই পর্বেই হারিয়েছিল মোহনবাগান। এবারও তার পুনরাবৃত্তি হয়। মঙ্গলবার যুবভারতীতে শেষ হাসি হাসে সবুজ-মেরুন শিবির।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: দাপুটে জয়ে মূলপর্বে জায়গা করে নিল বাগান
৯০+৪- খেলা শেষ। ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে জায়গা করে নিল জুয়ান ফেরান্দোর দল।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: শেষ চেষ্টা চালাচ্ছে আবাহনী
৯০+৩ মিনিট- ম্যাচ একেবারে শেষের মুখে। এএফসি কাপের মূল পর্বে বাগান। তাও শেষ চেষ্টা চালাচ্ছে ঢাকা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: মোবাইলের ফ্লাশ লাইট জ্বলে উঠেছে
৯০+২ মিনিট- বাগানের জয় কার্যত নিশ্চিত। গ্যালারি জুড়ে বাগান সমর্থকদের মোবাইলের ফ্লাশ লাইট জ্বলে উঠেছে।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৯০ মিমিট- রেগুলেশন টাইমের খেলা শেষ। আরও ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: ফুটবলার পরিবর্তন আবাহনির
৮৭ মিনিট- ডেভিডের পরিবর্তে মাঠে নামলেন রহিম উদ্দিন।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: আরও দুই ফুটবলার পরিবর্তন বাগানের
৮৫ মিনিট- কামিংসের বদলে কিয়ান এবং আশিস রাইয়ের পরিবর্তে হামতে নামলেন।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: ফুটবলার পরিবর্তন মোহনবাগানের
৭৫ মিনিট- লিস্টন কোলাসোর পরিবর্তে মাঠে নামলেন আশিক। আর সাহালের পরিবর্তে মাঠে নামলেন গ্লেন।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কার্ড দেখলেন মিলাদ
৭০ মিনিট- ফাউল করায় কার্ড দেখলেন ঢাকার মিলাদ।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: পরিবর্তন আনল ঢাকা আবাহনী
৬৮ মিনিট- মুজাফ্ফরকে তুলে নেওয়া হল। মাঠে নামলেন ফইসাল। সুশান্তর পরিবর্তে নামলেন সোহেল।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: সাদিকুর গোল
৬০ মিনিট- পরপর গোল মোহনবাগাের। সাদিকুর গোলে ম্যাচের ফলাফল দাঁড়াল ৩-১।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: গোওওওলললল…..
৫৮ মিনিট- মিলাদের সেম সাইড গোলে এগিয়ে গেল বাগান। যদিও বমৌসের পাস থেকে নিজেদের গোলেই বল জড়াল ঢাকা আবাহনি।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কার্ড দেখলেন শুভাশিস
৫২ মিনিট- ফাউল করায় হলুদ কার্ড দেখলেন শুভাশিস।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কর্নার আদায় করল বাগান
৫০ মিনিট- কর্নার থেকে গোল করবে পারবে বাগান? না হল না। বল বিপদমুক্ত করলেন আবাহনীর ফুটবলাররা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু
৪৬ মিনিট- দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হল। গোল সংখ্যা বাড়িয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাগান শিবির, সেটাই দেখার বিষয়।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: হাফ টাইম
৪৫+২- প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ১-১। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়িয়ে ম্যাচ জিততে মরিয়া জুয়ান ফেরান্দোর শিষ্যরা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: আবার গোল হজম করছিল বাগান
৪৫+১ মিনিট- আরেকটু হলেই গোল হজম করছিল মোহনবাগান। বার পোস্টে লেগে বল ফিরে আসায় গোল আর হয়নি।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: অতিরিক্ত সময় ২ মিনিট
৪৫ মিনিট- ২ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: সহজ গোলের সুযোগ নষ্ট বাগানের
৪৩ মিনিট- প্রথম গোলের পরই মরিয়া হয়ে উঠেছে বাগান। কিন্তু গোলের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। ফের একবার সুযোগ তৈরি করে ফেলেছিলেন কামিংস। কিন্তু বল জালে জড়াতে পারলেন না তিনি।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: গোওওওলললললল
৩৭ মিনিট- পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেন জেসন কামিংস। ফলাফল ১-১।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: পেনাল্টি আদায় করে নিল বাগান
৩৬ মিনিট- পেনাল্টি আদায় করে নিল বাগান। বক্সের মধ্যে ফাউল। কার্ড দেখলেন ত্রিপুরা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কর্নার আদায় করল মোহনবাগান
৩৩ মিনিট- কর্নার আদায় করে নিল বাগান। গোল হবে? না…. গোল হল না। ক্লিয়ার করে দিলেন আবাহনির ফুটবলাররা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: ভুলভাল পাসিং ফুটবল বাগানের
৩১ মিনিট- প্রায় ৩০ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। মাঝে মধ্যেই আক্রমণ বাড়াচ্ছে বাগান শিবির। কিন্তু ঠিক ঠাক জায়গায় পাস দিতে পারছে না তারা। ফলে যা হওয়ার তাই হচ্ছে। সুযোগ তৈরি হচ্ছে বটে, কিন্তু তা কোনও ভাবেই কাজে লাগছে না।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: আক্রমণ বাড়াচ্ছে মোহনবাগান
২৮ মিনিট- শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গিয়েছে মোহনবাগান। ফলে বেশ কিছুটা চাপে রয়েছে ফেরান্দোর দল। তবে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু ভুলভাল পাস দিয়ে কিছুটা হলেও ছন্দ হারাচ্ছে বাগান।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: গোল খেয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান
১৭ মিনিটের মাথায় গোল হজম করল মোহনবাগান। বিশালের ভুলের সুযোগ নিয়ে বাগানের জালে বল জড়ান আবাহনীর কর্নেলিয়াস এজেকিয়েল।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: হলুদ কার্ড দেখলেন ডেভিড
৯ মিনিটের মাথায় হুগো বৌমসকে ফাউল করার দায়ে হলুদ কার্ড দেখেন ডেভিড। মোহনবাগানের ফুটবলারদের পায়ে বেশিক্ষণ বল রাখতে দিচ্ছে না ঢাকা।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: রেফারির বাঁশিতে ম্যাচ শুরু
রেফারির রেফারির বাঁশিতে ম্যাচ শুরু। আবাহনী ব্লু জার্সিতে মাঠে নামে। ২ মিনিটের মাথায় লেফট উইং ধরে কোলাসো আবাহনীর অর্ধে পৌঁছে যান। বল ঠেলে দেন বক্সে কামিংসের পায়ে। জোরালো শট নিতে পারেননি কামিংস। সহজেই আক্রমণ প্রতিহত করেন গোলকিপার।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: আবাহনীর প্রথম একাদশ
শাহিদুল আলম, সুশান্ত ত্রিপুরা, মহম্মদ হৃদয়, কর্নেলিয়াস এজেকিয়েল, মুজাফ্ফরজন মুজাফ্ফরভ, ইউসেফ মহম্মদ, ওজোকাউ ডেভিড, এমডি আসাদুজ্জামান বাবলু, এমেকা, মিলাদ সোলেইমানি, মহম্মদ রহমত মিয়াঁ।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ, আশিস রাই, আনোয়ার আলি, হেক্টর ক্যান্টন, শুভাশিস বোস (ক্যাপ্টেন), অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো, হুগো বৌমস, জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু।পরিবর্ত- আর্শ, মনবীর, আশিক, গ্লেন, ফরদিন, কিয়ান, নামতে, অভিষেক, রানা, সুমিত, সুহেল, এঙ্গসন।অভিষেক হচ্ছে হেক্টরের।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কাদের হারিয়ে প্লে-অফে আবাহনী?
২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়র লিগে রানার্স হওয়ার সুবাদে এএফসি কাপ ২০২৩-২৪ প্রিলিমিনারি কোয়ালিফাইং স্টেজে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে ঢাকা আবাহনী। তারা মলদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে মোহনবাগানের বিরুদ্ধে প্লে-অফ খেলার সুযোগ পেয়ে যায়।
Mohun Bagan vs Dhaka Abahani Live Score: কাদের হারিয়ে প্লে-অফে মোহনবাগান?
গত সপ্তাহে এএফসি কাপের প্রলিমিনারি কোয়ালিফাইং রাউন্ডে নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়ে দেয় মোহনবাগান। ফলে তারা যোগ্যতা অর্জন করে সাউথ এশিয়া জোন প্লে-অফ ম্যাচের। প্লে-অফে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। উল্লেখ্য, ২০২২-২৩ মরশুমে আইএসএল জয়ের সুবাদে এএফসি কাপের কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।