আলবেনিয়ার আন্তর্জাতিক ফুটবলার আর্মান্দো সাদিকুর সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে এফসি গোয়া। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট স্ট্রাইকারকে নিজেদের দলে চূড়ান্ত করতে পারে এফসি গোয়া। চুক্তি স্বাক্ষর করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন হতে পারে শীঘ্রই। আসলে গত কয়েক মাস ধরেই দল বদলের বাজারে বারবার উঠে এসেছে আর্মান্দো সাদিকুর নাম।
আরও পড়ুন… Euro 2024 Final: রেকর্ড চতুর্থবার ইউরোপ সেরা স্পেন, ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে
তথ্য বলছে মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গে আরও একটি মরশুমের চুক্তি রয়েছে এই আলবেনিয়ান ফরোয়ার্ডের। কিন্তু শেষ মরশুমে সবুজ-মেরুন জার্সিতে সে ভাবে সফল হতে পারেননি তিনি। সেই কারণেই নতুন মরশুমে তাঁকে দলে রাখার জন্য খুব একটা আগ্রহী ছিল না মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। শোনা গিয়েছিল নতুন ক্লাব খুঁজছেন সাদিকু। এমন সময় ভেসে উঠল এফসি গোয়ার নাম।
আরও পড়ুন… ভারত যদি Champions Trophy 2025 খেলতে পাকিস্তানে না যায় তাহলে… BCCI ও ICC কে হুমকি দিচ্ছে PCB-রিপোর্ট
আগে থেকেই শোনা যাচ্ছিল আসন্ন নতুন ফুটবল মরশুমে মোহনবাগান ছেড়ে দিতে পারেন সাদিকু। জানা গিয়েছিল অন্য ক্লাবের সঙ্গে তাঁর কথা চলছিল, হয়তো নতুন মরশুমে নতুন ক্লাবের জার্সি গায়ে তুলতে চলেছেন এই তারকা ফুটবলার। সেই মতো অনেক আগে থেকেই তাঁকে পাওয়ার জন্য আগ্ৰহ দেখিয়ে ছিল পঞ্জাব এফসি। সেই মতো প্রাথমিক কথাবার্তাও নাকি শুরু হয়েগিয়েছিল। এই ফুটবল ক্লাব নাকি সাদিকুকে নেওয়ার বিষয়ে অনেকটা এগিয়েও গিয়েছিল। পরবর্তীতে এই হাইপ্রোফাইল ফুটবলারকে পাওয়ার জন্য মাঠে নেমেছিল কেরালা ব্লাস্টার্স। এরপরেই সাদিকুকে পেতে মাঠে নেমে পড়ে এফসি গোয়ার মতো ভারতীয় ফুটবলের শক্তিশালী দল। শুরু হয় কথাবার্তা, চুক্তি নিয়ে নতুন নতুন কথা।
আরও পড়ুন… শর্ট ফাইন থেকে থ্রো করে নন স্ট্রাইকার এন্ডে রাজাকে রান আউট করলেন শিবম! দেখুন চমকপ্রদ ভিডিয়ো
যদিও অনেকেই মনে করেছিলেন আসন্ন মরশুমে হয়তো পঞ্জাব এফসি ক্লাবেই খেলতে দেখা যাবে আলবেনিয়ার এই ফুটবলার আর্মান্দো সাদিকুকে। এর কারণ হল একটা সময় আর্মান্দো সাদিকুকে দলে নিতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল পঞ্জাব এফসি। কিন্তু এবার আর্মান্দো সাদিকুকে নিয়ে দল বদলের বাজারে সকলকে টেক্কা দিতে এগিয়ে এসেছে এফসি গোয়া। জানা গিয়েছে, সবুজ-মেরুন ছেড়ে মানালো মার্কেজের এফসি গোয়ায় সই করতে চলেছেন আর্মান্দো সাদিকু। কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই মোহনবাগানের এই বিদেশি ফরোয়ার্ডের কাছে চুক্তিপত্র চূড়ান্ত করতে চাইবে এফসি গোয়া। যা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে ও গোয়ান ফুটবলপ্রেমীদের কাছে বড়সড় চমক হতে চলেছে। তবে এখন মোহনবাগানের রিলিজের অপেক্ষায় রয়েছে এফসি গোয়া ও আর্মান্দো সাদিকু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।