বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আনোয়ারের পরিপূরক পেয়ে গিয়েছেন মোহনবাগানের নতুন কোচ! জেতা মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন মোলিনা?

আনোয়ারের পরিপূরক পেয়ে গিয়েছেন মোহনবাগানের নতুন কোচ! জেতা মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন মোলিনা?

জেতা মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন জোসে মোলিনা? (ছবি-এক্স আইএসএল)

শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর প্রথম ম্যাচে চার মিনিটের মাথায় প্রাক্তন বাগান ডিফেন্ডার তিরির নিজ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এরপরে গোল হজম এবং শেষে ড্র করে এক পয়েন্ট সংগ্রহ। দলের পারফরমেন্স থেকে আনোয়ার আলির অভাব, সবকিছু নিয়ে মুখ খুললেন মোহনবাগানের কোচ জোসে মোলিনা।

শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর প্রথম ম্যাচে চার মিনিটের মাথায় প্রাক্তন বাগান ডিফেন্ডার তিরির নিজ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এরপরে সবুজ-মেরুন বাহিনী ব্যবধান দ্বিগুন করে নেয় ২৮ মিনিটের মাথায়। বাগাের হয়ে ম্য়াচের দ্বিতীয় গোলটি করেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। ৭০ মিনিটের মাথায় ভুলের প্রায়শ্চিত্ত করে মুম্বইকে প্রথম গোল এনে দেন তিরি এবং ৯০ মিনিটের মাথায় ক্রুমার গোল। এর ফলে মোহনবাগানের প্রায় জেতা ম্যাচটা নাকের সামনে থেকে নিয়ে চলে যায় মুম্বই সিটি এফসি এবং এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয় মোহনবাগানকে।

নিজেদের খেলা নিয়ে কী বললেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে মোলিনা?

প্রথম ম্যাচে দলের জয়ের দোরগোড়া থেকে ফিরে আসাটাকে মোটেই ভাল ভাবে নিচ্ছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে মোলিনা। এদিনের ম্যাচে ড্রয়ের পর মোলিনা সাংবাদিকদের বলেন, ‘আমাদের দল খারাপ ফুটবল খেলেনি। কিন্তু কয়েকটা ভুল করে ফেলেছে। এই ভুল গুলো শোধরাতে হবে। ছেলেরা ভালো খেলছে, আরও ভালো খেলার চেষ্টা করছে। আমরা জয়ের দোরগোড়ায় ছিলাম। কিন্তু কিছু ভুলের জন্য সেটা সম্ভব হয়নি। এই ভুলগুলো বারবার করলে চলবে না।’

আরও পড়ুন… ভিডিয়ো: আমি লুচি পছন্দ করি- টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পছন্দের ভারতীয় খাবারের নাম বললেন মর্নি মর্কেল

মুম্বই সিটি এফসি-র শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের প্রশংসা করেন জোসে মোলিনা। তিনি বলেন, ‘মুম্বই দলের প্রাক মরশুম প্রস্তুতি আমাদের চেয়ে অনেক ভালো হয়েছে বলেই মনে হচ্ছে। আসলে ওদের কোচ একই আছে। তাই ফুটবলাররা কোচর কৌশল ভালো ভাবে রপ্ত করে নিতে পেরেছে। আমি এই দলে নতুন। এখনও আমার কৌশল বোধহয় ছেলেরা সবাই ঠিকমতো বুঝতে পারেনি। তবে আজকের ম্যাচে আমরা বুঝে নিলাম, কোন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি। পরের ম্যাচের আগে আশা করি, এগুলো শুধরে নিয়ে মাঠে নামতে পারব। আশা করি, পরের ম্যাচে আমরা আজকের চেয়ে ভালো খেলব।’

হারের জন্য নিজেকেই দোষী বললেন মোহন কোচ-

গত চারটি ম্যাচে দলের ন’টি গোল খাওয়া প্রসঙ্গ উঠলে সবুজ-মেরুন কোচ বলেন, ‘এটা মোটেই ভালো নয়। আমি মোটেই এতে খুশি নই। এ জন্য হয়তো আমিই দোষী। আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে। ওরা যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব।’

আরও পড়ুন… প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিত শর্মার সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল

দলের কোথায় কোথায় উন্নতির দরকার?

দলের অ্যাটাকারদের কাছ থেকেও তিনি আরও বেশি প্রত্যাশা করেন, এ কথা জানাতে ভোলেননি মোহনবাগানের কোচ। জোসে মোলিনা বলেন, ‘ওদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা রয়েছে আমার। দিমি, জেসন, ম্যাকলারেন যখন খেলবে, তখন ওরা যে কোনও ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। তাই ওদের কাছ থেকে আমি আরও বেশি কিছু চাই। সে জন্য ওদের আমি সাহায্য করছি। ওরাও খাটছে। কিন্তু সত্যিটা হল, ম্যাচে ওদের আরও বেশি দিতে হবে। আমি নিশ্চিত, যত সময় গড়াবে ওরা আরও ভালো পারফরম্যান্স দেখাবেন।’

ম্যাচের শেষ মুহূর্তে সবুজ-মেরুন ফুটবলাররা এমন খেলল কেন? মোহনবাগান ফুটবলারদের মনসংযোগ মোলিনা বলেন, ‘আমার মনে হয় না, শেষ মুহূর্তে মনসংযোগে কোনও ব্যাঘাত ঘটেছিল। আমাদের ভুল কাজে লাগিয়ে গোল করেছে ওরা। এটা ওদেরই কৃতিত্ব। গোল খাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। আশা করি, পরের ম্যাচে এই সমস্যা হবে না।’

আরও পড়ুন… Diamond League final: জীবনের বিশেষ দিনে হতাশ হলেন অবিনাশ সাবলে, নজর এখন নীরজ চোপড়ার দিকে

দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে কী বললেন মোহন কোচ?

দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে অবশ্য খুশি হলেও নিজেদের ভুল স্বীকার করেনিলেন স্প্যানিশ কোচ। জোসে মোলিনা বলেন, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। মুম্বইয়ের পজিশন আমাদের চেয়ে বেশি থাকতে পারে। হয়তো সেকেন্ড বল জেতায় ওরা আমাদের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু আমরা ভালো ডিফেন্স করেছি। আমরা গোলের সুযোগও ওদের চেয়ে বেশি তৈরি করেছি। কিন্তু আমাদের ভুল ওরা কাজে লাগিয়ে দুটো গোল করেছে।’

মোহনবাগানে কে হবে আনোয়ার আলির পরিপূরক?

এদিকে আনোয়ার আলিকে নিয়েও বড় মন্তব্য করেছেন জোসে মোলিনা। আসলে গত মরসুমে যে জায়গায় আনোয়ার আলি খেলতেন, সেই জায়গায় খেললেন দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু খেলায় খুশি মোহন কোচ। ম্যাচের পরে তিনি বলেন, ‘দীপেন্দুর খেলায় আমি খুশি। ও ডুরান্ড কাপে কয়েকটা ম্যাচে খেলেছিল। তখনই ঠিক করি ওকে আইএসএলে খেলাব। প্রথম ম্যাচে ওর পারফরম্যান্স ভালো। আনোয়ার আলির চলে যাওয়ার পর একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাক খুঁজে বার করা মোটেই সহজ ছিল না। দীপেন্দুকে ঠিকমতো তৈরি করতে পারলে আমরা আইএসএলে এক জন ভালো ডিফেন্ডার পেতে পারি। আক্রমণেও একজন বাড়তি বিদেশি খেলোয়াড় পেতে পারি। দীপেন্দু পরিশ্রমী ছেলে। নিজেকে প্রমাণ করতে চায়। ওকে ভবিষ্যতেও খেলাব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফলাফলই বলে দিচ্ছে কোন দল ভালো… ভারত-পাক দ্বৈরথ নিয়ে সাফ জবাব প্রধানমন্ত্রীর 'বিশ্বের যেখানেই জঙ্গি হামলা হোক না কেন, তার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র মিলবেই' ৩১ মার্চের পর ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল, বাড়বে সম্মান, বিনিয়োগেও হবে বিপুল লাভ IND vs WI IML 2025 Final Live: মাস্টার্স লিগের ফাইনালে টস হারলেন সচিন ঢাকার শপিং মলে গ্রেফতার ‘সন্ত্রাসী’, টাকা দিয়ে ছাড়িয়ে আনবেন, বললেন স্ত্রী! চড়ছে পারদ, শরীর হাইড্রেটেড রাখতে এখন থেকেই করুন এই ৫ অভ্যাস সুদীপ বন্দ্যোপাধ্য়ায় কি অসুস্থ? কুণালের দাবি ওড়ালেন নয়না, 'ওর স্ত্রীর কাছে…' জলে সারা রাত ভিজিয়ে রাখুন এই বিশেষ জিনিস, সকালে খান খালি পেটে, গলে যাবে সব মেদ না কেটে উপর থেকে দেখেই চেনা যায় পাকা ও রসালো তরমুজ, জানুন ৫ টিপস সোমবারই ক্যাম্পাসে যেতে পারেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য

IPL 2025 News in Bangla

IPL 2025: মহিলা ভক্তের দিনটাই যেন রঙিন করে দিলেন কোহলি, কীভাবে? নিজেরাই দেখে নিন মেগা নিলামে অবিক্রিত ছিলেন,তবে LSG-তে অনুশীলনে দেখা মিলল শার্দুলের, ভাগ্য খুলবে? IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের আমি টেস্ট খেলতে চাই কিন্তু… লাল বলের ক্রিকেট নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী? কী খেয়েছি? এ বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন… কাকে তুলোধনা করলেন কোহলি? WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.