ডার্বির আগেই বড় চিন্তায় মোহনবাগান সুপার জায়ান্ট দল। ডার্বি ম্যাচের আগে হাতে রয়েছে মাত্র ২দিন সময়। শনিবারই বড় ম্যাচ। আর তাঁর আগেই বুধবার মাঝমাঠের বড় ভরসা অনিরুদ্ধ থাপা চোট পেলেন অনুশীলনে। শেষ কয়েক সপ্তাহে মাঝমাঠের বড় ভরসা হয়ে উঠেছিলেন জাতীয় দলের এই ফুটবলার। কিন্তু ডার্বিতে তাঁকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হল।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
বুধবার অনুশীলনে বড় চোট পেলেন অনিরুদ্ধ থাপা। চোটের গুরুত্ব এতটাই ছিল যে পরে আর সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি। শুধু অনুশীলন করাই নয়, তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন না। যার ফলে ডার্বি ম্যাচে তাঁর খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল।
আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
এমনিতেই মোহনবাগান দলে চোটাঘাত রয়েছে বেশ কয়েকজন ফুটবলারের। আশিক কুরুনিয়ান নেই ডার্বিতে। পেত্রাতোসও ফিট হয়ে উঠছেন। স্টুয়ার্ট হয়ত ডার্বিতে বহুদিন পর প্রথম একাদশে শুরু করবেন। শেষ কয়েকটা ম্যাচে তিনি সেভাবে নিজের সেরা দিয়ে খেলতে পারেননি, শেষ লগ্নে নামানো হয়েছিল চোটের জন্য।
বুধবার সকালে যুবভারতীয় ট্রেনিং গ্রাউন্ডে সিচুয়েশন প্র্যাকটিস অর্থাৎ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানো হচ্ছিল। তখনই থাপার পা থেকে বল ছিনিয়ে নিতে গিয়ে তাঁকে ট্যাকেল করেন তরুণ ফুটবলার সৌরভ ভানওয়াল। তখনই অনিরুদ্ধ থাপা মাটিতে পড়ে ব্যথায় ছটফট করছিলেন। বোঝা যাচ্ছিল বিষয়টা ভোগাতে পারে, দলকে। আর সেই আশঙ্কাই সত্যি হল যখন দেখা গেল সতীর্থ মনভীর সিং তাঁকে গাড়িতে উঠতে সাহায্য করছেন।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
অনুশীলন শেষে তিনি যখন বেরিয়ে এলেন তখন পায়ে কোনও ব্যান্ডেজ লাগানো না থাকলেও, গাড়ি ওঠার সময় দেখা গেল থাপাকে সাহায্য করলেন মনভীর। সেক্ষেত্রে থাপা খেলতে না পারলে, আবার কম্বিনেশনে বদল আনতে হবে মোলিনাকে। সেক্ষেত্রে সাহালকে মাঝে আনবেন তিনি। দুই প্রান্তে লিস্টন মনবীরকে রাখবেন। স্টুয়ার্ট আর ম্যাকলারেনকে সামনে খেলাবেন।
আরও পড়ুন- ISL - ১১তারিখ ডার্বি হচ্ছে না কলকাতায়! সরতে পারে ভুবনেশ্বরে! FSDLর দিকেই তাকিয়ে মোহনবাগান
সাহাল গত কয়েকটা ম্যাচেই নজর কেড়েছেন নতুন পজিশনে। তিনি মাঠ জুড়ে খেলছেনও । কিন্তু থাপার চোটো মোলিনার ডার্বি প্ল্যানিং ধাক্কা খেল। এদিনই এমআরআই করা হয়েছে অনিরুদ্ধ থাপার চোটের জায়গায়। রিপোর্ট আসলে বোঝা যাবে ডার্বিতে এই ভারতীয় ফুটবলার খেলতে পারবেন কিনা। হাতে দুদিন সময় থাকায় থাপাকে নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছে না বাগান টিম ম্যানেজমেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।