ডুরান্ড কাপ থেকে হেরে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। লালহলুদ শিবির শিলং লাজংয়ের বিপক্ষে হারের সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে ডুরান্ড কাপের একটি সেমিফাইনাল সরিয়ে নেওয়া হল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে শিলংয়ে খেলতে গেছিল ইস্টবেঙ্গল দল, সেখানে জিততে ব্যর্থ হয় তাঁরা। ১-২ গোলে পরাস্ত হন ক্রেসপো-দিয়ামানতাকোসরা। কদিন আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যাও বা লড়াই দিয়েছিলেন লালহলুদ ফুটবলাররা, তাঁর অর্ধেকও শিলংয়ে দিতে পারেনি ইস্টবেঙ্গল, নাহলে সহজেই তাঁদের সেমিতে চলে যাওয়ার কথা ছিল। এই আবহেই এবার কলকাতা থেকে ডুরান্ড কাপের একটি সেমিফাইনাল সরে গেল শিলংয়ে, সেখানেই হবে উত্তরপূর্বের ডার্বি ম্যাচ।
বুধবার ইস্টবেঙ্গলকে অপ্রত্যাশিতভাবেই হারিয়ে দেয় শিলং লাজং। এদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দলকে হারায় নর্থইস্ট ইউনাইটেড ক্লাব। অর্থার সেমিফাইনালে মুখোমুখি হবে উত্তরপূর্বেরই দুই দল। নর্থইস্ট ইউনাইটেড দল আইএসএলে খেললেও শিলং লাজং ভারতের সেরা লিগে খেলার সুযোগ পায়না। তবে উত্তরপূর্বের ডার্বিতে বরাবরই ভিড় হয়। কারণ ডুরান্ড বা সুপার কাজ ছাড়া সেভাবে দুই দল মুখোমুখি হয়না। তাই এবারের ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শিলংয়ে। ২৫ অগাস্ট হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ হবে ২৬ অগাস্ট।
একটি সেমিফাইনাল ম্যাচ শিলংয়ে সরে গেলেও ডুরান্ড কাপের অপর সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা কলকাতাতেই। শুক্রবার রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেখানে পঞ্জাব এফসির মুখোমুখি হবে তাঁরা, সেই ম্যাচ জিততে পারলে কলকাতেই শেষ চারের ম্যাচে খেলতে পারবে পেত্রাতোস, ম্যাকলারেনরা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের জেরে কলকাতায় কদিন আগে অশান্তি ছড়িয়েছিল। এরপর ১৮ অগাস্টের ডার্বি বাতিল করা হয়, কোয়ার্টার ফাইনাল ম্যাচও বাইরে খেলছে দুই প্রধান।
আরও পড়ুন-‘ভালো টাকা পেলে,আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব’! বায়োপিক নিয়ে বললেন রাহুল দ্রাবিড়!
যদিও ডুরান্ড কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটি মাত্র সেমিফাইনাল ম্যাচই সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অপর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতাতেই। মোহনবাগান কোয়ার্টার ফাইনালে জিতলে তাঁরা সেমিফাইনাল ম্যাচ খেলবে কলকাতায় ২৭ অগাস্ট, অন্যদিকে ফাইনাল ম্যাচ হবে ৩১ অগাস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।