আবারও একবার ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই দেখা থেকে ব্রাত্য থাকতে চলেছে কলকাতার জনগণ। চলতি মরশুমের প্রথম ডার্বিটি বাতিল করা হয়েছিল। এবার দ্বিতীয় ডার্বি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে। প্রথমে ভুবনেশ্বর বা জামশেদপুরে আয়োজনের কথা থাকলেও বর্তমানে এগিয়ে রয়েছে গুয়াহাটি। যদিও এখনও পর্যন্ত ডার্বির ভেন্যু বদলের বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি FSDL-এর তরফে। ১১ জানুয়ারির ডার্বি যে কলকাতা থেকে সরতে চলেছে সেই বিষয়টা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। মূলত গঙ্গাসাগর মেলা থাকায় পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়। তবে ম্যাচটি কলকাতায় আয়োজনের পুরো চেষ্টা করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
জানুয়ারির ৮-৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। সেই সময় পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য প্রায় ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। ফলে আলাদা করে এতো বড় হাই ভোল্টেজ ম্যাচ আয়োজন করাটা সম্ভব নয় কোনও ভাবেই। একটা সময় তারিখ বদলের কথাও শুরু হয়েছিল। কিন্তু তা করতে রাজি নয় FSDL। তারা নির্ধারিত সূচি মেনে ISL এগিয়ে যাওয়ার পক্ষে ছিল। সেই মতো শুরু হয় বিকল্প ভেন্যুর সন্ধান। প্রথমে দিল্লি, ভুবনেশ্বর এবং জামশেদপুর নিয়ে আলোচনা শুরু হয়। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদিও ভুবনেশ্বরকে বেশি প্রাধান্য দিয়েছিল। তার একটাই কারণ, কলকাতার থেকে কাছে। তবে সেখানে সরকারি অনুষ্ঠান রয়েছে, যা শেষ হবে ১০ জানুয়ারি। ফলে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে খেলা সরাসরি সম্প্রচার করার জন্য ক্যামেরা সেট আপ করার সম্ভব নয়।
অন্যদিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে। সেই জন্য সেখানে ম্যাচ খেলতে চাইছিল না তারা। শেষ পর্যন্ত জানা যাচ্ছে দিল্লির থেকে গুয়াহাটিতে বেশি বাঙালি রয়েছে বলে ভেন্যু হিসেবে সেটাকেই বেছে নেওয়া হতে পারে। ১০ জানুয়ারি ওই একই মাঠে নর্থইস্ট ইউনাটেড বনাম পঞ্জাব এফসির ম্যাচ রয়েছে। ফলে আলাদা করে লাইভ সম্প্রচারের জন্য ক্যামেরা লাগানোর বিষয় থাকবে না। সেই কারণেই এগিয়ে রয়েছে গুয়াহাটি। আশা করা হচ্ছে আজ কালের মধ্যেই এই বিষয়ে সরকারি ভাবে ঘোষণা করা হয়ে যেতে পারে। কিন্তু এতে মোটেও খুশি নয় কলকাতার ফুটবল প্রেমীরা। এক মরশুমে দু’বার ডার্বি দেখা থেকে বঞ্চিত হয়ে বেশ হতাশ তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।