বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া, ফাইনাল হেরে মেডেল ছুড়ে দিলেন মরিনহো

সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া, ফাইনাল হেরে মেডেল ছুড়ে দিলেন মরিনহো

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া (ছবি-এএফপি) (AFP)

সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি তুলে ধরেছিল সেভিয়া। ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা।

সপ্তমবারের মতো উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি তুলে ধরেছিল সেভিয়া। ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার (৩১ মে) রাতের ফাইনালে রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনেই খেলা শেষ হয়। শিরোপা নির্ধারণী ম্যাচে রোমার শুরুটা ছিল দারুণ। রক্ষণাত্মক খোলস থেকে বেরিয়ে এসে প্রথম মিনিট থেকেই সেভিয়াকে চাপে রাখে তারা। আক্রমণের পাশাপাশি রক্ষণটাও ছিল তাদের নিয়ন্ত্রণেই। তাই সুযোগ আসতে দেরি হয়নি। একাদশ মিনিটে দুর্দান্ত এক সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনার্দো স্পিনাৎসোলা। ডি-বক্সের ভিতর আনমার্ক এই ইতালিয়ান ডিফেন্ডারের শট ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক।

আরও পড়ুন… ধোনির জন্যই স্মরণীয় হয়ে থাকবে IPL 2023, এরকম রোশনাই আগে দেখিনি, মন্ত্রমুগ্ধ রামিজ রাজা

ম্যাচের প্রথম আধাঘণ্টায় সেভিয়া গোল তো দূরে থাক, গোলের জন্য কোনও শটই নিতে পারেনি। এদিকে ম্যাচের ৩২ মিনিটে নিজেদের প্রাপ্য গোলটা পেয়েই যায় রোমা। গোটা পুসকাস এরিনাকে জাগিয়ে তোলেন পাওলো দিবালা। গিয়ানলুকা মানচিনির দারুণ এক পাস থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে ডি-বক্সের ভেতর থেকে অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন দিবালা। এই গোলের সঙ্গে পুরো গ্যালারি যেন উল্লাসে ফেটে পড়ে। রোমা সমর্থকদের উৎসবের ধোঁয়ার রেশ মাঠেও দেখা যায়। গোল খেয়ে জেগে উঠার চেষ্টা করে সেভিয়া। এ সময় ম্যাচে উত্তেজনাও তৈরি হয়।

আরও পড়ুন… WTC ফাইনালে জার্সি স্পনসর ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া!

বিরতির পর চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া। ৬৭তম মিনিটে দারুণ দুটি সুযোগ নষ্ট হয় রোমার। প্রথমে ট্যামি আব্রাহামের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর কাছ থেকে ইবানেসের শট হয় লক্ষ্যভ্রষ্ট। আট মিনিট পর রোমার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ইবানেসের ট্যাকলে লুকাস ওকাম্পোস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রবল প্রতিবাদ জানায় রোমার খেলোয়াড়রা, ডাগআউটে মরিনিয়ো। ভিএআর মনিটরে দেখে অবশ্য সিদ্ধান্ত পাল্টান রেফারি। পরে ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে মুহূর্তের ব্যবধানে তিনটি ভালো সুযোগ পায় সেভিয়া। কিন্তু কেউ কাজে লাগাতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আরও পড়ুন… WTC ফাইনালের আগে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া? ওভালের বাইশ গজে ভারতীয় পিচের গন্ধ পাচ্ছেন স্মিথ

অতিরিক্ত সময়েও কোনও গোল না আসায় খেলা যায় টাইব্রেকারে। প্রথম টাইব্রেকারে দুদলই জালে বল জড়ায়। সেভিয়া দ্বিতীয় এবং তৃতীয় পেনাল্টিতেও গোল আদায় করে নেয়। কিন্তু রোমার ফুটবলাররা বোনো ইয়াসিনের দেওয়াল ভেদ করতে পারেনি। মরক্কান গোলরক্ষকের হাত ধরে জয়টা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল সেভিয়ার। চতুর্থ পেনাল্টিতে বাকি কাজটা সারেন আর্জেন্তাইন মন্তিয়েল। তার পেনাল্টির সঙ্গে সঙ্গে জেগে ওঠে পুরো পুসকাস এরিনা।

নির্দিষ্ট সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় খেলা যায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফলাফল না আসায় টাইব্রেকারে গড়ায় খেলা। বোনো ইয়াসিনের দুর্দান্ত কিছু সেভের কাছে শেষমেশ হেরে যায় রোমা। মরিনহো স্বাদ পান ইউরোপীয় লিগে প্রথম ফাইনাল হারের। ইউরোপীয় লিগগুলোতে এর আগে পাঁচটি ফাইনাল খেলেছে মরিনহোর দল। কখনও তাতে হারেনি পর্তুগিজ কোচের দল। গত মরশুমে রোমাকে কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবারই প্রথমবার সেভিয়ার বিপক্ষে হারতে হল তার দলকে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

হারের বিষয়টি হয়তো ঠিক মানতে পারেননি পর্তুগিজ কোচ। তাইতো রানার্সআপের মেডেলটা আর নিজের কাছে রাখলেন না। পুরস্কারটা পেয়ে ছুড়ে দিলেন গ্যালারির দিকে। মরিনহোর মেডেলটা অবশ্য হারিয়ে যায়নি। সেটা পেয়েছেন মাঠে উপস্থিত তরুণ এক ভক্ত। মরিনহোর মেডেলটা পেয়ে বেশ খুশিই দেখা গেছে সেই ভক্তকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের আজকের দিন কেমন কাটবে? ১৯ ফেব্রুয়ারির রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ১৯ ফেব্রুয়ারি ২০২৫র রাশিফল রইল এই ৫ বদভ্যাসে ক্ষতি হতে পারে দাঁতের! যত্ন নিতে রইল কিছু টিপস বুধে ১৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, চলবে রবি পর্যন্ত, কোথায় কোথায়? পারদ পড়বে? বেন কারানের সেঞ্চুরি, আয়ারল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে, ODI সিরিজ জিতল জিম্বাবোয়ে 'তুমি যে ঘরে কে তা জানত…' ক্যাম্পের দুয়ারে বাঘ মামা, ছবি দেখে কী বলছে নেটপাড়া? আশীর্বাদের অছিলায় বিকৃত যৌন নিগ্রহ! ভণ্ড গুরুকে ১৪ বছরের জন্য হাজতে পাঠাল আদালত বাংলাদেশের যুব সমাজকে ‘ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং’ দেওয়ার আলোচনায় ঢাকা! ভারতীয় দলে জায়গা পাকা করতে County Championship-এর এসেক্সে নাম লেখালেন শার্দুল DA-তে খরচ ২ লাখ কোটি টাকা! দাবি মমতার, পালটা হিসাব বোঝালেন সরকারি কর্মীদের নেতা

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.