এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা প্রথম ভারতীয় দল হিসাবে এয়ার ফোর্সকে হারিয়ে করেছিল মুম্বই সিটি এফসি। তবে সেই ঐতিহাসিক জয় শেষমেশ কোনও কাজেই এল না। সৌদির আল শাবাবের বিরুদ্ধে হাফ ডজন গোল খেয়ে গ্রুপ পর্বেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল গত মরশুমের আইএসএলের শিল্ড জয়ীরা।
ম্যাচের ১৯ মিনিটেই হাট্টান বাহব্রির গোলে পিছিয়ে পড়ে মুম্বই। তার ১০ মিনিট পর, মুম্বই অধিনায়ক মুর্তাদা ফল আত্মঘাতী গোল করে বসেন। কার্লোস জুনিয়রের বল ক্লিয়ার করতে গিয়ে তা গোলের জালে নিজেই জড়িয়ে দেন ফল। প্রথমার্ধে ২-০ পিছিয়েই সাজঘরে ফেরে মুম্বই। প্রথমার্ধের মতো সৌদির ক্লাব দ্বিতীয়ার্ধটাও দাপুটে মেজাজে শুরু করে। আব্দুলাহ আল জুই দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মধ্যেই আল শাবাবের হয়ে তৃতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দিয়েছিলেন। মুম্বইয়ের কাছে লড়াইটা ছিল সম্মানের। তবে সেটাও হল না।
১২ মিনিটের ব্যবধানে আব্দুলাহ আল-জুই নিজে গোল করার পাশাপাশি, বাহব্রিকে দিয়ে একটি গোলও করান। নিজের দ্বিতীয় গোলের মাত্র মিনিট দুয়েক পরেই রাহুল ভেকেকে ঘোল খাইয়ে, হাফ ভলিতে ম্যাচের সেরা গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন বাহব্রি। ম্যাচ শেষের নয় মিনিট আগে হ্যাটট্রিক হিরো বাহব্রি অ্যাসিস্ট প্রদানকারী হয়ে উঠেন। তাঁর অ্যাসিস্ট থেকেই কার্লোস ম্যাচের ষষ্ঠ ও শেষ গোলটি করেন। লজ্জার হারে শেষ হয় মুম্বইয়ে অভিযান। অপরদিকে, শাবাব গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।