আর কোনও ভারতীয় দল যেটা কখনও করে দেখাতে পারেনি, অনায়াসে সেই কৃতিত্বই অর্জন করল মুম্বই সিটি এফসি। প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতল তারা। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে পরাজিত করে ইতিহাস গড়ে মুম্বই সিটি।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াধে ভারতীয় ফুটবলের নতুন অধ্যায় রচনা করে মুম্বই সিটি। কিং ফাহদ স্টেডিয়ামে এক গোলে পিছিয়ে পড়েও শেষমেশ ইরাকের দলকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুই দল মিলিয়ে ৩টি গোল করে। ৫৯ মিনিটের মাথায় হামাদি আহমেদের গোলে এগিয়ে যায় এয়ার ফোর্স। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটিকে ১-১ সমতায় ফেরান দিয়েগো। ৭৫ মিনিটে রাহুল ভেকে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেন। ম্যাচের বাকি সময়ে কোনও দলই নতুন করে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মুম্বই সিটি এফসি।
মুম্বই সিটি বি-গ্রুপের প্রথম ম্যাচে আল শাবাবের কাছে ০-৩ গোলে পরাজিত হয়। বৃহস্পতিবার তারা পরের ম্যাচে মাঠে নামবে আল জাজিরার বিরুদ্ধে। একই দিনে এয়ার ফোর্স লড়াইয়ে নামবে আল শাবাবের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।