শনিবার ছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)এ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ। সেই ম্যাচে মোহনবাগান ২ গোলে এগিয়ে গিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে মোলিনার দল কেমন যেন খেলা থেকে হারিয়ে যায়, আর তাতেই বাগান পরপর বাজে গোল হজম করে এবং নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া করে অ্যাওয়ে ম্যাচে।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
আপুইয়াকে হেনস্থা, বিতর্কে মুম্বই সিটি এফসি
মোহনবাগান বনাম মুম্বই ম্যাচেই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, দলের প্রাক্তন ফুটবলারকে চূড়ান্ত হেনস্থা করলেন মুম্বই সিটি এফসির খেলা দেখতে আসা সমর্থকরা। জাতীয় দলের ফুটবলারদের প্রতিও যে তাঁদের ন্যূনতম শ্রদ্ধাটুকুও নেই, সেটাই মুম্বই ফুটবল এরিনায় রণবীর কাপুরের দলের সমর্থকরা বুঝিয়ে দিলেন বলে দাবি করেছেন মোহনবাগানের ফ্যানরা।
মোহনবাগানে যোগ দিয়েছিলেন আপুইয়া
চলতি মরশুমের শুরুই মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া। তিনি জাতীয় দলেরও নিয়মিত সদস্য। মোহনবাগানেরও প্রথম একাদশের অস্ত্র। যদিও মুম্বই ম্যাচে তাঁকে শুরু থেকে খেলাননি বাগান কোচ মোলিনা। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশীদের সুযোগ দেওয়ার জন্য এই ম্যাচে আর তাঁকে মাঠেই নামাননি বাগান কোচ।
আপুইয়াকে অসম্মান করল মুম্বই সমর্থকরা
অভিযোগ উঠেছে, সেই আপুইয়াই ড্রেসিংরুমে যাওয়ার সময় অপমানিত হলেন মুম্বই সমর্থকদের দ্বারা। মুম্বইয়ের গ্যালারির দিক থেকে আপুইয়াকে উদ্দেশ্য করে ছোড়া হল নকল টাকা এবং টিকিটের টুকরো। মোহনবাগান সমর্থকদের বক্তব্য, নকল টাকা ছুড়ে মুম্বইয়ের সমর্থকরা বোঝাতে চাইলেন আপুইয়া হয়ত টাকার কাছেই মাথানত করে মোহনবাগানের হয়ে সই করেছেন। সঙ্গে মুম্বইয়ের সমর্থকরা আপুইয়াকে মধ্যমাও দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নোটে শুয়োরের মুখের আদলে আপুইয়ার মুখ বসানো হয়।
পেশার তাগিদেই বাগানে আপুইয়া
মোহনবাগান সমর্থকদের বক্তব্য, একটা কথা ভুলে গেলে চলবে না, যে বা যারা এই কাজ করেছেন তাঁরাও কোথাও না কোথাও চাকরি করেন। ফলে তাঁরাও যদি ভালো চাকরির প্রস্তাব পান, সেক্ষেত্রে নিজেজা টাকাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরনো সংস্থায় কাজ করবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ মাথায় রাখতে হবে, আপুইয়ারা পেশাদার ফুটবলার। এখনকার দিনে অনেক খেলোয়াড়ই রয়েছেন যারা সাইডে কোথাও কাজ করেন না, অতীতে যেমন রেল বা ব্যাঙ্কে কাজ করত অনেকে। তাই আপুইয়ার প্রতি এই অপমান করে আদতে ফুটবলকেই অপমান করলেন মুম্বই সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।