শুভব্রত মুখার্জি: বড়দিনের একদিন আগেই সুখবর পেল মুম্বই সিটি এফসির সমর্থকেরা। চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আইএসএলের ক্রমতালিকায় শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। ২-১ গোলে চেন্নাইয়িনকে হারিয়ে দিল তারা। ফলে বড়দিনের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল মুম্বই সিটি এফসি-র। গোটা ম্যাচে এ দিন প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনার সাক্ষী থাকল দর্শকেরা।
ম্যাচের প্রথম তিরিশ মিনিটে দুই দল বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে গোল করতে পারেনি কোনও পক্ষ। ৩৪ মিনিটে খুলে যায় গোলের মুখ। পিটার স্লিসকোভিচের গোলে ম্যাচে লিড নেয় চেন্নাইয়িন। এর পর লালিয়ানজুয়ালা ছাংতের গোলে ম্যাচে সমতা ফেরায় মুম্বই সিটি এফসি। পিছিয়ে পড়ার চার মিনিটের মধ্যেই সমতা ফেরায় তারা। বিরতিতে যাওয়ার সময়ে স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গ্রেগ স্টুয়ার্ট গোল করে মুম্বইকে এগিয়ে দেন। এর পর চেন্নাইয়ের টিমটি আর গোলের মুখ খুলতে পারেনি। মুম্বইও ব্যবধান বাড়ায়নি।
আরও পড়ুন: জর্ডনের গোলে জিতল নর্থইস্ট, ০-১ হারাল ATKমোহনবাগান
মুম্বই ফুটবল এরিনায় এই ম্যাচে জয়ের ফলে হায়দরাবাদ এফসি-কে পিছনে ফেলে ফের শীর্ষে উঠে এল মুম্বই সিটি। ম্যাচে অনবদ্য কামব্যাক করেন গ্রেগ স্টুয়ার্টরা। মুম্বইয়ের পয়েন্ট এখন ১১ ম্যাচে ২৭। তারা ৮টি ম্যাচ জিতেছে, ৩টি ড্র করেছে। এই আইএসএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি মুম্বই। হায়দরাবাদ এফসি-র পয়েন্ট ১১ ম্যাচে ২৫। তারাও ৮টিতে ম্যাচ জিতেছে। ১টি ড্র করেছে, ২টি হেরেছে। এটিকে মোহনবাগান (১১ ম্যাচে ২০ পয়েন্ট) শনিবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারলেও তিনে রয়েছে। এফসি গোয়া (১১ ম্যাচে ১৯ পয়েন্ট) রয়েছে চারে। চেন্নাইয়িন ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে থাকল। তারা ৪টি ম্যাচ জিতেছে, ২টি ড্র করেছে, ৫টিতে হেরেছে।
আরও পড়ুন: পোগবার পরিবর্ত খুঁজে নিল ATK Mohun Bagan, নতুন বছরে যোগ দিচ্ছেন সার্বিয়ান তারকা
ম্যাচের ৩৪ মিনিটে মুম্বইয়ের মুরতা ফলের ভুলের সুযোগে বল পান জুলিয়াস ডুকার। তাঁর পাস থেকেই পিটার স্লিসকোভিচ গোল করে লিড দেন চেন্নাইয়িনকে। এর ঠিক চার মিনিট পরে ফলের হেড থেকে বক্সে বল পেয়ে যান লালিয়ানজুয়ালা ছাংতে। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধে বিপিন সিং একটি নীচু ক্রস করেন। সেই বল পেয়ে জর্জে দিয়াজ ছোট্ট ব্যাকহিল করেন। সেখান থেকে বল পেয়ে যান স্টুয়ার্ট। জোরালো শটে গোল করে মুম্বইকে ২-১ এগিয়ে দেন। চেন্নাইয়িন এর পর একাধিক আক্রমণ করলেও, গোলের মুখ খুলতে পারেনি।