বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mumbai City FC vs Bengaluru FC: ইস্টবেঙ্গলের ধাক্কার পর লজ্জার হার বেঙ্গালুরুর, ৪-০ গোলে উড়িয়ে দিল মুম্বই

Mumbai City FC vs Bengaluru FC: ইস্টবেঙ্গলের ধাক্কার পর লজ্জার হার বেঙ্গালুরুর, ৪-০ গোলে উড়িয়ে দিল মুম্বই

বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলের পর জর্জ পেরেইরা (PTI)

Mumbai City FC vs Bengaluru FC: ৪-০ গোলে পরাজিত হল বেঙ্গালুরু এফসি। জর্জ পেরেইরা দিয়াজ, লালেঙ্গমাউয়া, বিপিন সিং এবং লালিয়ানজুয়ালা চাঙ্গতের গোলে জয়ী হয় মুম্বই সিটি এফসি।

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে উড়িয়ে দিল মুম্বই সিটি এফসি। ৪-০ গোলে পরাজিত হয় বেঙ্গালুরু। জর্জ পেরেইরা দিয়াজ, লালেঙ্গমাউয়া, বিপিন সিং এবং লালিয়ানজুয়ালা চাঙ্গতের গোলে জয়ী হয় মুম্বই। আইএসএল লিগ টেবিলে মুম্বই এখন হায়দ্রাবাদের ঠিক নীচে - দ্বিতীয় স্থানে। অন্যদিকে বেঙ্গালুরু এফসির অবস্থান লিগ টেবিলের ১০ নম্বরে থাকল।

শুরু থেকেই ম্যাচের দখল ছিল মুম্বইয়ের দখলে। ম্যাচের দুই মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে লালেঙ্গমাউয়া ডান পায়ে একটি শট নেন। একটুর জন্য হাতছাড়া হয় সেই সুযোগ। বেঙ্গালুরুও খেলায় গতি ফেরানোর চেষ্টা চালিয়ে যায়। তবে মুম্বই ম্যাচের দখল নিজেদের হাতেই রেখেছিল। তারইমধ্যে ১৪ মিনিটে জর্জ পেরেইরার গোলে এগিয়ে যায় মুম্বই। ১৬ মিনিটের মাথায় আবারও আক্রমণে ওঠে মুম্বই। মুম্বইয়ের পতন রুখে দেন বেঙ্গালুরুর গোলরক্ষক।

তবে এদিন বেঙ্গালুরুকেও বারবার আক্রমণে ওঠার চেষ্টা করতে দেখা গেছিল। রয় কৃষ্ণার পাসে বাঁ পায়ে একটি শট নেন জাভি। শট রুখে দেন লাচেনপা।এইদিন মুম্বই তাঁদের ৪-৩-৩ ফর্মেশনেই খেলেন। রক্ষণভাগে গ্রিফিথ, রাহুল ভেকে, মেহতাব সিং এবং ভিগনেস দক্ষিণামূর্তি। অন্যদিকে মাঝমাঠের দায়িত্ব নেন লালেঙ্গমাউয়া, জৌহাহ‌ এবং স্টেওয়ার্ট। ফরোয়ার্ড লাইনে পেরেইরা ডিয়াজ, বিপিন সিং এবং লালিয়ানজুয়ালা। অন্যদিকে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে বেঙ্গালুরু। 

প্রথমার্ধের ৩২ মিনিটে আবারও সুযোগ আসে মুম্বইয়ের কাছে। বক্সের মাঝখান থেকে ডান পায়ের একটি শটে গোল করেন লালেঙ্গমাউয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ফলাফলে সমতা ফেরানোর চেষ্টা করেন রয় কৃষ্ণা। ৪৭ মিনিটে বক্সের বাইরে থেকে একটি শট নেন। তবে শটের রেঞ্জ বেশি হওয়ায় বলটি বেরিয়ে যায়।

বেঙ্গালুরু সমতা ফেরানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হয় না। ম্যাচের ৫৮ মিনিটে জর্জ পেরেইরার পাস থেকে গোল‌ করেন বিপিন সিং। মুম্বই এগিয়ে যায় ৩-০ গোলে। এই গোলের ঠিক ১৬ মিনিট পরে ৭৪ মিনিটের মাথায় বাঁ পায়ের শটে গোল করেন লালিয়ানজুয়ালা। ম্যাচ শেষ হয় মুম্বই সিটি এফসির ৪-০ জয়ে।

বন্ধ করুন