ম্যাচে সব দিকে এগিয়ে থাকলেও জিততে পারল না এটিকে মোহনবাগান। খেলার ফল ১-১। ম্যাচের সেরা হলেন তিরি।
খেলা শেষ ম্য়াচের ফল ১-১
মুম্বই এফসিকে হারাতে পারল না এটিকে মোহনবাগান। খেলার ফল ১-১। হিরো অফ দ্য ম্যাচ তিরি। শেষ পাঁচ মিনিটে মাঠে নেমে সেভাবে কিছু করতে পারলেন না জুনিয়র নাসিরি। কিয়ান ম্যাজিক দেখা গেল না এই ম্যাচে।
চার মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ। চার মিনিটের অতিরিক্ত সময় দিয়েছেন রেফারি। খেলার ফল কি বদলাবে?
ম্যাচে চাপ তৈরি করছে এটিকে মোহনবাগান
ম্যাচের শেষ মুহূর্তে মুম্বইয়ের উপর চাপ বাড়াচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।
ম্যাচে রেফারি-লাইন ম্যানের ভুল বোঝাবুঝি
ম্য়াচের ৮৬ মিনিটে রেফারি-লাইন ম্যানের ভুৃল বোঝাবুঝি। অফসাইড নিয়ে মতের মিল না হওয়ায় ম্যাচে সমস্যা তৈরি হল।
মাঠে নামলেন কিয়ান
ম্যাচের ৮৫ মিনিটে ফুটবলার বদল করল এটিকে মোহনবাগান। আশুতোষের জায়গায় মাঠে নামলেন কিয়ান। জুনিয়র নাসিরি কি ফের নিজেকে প্রমাণ করতে পারবেন।
শেষ দশ মিনিটে কী হবে?
৮০ মিনিটের খেলা শেষ। কোন দল জিততে আজকের ম্যাচ, নাকি খেলা ড্র হবে, উত্তর জানতে আর কিছুক্ষণের অপেক্ষা।
ফের রক্ষা করলেন অমরিন্দর
আঙ্গুলো ও ছাংতের যুগল বন্দিতে এটিকে মোহনবাগানের বক্সে ঢুকে গিয়েছিল মুম্বই। অমরিন্দরের গ্লাভস এ যাত্রায় বাঁচিয়ে দিল এটিকে মোহনবাগানকে।
মুম্বইয়ের উপর চাপ তৈরি করছে এটিকে মোহনবাগান
ম্যাচের সত্তর মিনিটের পরে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে এটিকে মোহনবাগান। ম্যাচের ৭৭ মিনিটে খেলার ফল ১-১। ম্যাচের দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেক।
মাঠে এলেন প্রবীর
ফুটবলার বদল করলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের ৭৩ দীপক টাংড়ির জায়গায় মাঠে নামলেন প্রবীর দাস।
বিপজ্জনক জায়াগ ফাউল পেল মুম্বই
পোস্টের জন্য বেঁচে গেল এটিকে মোহনবাগান। গোল হলে পিছিয়ে পড়ত এটিকে মোহনবাগান। রেফারির সিদ্দান্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে।
ম্যাচের ৬৫ মিনিট, খেলার ফল ১-১
দুই দলই নিজেদের আক্রমণ বাড়াতে চাইচে। মাঝ মাঠের রাশ ধরতে চাইচে দুই দল। কিয়ান নাসিরি কখন নামবে সেটাই দেখার। তার মধ্যেই ছাংতে একটি সুযোগ তৈরি করেছিল।
মুম্বইয়ের ফুটবলার বদল
ম্যাচের ৬০ মিনিটে বিক্রম প্রতাপের জায়গায় মাঠে এলেন ছাংতে। আক্রমণ বাড়াতে চাইছে মুম্বই সিটি এফসি।
এটিকে মোহনবাগানের ফুটবলার বদল
ম্যাচের ৫৬ মিনিটে মাঠে এলেন জনি কাউকো। তুলে নেওয়া হল ম্যাচের স্কোরার ডেভিড উইলিয়ামসকে। ম্যাচের ফল ১-১।
ম্যাচের ৫১ মিনিটে মুম্বইয়ের গোল বাতিল
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের প্রথমেই ফুটবলার বদল করল মুম্বই
দ্বিতীয়ার্ধে প্রথমেই মাঠে এলেন ইগর অ্যাঙ্গুলো। বসলেন মুম্বই সিটি এফসির দিয়োগে মৌরিসিও
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
কিয়ান নাসিরি কখন মাঠে নামবেন? সেই অপেক্ষায় রয়েছেন এটিকে মোহনবাগানের সমর্থকেরা। ম্যাচে জিততে মরিয়া দুই দল।
প্রথমার্ধের খেলা শেষ, ম্যাচের ফল ১-১
আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় জমে উঠেছে মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগানের লড়াই। বেশ কিছু সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু সেগুলো গোলে বদল হতে পারেনি। ফলে খেলার ফল এখনও ১-১। ডেভিড উইলিয়ামস প্রথমার্ধে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন।
প্রথমার্ধ শেষ হতে বাকি আর ২ মিনিট
ম্যাচের প্রথমার্ধে এটিকে মোহনবাগান কি এগিয়ে থাকতে পারবে! উত্তর জানতে হলে আর কিছুক্ষণের অপেক্ষা। রেফারি ২ মিনিটের অতিরিক্ত সময় দিয়েছেন।
ফের সুয়োগ নষ্ট করল এটিকে মোহনবাগান
ফের গোল মিস করল এটিকে মোহনবাগান। হুগো-লিস্টন কোলাসো-মনবীরের চেষ্টা ব্যর্থ হল। সহজ সুযোগ হাতছাড়া করল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৩৯ মিনিটে খেলার ফল ১-১।
ডেভিড উইলিয়ামসের অসাধারণ চেষ্টা ব্যর্থ
ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর ফ্রি কিক মুম্বই বক্সে পৌঁছাতেই আকাশে ভেসে হেড দেন ডেভিড উইলিয়ামস। বল পোস্টে লাগে। অনেকেই ভাগ্যের দোষ দিতেই পারেন।
ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক
জাহু-ক্যাসিওর যুগল বন্দিতে ফের গোলের সুযোগ পেয়েছিল মুম্বই। কিন্তু অল্পের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথম ড্রিঙ্কং ব্রেক চলছে।
আবার সুযোগ পেয়েছিল মুম্বই
অমরিন্দরের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান। রহাুল ভেকে হেডে গোল দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বাঁচিয়ে দেল এটিকে মোহনবাগানের গোলরক্ষক। ম্যাচের ৩০ মিনিট খেলার ফল ১-১।
ম্যাচে ফিরল মুম্বই সিটি এফসি
গোল হজম করল এটিকে মোহনবাগান। প্রীতমের মাথায় লেগে গোল হজম করল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ২৪ মিনিটে খেলার ফল ১-১
২০ মিনিটে ১-০ এগিয়ে এটিকে মোহনবাগান
লড়াই-এ ফেরার চেষ্টা করছে মুম্বই। হুগো বৌমাস হলুদ কার্ড দেখলেন।
আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে এটিকে মোহনবাগান
ডেভিড উইলিয়ামসের গোলের পরেই আক্রণের ঝাঁঝ বাড়িয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। ম্যাচের ১৫ মিনিটের খেলা হয়ে গেছে, ১-০ গোলে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।
উইলিয়ামসের গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান
ম্যাচের ৯ মিনিটে উইলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসির রক্ষণের ভুলে গোল করেন ডেভিড উইলিয়ামস।
খেলা শুরু
মাঠে নেমেই আক্রমণের ঝাঁঝ তুলেছে মুম্বই। অমরিন্দরের পরীক্ষা নিল মুম্বই আক্রমণ।
মাঠে নেমে পড়েছে দুই দল
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে কিন্তু বারবার মুখ থুবড়ে পড়েছে এটিকে মোহনবাগান! এ বার কি ঘুরে দাঁড়াতে পারবে সবুজ মেরুন ব্রিগেড।
আর কিছুক্ষণের অপেক্ষা
আজকের জয় মানেই লিগ তালিকার প্রথম চারের জায়গা পাকা করা। সেই লক্ষ্যেই মাঠে নামছে দুই দল।
দেখে নিন দুই দলের প্রথম একাদশ
হ্যাটট্রিক করা কিয়ান নাসিরির জায়গা প্রথম একাদশে হল না। পরিবর্ত হিসাবে দেখা যাবে ডার্বির নায়ককে। প্রীতম কোটালের উপর থাকছে এই ম্যাচে নেতৃত্ব। দিয়েগো মৌরিসিও মুম্বইয়ে হয়ে প্রথম ম্যাচ খেলতে তৈরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।