শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসি-র বড় মোটিভেশন ছিল ১০০তম ম্যাচ। এ দিন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে বেঙ্গালুরুতাদের শততম ম্যাচটি খেলতে নেমেছিল। কিন্তু সুনীল ছেত্রীরা নিরাশ করলেন সেই ম্যাচে। বার্থোলোমিউ ওগবেচের গোলে পরাস্ত হয় বেঙ্গালুরু এফসি।
আইএসএলের অন্য ম্যাচে আবার মুম্বই সিটি এফসি-কে তাদের মাঠেই হারিয়ে দিল জামশেদপুর এফসি। এই ম্যাচের খেলার ফল ১-১।
হায়দরাবাদ এফসি এখনও পর্যন্ত চলতি আইএসএলে অপরাজিত থাকল। পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাও দখলে রাখল তারা। শনিবারর দুই দলের রক্ষণই প্রথমার্ধে ছিল আঁটোসাটো। কেইউ সে ভাবে গোল করার মরিয়া ভাব দেখায়নি। তবে বেঙ্গালুরুর চেয়ে হায়দরাবাদ কিছুটা হলেও বেশি আক্রমণাত্মক ছিল। এমন কী হায়দরাবাদ এফসির জেভিয়ার সিভেরিও দু'টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ওগবেচেকেও মার্কিং করে রেখেছিল বেঙ্গালুরু। তাই প্রথমার্ধে ঠিক মতো সুযোগ পাননি তিনি।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাক,নর্থইস্টকে উড়িয়ে এ বার ISL-এ প্রথম জয় লাল-হলুদের
অন্যদিকে, আইএসএলের কোনও ক্লাবের হয়ে শততম ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে খেলতে নেমেছিলেন বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু এমন নজিরের দিনে সুনীলকে জ্বলে উঠতে দেখা যায়নি। বরং ম্যাড়ম্যাড় করছিলেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ খেলার কৌশল বদলায়। এবং গোলের খিদে হঠাৎ করেই যেন তাদের মধ্যে বেড়ে যায়। তারা আক্রমণে উঠে ভালো কিছু সুযোগ তৈরি করে। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। জয়সূচক গোলটি করেন ওগবেচেই। বোরহা হেরেরার কর্নার থেকে গোলটি করেন তিনি। চলতি মরশুমে এটি তাঁর দ্বিতীয় গোল।
আরও পড়ুন: ডার্বি নিয়ে আলাদা করে ভাবতেই হবে- ATK MB কোচের ভাবনায় এখন শুধুই EB
অন্য ম্যাচে আবার মুম্বই সিটি এফসি আধিপত্য বজায় রাখলেও, এঁটে উঠতে পারল না জামশেদপুর এফসির বিরুদ্ধে। যদিও হোম ম্যাচে তারা তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের ৮ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতের গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। যদিও এর মিনিট চারেক পরেই সমতা ফেরান ড্যানিয়েল চুকউ।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে মুম্বই সিটি এফসি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি থাকল চারে। ২ ম্যাচ খেলে জামশেদপুর এফসির ঝুলিতে ১ পয়েন্ট, তারা রয়েছে ১০ নম্বরে।