Mumbai City vs Bengaluru FC ISL semifinal 1st leg Highlights: বাংলার ছেলে এবং বাংলার জামাইয়ের যুগলবন্দিতে আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। অথচ আজ ম্যাচের প্রথম ৪৫ মিনিট কার্যত শাসন করে মুম্বই। কিন্তু সুনীল ছেত্রী মাঠে নামতেই ‘ফ্লুইড’ পেয়ে যায় বেঙ্গালুরু। শেষপর্যন্ত তাঁর গোলেই অ্যাওয়ে লেগে বেঙ্গালুরু জিতে যায়। তারইমধ্যে বেঙ্গালুরুর রক্ষণভাগে দুরন্ত খেলেন বাংলার ছেলে প্রবীস দাস। আইএসএলের প্রথম সেমিফাইনালে মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি ম্যাচের হাইলাইটস দেখুন আমাদের ব্লগে।
বাঙালি প্রবীর বাঁচালেন! সুনীলের দুরন্ত গোলে টানা ১০ ম্যাচে জয় বেঙ্গালুরুর
শেষ আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ। সুনীল ছেত্রীর একমাত্র গোলে মুম্বই এফসিকে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি। সেই জয়ের সুবাদে টানা ১০ ম্যাচে জিতল বেঙ্গালুরু। ম্যাচের সেরা হয়েছেন প্রবীর দাস।
সুবর্ণ সুযোগ নষ্ট সুনীলের
৯৪ মিনিট: সুবর্ণ সুযোগ নষ্ট! সুবর্ণ সুযোগ! গোল ফস্কালেন সুনীল ছেত্রী। কাউন্টার অ্যাটাকে উঠে আসে বেঙ্গালুরু। দুই বনাম তিনের লড়াই। পাবলো পেরেজ গোলের দিকে উঠে আসেন। কাকে বল দেবেন? বাঁ-দিকে সুনীল। ডানদিকে রয় কৃষ্ণা। সুনীলকে বল বাড়ান। তাঁর শট বাঁচিয়ে দিলেন মুম্বইয়ের গোলকিপার। গুরুত্বপূর্ণ সেভ। বড় মিস সুনীলের।
৫ মিনিট অতিরিক্ত সময়
৯০ মিনিট: পাঁচ মিনিট অতিরিক্ত সময়। বেঙ্গালুরু যে গোল দিয়েছে, তা শোধ করতে পারবে মুম্বই? উত্তর মিলবে পরবর্তী পাঁচ মিনিটে। তবে এখন অনেক ভালো খেলছে বেঙ্গালুরু।
দারুণ ফ্রি-কিক মুম্বইয়ের
৮৮ মিনিট: বক্সের বাইরে ভালো ফ্রি-কিক মুম্বইয়ের স্টুয়ার্টের। প্রথম পোস্টের বারের উপর দিয়ে বল বেরিয়ে গেল। মুম্বইয়ের দাবি যে বল হাতে লেগেছে গুরপ্রীতের। গোলকিক দিলেন রেফারি। তুমুল প্রতিবাদ মুম্বইয়ের খেলোয়াড়দের। হলুদ কার্ড দেখলেন ফল।
পরিবর্তন মুম্বইয়ের
৮০ মিনিট: রালতেকে তুলে নিল মুম্বই সিটি এফসি। মাঠে নামলেন চিকারা। ঘরের মাঠে এক পয়েন্ট ছিনিয়ে আনতে পারবে মুম্বই?
হামাগুড়ি লম্বা ডিফেন্ডারদের, হেডে গোল করলেন সুনীল
৭৮ মিনিট: গোওওওওওওওল!!! এগিয়ে গেল বেঙ্গালুরু। মাঠে সুনীল ছেত্রী থাকতে কে আর গোল করতে পারেন! বাঁ-প্রান্ত থেকে রোশনের কর্নার। ছয় ফুটের মুম্বই ডিফেন্ডাররা যখন বাকিদের মার্ক করেন, তখন কিছুটা পিছিয়ে থাকেন সুনীল। কিন্তু বলটা আসতেই একেবারে বাজপাখির মতো হেডার করেন সুনীল। অফ দ্য বল যে মুভমেন্টটা বলটা করলেন, সেটা চোখে লেগে থাকার মতো। তাতেই ৬০ শতাংশ কাজ হয়ে যায়। বাকি কাজটা ফ্রি হেডারে করে দিলেন। মুম্বই ০-১ বেঙ্গালুরু।
দুরন্ত শট বেঙ্গালুরুর
৭৭ মিনিট: ডানপ্রান্ত থেকে দুরন্ত শট প্রবীর দাসের। বাঁচালেন মুম্বইয়ের গোলকিপার। কর্নার বেঙ্গালুরুর। জোরালো শট নেন। যে ডানপ্রান্তটা এতক্ষণ কার্যত নিষ্ক্রিয় হয়ে ছিল বেঙ্গালুরুর।
দুর্দান্ত ডিফেন্ডিং প্রবীর দাসের
৭২ মিনিট: দুর্দান্ত ডিফেন্ডিং প্রবীর দাসের। ডানদিক থেকে উঠে আসেন ছাংতে। দ্বিতীয় পোস্টে ভালো ক্রস। দারুণভাবে বলটা ক্লিয়ার করে দেন। হেড করে বল মাঠের বাইরে করে দেন।
পরিবর্তন মুম্বইয়ের
৬৮ মিনিট: পরিবর্তন মুম্বইয়ের। আহমেদকে তুলে নেওয়া হল। যিনি প্রথমার্ধের শেষ লগ্নে হলুদ কার্ড দেখেছিলেন। মাঠে নামলেন আলবার্তো নোগুয়েরা।
সুযোগ বেঙ্গালুরুর
৬১ মিনিট: বক্সের মধ্যে ছোঁ মেরে নিয়ে নিলেন বেঙ্গালুরুর খেলোয়াড় জাভির। ডানপ্রান্ত ঘেঁষে সুনীল ছেত্রীর পাস। বাঁ-প্রান্ত থেকে রয় কৃষ্ণার ভালো দৌড়। সুনীলকে দেখে নিখুঁত পাস। জাভির দৌড় থেকে স্রেফ ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল চামচের মতো তুলে দেন সুনীল। প্রথম হেড করে বলটা সামনে নেন জাভি। কিন্তু বলটা দূরে চলে যায়। তারইমধ্যে দুরূহ কোনও থেকে শট। জোরালো শট রুখে দিলেন মুম্বইয়ের গোলকিপার।
মাঠে এলেন সুনীল ছেত্রী
৫৭ মিনিট: পরিবর্তন বেঙ্গালুরু এফসির। মাঠে নামলেন সুনীল ছেত্রী। শিবশক্তিকে তুলে নেওয়া হল।
ছাংতের শট গেল মহাকাশে!
৫৪ মিনিট: বক্সের ঠিক মাথায় বল পেলেন ছাংতে। বাঁ-দিকে সরে গেলেন এবং গোলের মধ্যে থেকে শট নিলেন। কিন্তু বড্ড বেশি জোরে শট মারলেন। গুরপ্রীতের কোনও সমস্যা হয়নি।
ভালো আক্রমণ বেঙ্গালুরুর
৫০ মিনিট: বাঁ-প্রান্ত থেকে ছোট পাসে উপরে উঠে এল বেঙ্গালুরু। দারুণ মুভ! বাঁ-দিকে রোশনকে লক্ষ্য করে দারুণ পাস জাভির। পেনাল্টি বক্সের মধ্যে পাস। বিপজ্জনক জায়গায় বল। কিন্তু বক্সের মধ্যে বেঙ্গালুরুর কেউ ছিলেন না। ভালো মুভ বেঙ্গালুরুর।
রালতের শট, লক্ষ্যভ্রষ্ট
৪৭ মিনিট: বক্সের বাইরে পাস পেলেন রালতে। ডানদিকে সরে শট মারলেন রালতে। কিন্তু বহুদূর থেকে বেরিয়ে গেল। গোলকিক। ইতিবাচক শুরু মুম্বইয়ের।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। আপাতত খেলার ফল ০-০। তাৎপর্যপূর্ণভাবে এবার আইএসএলের সেমিফাইনালে অ্য়াওয়ে গোলের কোনও বিষয় নেই।
প্রথমবার্ধে বল পজেশন
প্রথমবার্ধে বল পজেশনে এগিয়ে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের দখলে ছিল ৫৯ শতাংশ বল। বেঙ্গালুরুর দখলে ৪১ শতাংশ। তবে গোলমুখী শটে মাত্র দুইয়ে আটকে আছে মুম্বই। একটি গোলমুখী শট বেঙ্গালুরুর।
শেষ প্রথমার্ধের খেলা
শেষ প্রথমার্ধের খেলা। খেলার ফল ০-০। প্রথম ৪৫ মিনিটের শেষে যে কোনও গোল না খেয়েই মাঠ ছাড়ল, সেজন্য নিজেদের ভাগ্যবান মনে করা উচিত।
অতিরিক্ত ২ মিনিট
৪৫ মিনিট: অতিরিক্ত ২ মিনিট দেওয়া হল। অতিরিক্ত দু'মিনিট কি কাজে লাগাতে পারবে মুম্বই? এখনও পর্যন্ত যা খেলা হয়েছে, তাতে মুম্বইয়ের কমপক্ষে এক গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। অন্যদিকে, বেঙ্গালুরু চাইবে যে এই ঝাপটা আরও দু'মিনিট যেন সহ্য করতে পারে।
ভালো আক্রমণ মুম্বইয়ের
৪৪ মিনিট: ভালো আক্রমণ মুম্বইয়ের। ডানদিক থেকে ক্রস রালতের। নিজের সামনে বল বাউন্স করতে দিলেন গুরপ্রীত। বল নেওয়ার চেষ্টা ছাংতের। বল নেওয়ার চেষ্টা প্রবীর দাসের। যিনি পরিস্থিতি সামাল দিয়ে দিলেন।
একটুর জন্য গোল পেল না মুম্বই
৩৯ মিনিট: মুম্বই এবং গোলের মধ্যে ফারাক হয়ে দাঁড়ালেন গুরপ্রীত। স্টুয়ার্টের কাঠে বল। বল নিয়ে বেঙ্গালুরুর বক্সের দিকে উঠে যান। সন্দেশকে বোকা বানিয়ে বেঙ্গালুরু বক্সের মধ্যে থ্রু বল। দিয়াজ পা ঠেকানোর চেষ্টা করেন। গোললাইন ছেড়ে এগিয়ে এসে সেই বল বাঁচিয়ে দেন গুরপ্রীত।
দুর্বল প্রচেষ্টা মুম্বইয়ের
৩৪ মিনিট: দুর্বল প্রচেষ্টা মুম্বইয়ের। বাঁ-প্রান্ত থেকে ক্রস আহমেদের। জোভানোভিচ হেড করে বল বের করে দিলেন। ফিরতি বল পেলেন মেহতাব সিং। বাঁ পায়ে ভলি মারলেন। কিন্তু কোনও জোর ছিল না। বল গড়িয়ে চেল গেল।
দুর্দান্ত ট্যাকল প্রবীর দাসের
৩২ মিনিট: দুর্দান্ত ট্যাকল বাঙালি ছেলে প্রবীর দাসের। বক্সের মধ্যে ভিগনেশের গোল লক্ষ্য করে শট নেওয়ার চেষ্টা। আজ দারুণ খেলছেন প্রবীর। তবে কতক্ষণ মুম্বইয়ের চাপ সামলাতে পারেন, সেটা বড় প্রশ্ন।
ফ্রি-কিক বেঙ্গালুরুর
২৪ মিনিট: মাঝমাঠের আশপাশ থেকে ফ্রি-কিক বেঙ্গালুরু এফসির। ফ্রি-কিক নিলেন জাভি হার্নান্দেজ। খুব একটা খারাপ ছিল না। তবে কোনও লাভ হল না বেঙ্গালুরুর।
সুযোগ নষ্ট মুম্বইয়ের
২০ মিনিট: ডানদিক থেকে বিদ্যুতের গতিতে উঠে এলেন ছাংতে। নীচু ক্রস বাড়ান। সন্দেশ ঝিঙ্গান বল বের করে দিলেন। আহমেদ কর্নার নেন। ফ্রি হেডার পান দিয়াজ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট মুম্বইয়ের খেলোয়াড়ের হেডার।
ক্রস নাকি পাস?
১৮ মিনিট: ক্রস নাকি পাস? যাই হোক না কেন, বেঙ্গালুরুর কোনও লাভ হল না। বাঁ-প্রান্ত থেকে বল উড়ে আসে। তবে গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল। গোলপোস্ট থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন মুম্বইয়ের গোলকিপার। মুহূর্তের জন্য চাপে পড়ে যান। তবে বিপদ হয়নি। বেঙ্গালুরু হতাশ হবে না। কারণ ক্রসটা রয় কৃষ্ণার কাছে থাকলে মুম্বইকে ধাক্কা দিতে পারত।
মুম্বইয়ের প্রথম একাদশে কারা আছেন? দেখে নিন
মুম্বই সিটি এফসির হয়ে কারা মাঠে কাঁপাচ্ছেন? ফুরবা লাচেনপা, রাহুল ভেকে, মৌরতাদা ফল, মেহতাব সিং, ভিগনেশ, আহমেদ, আপুইয়া রালতে, গ্রেগ স্টুয়ার্ট, বিপিন সিং, এলজে ছাঁতে, পেরেয়া দিয়াজ।
বল পজেশনে এগিয়ে মুম্বই
ম্যাচের প্রথম ১৫ মিনিটে বল পজেশনে এগিয়ে মুম্বইয় সিটি এফসি। মুম্বই সিটির দখলে ছিল ৬০ শতাংশ বল। বেঙ্গালুরু এফসির দখলে ছিল ৪০ শতাংশ বল।
আবারও সুযোগ স্টুয়ার্টের
১২ মিনিট: শেষ ৪০ সেকেন্ড বেঙ্গালুরুর হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। দুর্দান্ত আক্রমণ মুম্বইয়ের। প্রথম পেনাল্টি বক্সের মাথা থেকে গোলমুখী শট নেওয়ার চেষ্টা। তারপর ডানদিকে বল চলে যায়। গোলের চেষ্টা গ্রেগ স্টুয়ার্টের। ভালো সেভ গুরপ্রীতের। তাতেও বিপদ পুরোপুরি কাটেনি। শেষপর্যন্ত রেহাই পেল বেঙ্গালুরু ডিফেন্স। বল ধরে নিলেন গুরপ্রীত।
প্রথমবার মুম্বইয়ের পেনাল্টি বক্সের কাছে বেঙ্গালুরু
১০ মিনিট: আজ প্রথমবার মুম্বই সিটি এফসির পেনাল্টি বক্সের কাছে গেল বেঙ্গালুরু। জাভি মাঝমাঠ দিয়ে বল নিয়ে উঠে যান। তবে তাঁর থেকে বল কেড়ে নিল মুম্বই। ফাউলের দাবি জাভির। তবে কোনও পাত্তা দিলেন না রেফারি।
ভিগনেশের গোলমুখী শট, লক্ষ্যভ্রষ্ট
৬ মিনিট: ভিগনেশের গোলমুখী শট। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। ক্রমশ বাড়াচ্ছে মুম্বই। বেঙ্গালুরুর ডিফেন্সের উপর চাপ বাড়াচ্ছে। স্টুয়ার্টের দিকে নজর রাখতে হবে বেঙ্গালুরুকে। যিনি চলতি মরশুমে সাতটি গোল করেছেন। সাতটি অ্যাসিস্ট করেছেন।
বেঙ্গালুরুর প্রথম একাদশে নেই সুনীল
বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, জোভানোভিচ, ব্রুনো, প্রবীর দাস, রোশন, সুরেশ, রোহিত, জাভি হার্নান্দেজ, রয় কৃষ্ণা এবং শিবশক্তি। বেঞ্চে আছেন সুনীল ছেত্রী। যাঁর গোল নিয়ে আইএসএলের প্লে-অফে তুমুল বিতর্ক হয়েছিল। দল তুলে নিয়েছিল কেরল ব্লাস্টার্স।
স্বস্তির নিঃশ্বাস বেঙ্গালুরুর
১ মিনিট: প্রথম কর্নার থেকে কোনও লাভ হল না মুম্বই সিটি এফসির। গোলকিক বেঙ্গালুরু এফসির। স্বস্তির নিঃশ্বাস ফেলল বেঙ্গালুরু। দারুণ শুরু মুম্বইয়ের। তারইমধ্যে ডিফেন্স নিয়ে স্বস্তি পাবে বেঙ্গালুরু।
দুরন্ত শুরু মুম্বইয়ের
এক মিনিট: ম্যাচের শুরুতেই ডানদিক থেকে দুরন্ত আক্রমণ মুম্বইয়ের। বক্সের মধ্যে বল মুম্বইয়ের স্টুয়ার্টের। গুরুত্বপূর্ণ ট্যাকল প্রবীর দাসের। ম্যাচের প্রথম কর্নার পেল মুম্বই। প্রবীর ওই ট্যাকলটা না করলে নিশ্চিত গোল ছিল।
শুরু আইএসএলের প্রথম সেমির লড়াই
আইএসএলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। আজ প্রথম লেগের খেলা হচ্ছে মুম্বইয়ের ফুটবল এরিনায়। লিগ টেবিলে শীর্ষস্থান দখল করার সুবাদে সেমিফাইনালে সরাসরি ওঠে মুম্বই। বিতর্কের পর প্লে-অফ থেকে সেমির টিকিট পেয়েছে বেঙ্গালুরু।