বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Sunil Chhetri on wife and son: সবসময় বলত এত চাপ, অথচ অবসরের কথায় কেঁদে ফেলে বউ, বিহ্বল সুনীল, ‘যদি ছেলে বুঝত..’

Sunil Chhetri on wife and son: সবসময় বলত এত চাপ, অথচ অবসরের কথায় কেঁদে ফেলে বউ, বিহ্বল সুনীল, ‘যদি ছেলে বুঝত..’

অবসর ঘোষণা করার সময় সুনীল ছেত্রী। (ছবি সৌজন্যে, এক্স @chetrisunil11)

আন্তর্জাতিক ফুটবল থেকে যে অবসর নিচ্ছেন, সেটা আগে পরিবারকে জানান সুনীল ছেত্রী। আর সেই খবরটা শুনে কেঁদে ফেলেন স্ত্রী সোনম। যিনি একটা সময় বলতেন যে চাপ সামলাতে হচ্ছে সুনীলকে। তারইমধ্যে সুনীল জানিয়েছেন যে ছেলে এখন তাঁর শেষের ম্যাচের গুরুত্বটা বুঝতে না পারায় কিছুটা আক্ষেপ থাকবে।

উনিশ বছরের দীর্ঘ কেরিয়ারে সম্ভবত এমন একটিও ম্যাচ খেলেননি, যে ম্যাচে চাপ ছিল না। বরং যত দিন এগিয়েছে, তত চাপ বেড়েছে। শেষের কয়েক বছর তো ভারতীয় দলের হয়ে খেলতে নামলে অধিকাংশ সময়ই একটা লাইন লিখতেই হত, ‘সুনীল ছেত্রী ছাড়া বাকিটা কার্যত অন্ধকার।’ ফলে তাঁর উপর যে কতটা চাপ ছিল, তা সুনীল এবং তাঁর পরিবারের থেকে ভালো কেউ আর জানেন না। সেই লাগাতার চাপ নিয়ে স্ত্রী সোনমও মাঝেমাঝে বলতেন। কিন্তু সুনীল যখন অবসর নেওয়ার সিদ্ধান্তটা তাঁকে জানান, তখন সেই সোনমই কেঁদে ফেলেন বলে জানালেন ‘ক্যাপ্টেন’ সুনীল। হয়ত সুনীলও কেঁদে ফেলেছিলেন। অবসরের সিদ্ধান্তটা ঘোষণা করার সময়ও সম্ভবত চোখে জল চলে এসেছিল। তারপরও আগামী ৬ জুন যে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটা খেলবেন, তা নিয়ে তেমন কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন সুনীল। শুধু একটাই আক্ষেপ রয়েছে গিয়েছে যে তাঁর শেষ ম্যাচটার যে গুরুত্ব, সেটা এখনই বুঝতে পারবে না ছেলে। কারণ ছেলের বয়স যে এখনও এক বছরও হয়নি। ভিডিয়ো রেকর্ডিং দেখেই বুঝতে হবে যে বাবা কী করত, বাবা কী ছিল। আর সঙ্গে থাকবে ইতিহাস। যে ইতিহাস নিশ্চিতভাবে সুনীলের ছেলেকে বলে দেবে যে তুমি ভারতীয় ক্যাপ্টেনের ছেলে। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা না থাকলেও তোমার বাবা ‘ক্যাপ্টেন’।

আরও পড়ুন: Sunil Chhetri announces retirement: কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে! অবসর ঘোষণা সুনীল ছেত্রীর 

ছেলেকে নিয়ে সুনীল

অবসর ঘোষণা করার ভিডিয়োয় সুনীল বলেন, 'হ্যাঁ, হ্যাঁ (ছেলেটা যদি একটু বড় হত, আর বুঝত যে ওর বাবা মাঠে নেমে কী করছে, তাহলে ভালো হত)। আমি ওর সঙ্গে যেতাম। অন্তত নিজের শেষ ম্যাচটায় …..। আমার খুব ভালো লাগত যদি ও এখন দেখতে পেত যে ওর বাবা কী করেছে, ওর বাবা কীরকম খেলেছে। ভাগ্যবশত আগের যুগের মতো ভিডিয়ো থাকবে না, এমন নয়। এখন ভিডিয়ো থাকবে। কিন্তু হ্যাঁ, আমার খুব ভালো লাগত, যদি ও (ছেলে) মাঠে এসে ওর বাবাকে শেষবার খেলতে দেখত।'

আরও পড়ুন: Mohun Bagan SG Transfer News: ছেড়ে দেওয়া হতে পারে কিয়ান-হামতে-গ্লেনকে, জেসনের সঙ্গে অজি বিশ্বকাপার প্রায় নিশ্চিত বাগানে

স্ত্রী'র আবেগ নিয়ে সুনীল

সুনীল বলেন, ‘যখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে, তখন আমার পরিবারকে সেই বিষয়টা জানাই। আমার মা, আমার বাবা এবং আমার বউকে বলি। বাবা স্বাভাবিক ছিল। স্বস্তিবোধ করছিল। খুশিও ছিল। কিন্তু অদ্ভুতভাবে আমার বউ কাঁদতে শুরু করে দিয়েছিল। (সেটা দেখে) আমি বলি যে তুমি সবসময় বলতে যে এত ম্যাচ, এত চাপ।  আর আমি যখন তোমায় বলছি যে এই ম্যাচটার পরে আমি আমার দেশের হয়ে আর খেলব না। ওরাও আমায় বলতে পারেনি যে কেন ওদের চোখে জল চলে এসেছিল।’

আরও পড়ুন: বাঙাল বাড়ির ছেলে হয়েও মোহনবাগানের সমর্থক! পুত্রের কাণ্ডে কৌশিক বললেন, 'ফুটবলের ইতিহাসে...'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কাদের জন্য ভালো যাবে না? দেখুন আজকের প্রেম রাশিফল ভিডিয়ো: ভাঙলেন চিপকের দেওয়াল! IND vs BAN সিরিজের আগে অন্য মেজাজে কোহলি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল তাক করা রাইফেল! গলফ খেলার সময় ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’! ২ মাসে ২ বার জীবন বাঁচল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়! T20I-র ইতিহাসে এই প্রথমবার হারালো ইংল্যান্ডকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.